Author: desk

  • তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দি-বস পালিত

    তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দি-বস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর আয়োজন করেন।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স অফিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিওকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম জানান, অনুষ্ঠান শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে দুই জন উদ্যোক্তাকে ২লাখ ৫০ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়েছে। তাঁরা হলেন, আব্দুল্লাহ ইবনে বিন মোস্তফা হাদিনকে কম্পিউটারের জন্য ১লাখ ৫০ হাজার টাকা এবং ছলেমান হোসেন সাঈম কে ছাগল ও মুরগি পালনের জন্য ১লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া গরু মোটাতাজা করণ প্রশিক্ষণপ্রাপ্ত ৩০জনের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা-হিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা-হিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা :

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়নে (৩৪ বিএন) পরিচালক ও অধিনায়ক মোঃ কামারুজ্জামান। আজ ১২ আগষ্ট সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অধিনায়ক তার দপ্তরের সামনে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অধিনায়ক মোঃ কামারুজ্জামান বলেন, “একটি গাছ একটি জীবন। প্রতিটি গাছের চারা শুধু আমাদের পরিবেশকেই সবুজ রাখে না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।” তিনি বাহিনীর সকল সদস্যকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং লাগানো চারাগুলোর নিয়মিত পরিচর্যার নির্দেশ দেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ, কোম্পানি কমান্ডার মোঃ হামিদুর রহমান, কোম্পানি কমান্ডার তরুণ কুমার ঘোষ এবং ব্যাটালিয়নের সকল পদবির সদস্যবৃন্দ। এই কর্মসূচির আওতায় লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের বিভিন্ন স্থানে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে। ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ বাহিনীর সদস্যদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • নড়াইলে নারিকেল গাছ পরিষ্কার করতে যেয়ে প-ড়ে কিশোরের মৃ-ত্যু

    নড়াইলে নারিকেল গাছ পরিষ্কার করতে যেয়ে প-ড়ে কিশোরের মৃ-ত্যু

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
    রাকিব হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার প্রবাসী কাদের শিকদারের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাকিব শিকদার নামে ওই কিশোর নিজ বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছে ওঠে পরিষ্কার করার জন্য। এ সময় অসাবধানবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে পরিষ্কার ও বুকে-মাথায় আঘাত পায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

    হবখালি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে প্রতিবেশীর বাড়িতে থাকা নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হয় পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ

    মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ

    শহিদুল ইসলাম,
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইতহের মহেশপুরে পিচের রাস্তায় উপর নিম্ন মানের ইট ভাটার ঘ্যাস নামক মাটির কাঁদা দেওয়ায় পিচলে পড়ছে চলন্ত মোটরসাইকেল, ভোগান্তি পাচ্ছে পথচারিরা।
    কাঁদা পানি নিরশনের জন্য মহেশপুর উপজেলার এস’বিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপির ৯নং ওয়ার্ড কাকিলাদাড়ী গ্রামের মেইন সড়কে পিচ রাস্তার উপর দেওয়া হয়েছে নিম্ন মানের ইট ভাটার ঘ্যাস নামক কাঁদা মাটি, এতে পিচলে পড়েছে একাধিক চলন্ত মোটরসাইকেল চরম ভোগান্তিতে জনসাধারণ।

    বিষয়টি নিযে স্বরজমিন গিয়ে দেখা যায় ইউপির ৯ নং ওয়ার্ড কাকিলাদাড়ী গ্রামের কাঁটাখালি হইতে গ্রামে যেতে মেইন সড়কে কাঁদা পানি নিরশনে মানুষ ও যান চলাচলের জন্য এস’বিকে ইউপি চেয়ারম্যান পাঁকা সড়কের উপর নিম্ন মানের ইটের ঘ্যাস দেয়, যাহা ইট ভাটার ঘ্যাস নামক কাঁদা মাটি।

    এব্যাপারে কাকিলাদাড়ী গ্রামে বসবাসকারি ও ষ্টাম্প ভ্যান্ডারি ও মহেশপুর বাস মালিক সমিতির সভাপতি এম এ ওয়াদুদ বলেন, বর্ষা মৌসুমে কাঁদা ও গর্ত ভরাটে গত দুই দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাস্তার উপর এই নিম্ন মানের ঘ্যাস মাটি দিয়ে চলাচলের অনুপযোগী করে।
    এতে গত দুই দিনে আমি সহ ৮/১০টি মোটরসাইকেল পিচলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়া কৃষকের চাষাবাদ বহনকারী পাওয়ার টিলার সহ পথচারীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবিষয়ে ৯নং ওযার্ড ইউপি সসস্য বিপুল হোসেন জানান এব্যাপারে তার কিছুই জানা নেই। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান নুথান চৌধুরীর সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  • বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে হেম গ্র্যান্ড সে-ক্টরের স্টাফ ওরিয়েন্টেশন অ-নুষ্ঠিত

    বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে হেম গ্র্যান্ড সে-ক্টরের স্টাফ ওরিয়েন্টেশন অ-নুষ্ঠিত

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।

    দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় বগুড়ার টিএমএসএস ট্রেনিং সেন্টারে হেম গ্র্যান্ড সেক্টরের নতুন কর্মীদের জন্য একটি ব্যাপক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন কর্মীদের সংস্থার নীতি, লক্ষ্য এবং কর্মপরিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া, যাতে তারা টিএমএসএস’র উন্নয়নমূলক কার্যক্রমে কার্যকর ভাবে ভূমিকা রাখতে পারেন। বগুড়ায় ১২ আগস্ট অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি তাঁর মূল্যবান বক্তব্যে নতুন কর্মীদের উদ্দেশ্যে বলেন “টিএমএসএস শুধু একটি সংস্থা নয়, এটি একটি বৃহৎ পরিবার। দেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্রঋণ খাতে আমাদের দায়িত্ব অনেক। আমি আশা করি, আপনারা নিজেদের সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবেন এবং সংস্থার লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সাবেক কোষাধ্যক্ষ ও উপদেষ্টা আয়েশা বেগম এবং ট্রেনিং ও এডুকেশন সেক্টরের প্রধান ফয়জুন নাহার। তাঁরা নতুন কর্মীদের অনুপ্রেরণা দিয়ে সংস্থার প্রতি তাদের দায়বদ্ধতা এবং কর্মজীবনের সফলতার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। হেম গ্র্যান্ড সেক্টরের আওতাভুক্ত স্বাস্থ্য, শিক্ষা এবং ক্ষুদ্রঋণ খাতের নতুন প্রোগ্রাম অফিসার সহ অন্যান্য কর্মীরা এই ওরিয়েন্টেশনে অংশ নেন। টিএমএসএসের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচি কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনে সাফল্য অর্জনে সহায়ক। এর মাধ্যমে নতুন কর্মীরা সংস্থার মূল্যবোধ ও কাজের ধরন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পান, যা তাদের দায়িত্ব পালনে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। টিএমএসএস কর্তৃপক্ষ আরও জানায়, এই সফল ওরিয়েন্টেশন কর্মসূচিটি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি করেছে। এটি সংস্থার উন্নয়ন লক্ষ্য গুলোকে আরও গতিশীল করবে বলে আশা করা যায়। অনুষ্ঠানটিতে নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • গাজীপুরের সাংবাদিক তুহিনসহ নিহ-ত সকল সাংবাদিকদের আ-ত্মার মা-গফিরাত কামনায় দো-য়া অনুষ্ঠিত

    গাজীপুরের সাংবাদিক তুহিনসহ নিহ-ত সকল সাংবাদিকদের আ-ত্মার মা-গফিরাত কামনায় দো-য়া অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের আয়োজনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও সাগর রুনিসহ যেসকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।

    মঙ্গলবার (১২ আগষ্ট ২০২৫ইং) রাত ৮টায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের আয়োজনে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ক্যাফে ঊষা হোটেলে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

    এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), এসময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতী, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, কোষাধক্ষ্য নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য দাউদুল ইসলাম নয়ন, পলাশ হাওলাদার, মোজাম্মেল মোল্লা সাগর, আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক গোলাপী আক্তার তিশা, শাকিল শেখ, সবুজ খান, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান খান এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক, ক্যাফে ঊষা হোটেলের ম্যানেজার আব্দুল হালিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক নেতৃবৃন্দ উক্ত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারাদেশে যেসকল সাংবাদিককে হত্যা করা হয়েছে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, সেই সাথে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে সামান্য খাবার বিতরণ করা হয়।

  • শিবচরে ব্র্যাকের কর্মশালা: নি-রাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুন-রেকত্রীকরণে জোড়

    শিবচরে ব্র্যাকের কর্মশালা: নি-রাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুন-রেকত্রীকরণে জোড়

    মাদারীপুর প্রতিনিধি:
    মাদারীপুরের শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)” প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. আমিনুল হক।

    কর্মশালার শুরুতে পরিচয় পর্ব ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবচর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন। পরে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ অভিবাসন, প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুনরেকত্রীকরণ প্রক্রিয়া তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাদারীপুর জেলার সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রিইন্ট্রিগ্রেশন) মাহফুজুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জাকির হোসেন হায়দার বলেন, “ব্র্যাক একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। দেশ ও মানবতার সেবায় তাদের কার্যক্রম প্রশংসনীয়। মাঠ পর্যায়ে বিদেশফেরত অভিবাসীদের নিয়ে এভাবে পরিকল্পিত কাজ করা সম্ভব—এটি আমার ধারণার বাইরে ছিল। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।”

    তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং যেকোনো সহযোগিতার আশ্বাস দেন।

  • ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুর-স্কার পে-লেন আরিফুর রহমান

    ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুর-স্কার পে-লেন আরিফুর রহমান

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘জেলা শ্রেষ্ঠ যুব সংগঠক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান।
    ২০১৬ সালে প্রতিষ্ঠিত ইয়ুথনেট গ্লোবাল প্রতিষ্ঠার শুরু থেকেই যুবদের নিয়ে সমাজ বদলের স্বপ্ন লালন করে আসছেন আরিফুর রহমান। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ৫০টি জেলা ও বিশ্বের ১১টি দেশে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, সবুজ দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান বিষয়ে নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বে মানতা সম্প্রদায়ের ১৭৮টি পরিবারকে সহায়তা প্রদানসহ নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় আমফান ও কোভিড-১৯ সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
    ২০২৪ সালে ইয়ুথনেট গ্লোবাল বিশ্বের সেরা পাঁচ যুব সংগঠনের একটি হিসেবে ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট-এর স্বীকৃতি অর্জন করে।
    পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আরিফুর রহমান বলেন, “আমি বিশ্বাস করি তরুণরাই পারে সমাজ বদলাতে। আমাদের শক্তি, সাহস আর সচেতনতাই পারে পৃথিবীকে বাঁচাতে। তাই আমি কাজ করে যাচ্ছি, যেন আরো হাজারো তরুণ সমাজ পরিবর্তনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।”
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন, ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে
    ঝালকাঠি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ তিন শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিকল্প জায়গায় স্থা-নান্তরের দা-বিতে চলনবিল রক্ষা আ-ন্দোলনের সংবাদ স-ম্মেলন

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিকল্প জায়গায় স্থা-নান্তরের দা-বিতে চলনবিল রক্ষা আ-ন্দোলনের সংবাদ স-ম্মেলন

    পাবনা প্রতিনিধিঃ

    চলনবিল রক্ষায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বুড়ি পোতাজিয়া থেকে বিকল্প জায়গায় স্থানান্তরের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চলনবিল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, আমরা চলনবিলের বিনিময়ে বিশ্ববিদ্যালয় চাইবো না। আমাদের প্রাণের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প জায়গা খোঁজা দরকার। আমরা যেমন বিশ্ববিদ্যালয়ও চাই তেমনি চলনবিলও চাই। সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া নামক স্থানের পরিবর্তে যদি অন্য কোন স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে, চলনবিলও রক্ষা পাবে।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় পাবনার চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চলনবিল রক্ষা আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতৃবৃন্দ। 

    চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব ও বাপা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব পাঠ করেন ডাঃ এস এম আতিকুল আলম। 

    সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অন্যতম বৃহৎ বিল চলনবিল। চলনবিলের সুবিধাভোগি মানুষের সংখ্যা ১ কোটিরও বেশি। পদামা, আত্রাই, বড়াল, নন্দকূজা, গুমানীসহ সকল নদী, বিল, খাল, ক্যানেল, পুকুরসহ চলনবিলে যে পানির উৎস, এটাই চলনবিলের সৌন্দর্য্য প্রাণ-প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। বিশাল জলরাশির চলনবিলের পানি যমুনা নদীতে পতিত হওয়ার একমাত্র মুখ হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া নামক স্থান। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই বুড়ি পোতাজিয়াতেই স্থাপন করার প্রস্তাব করা হয়েছে। 

    সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বুড়ি পোতাজিয়ার কিছু অংশ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের জন্য বালু ফেলে ভরাট করা হয়েছে। গোহালা নদীর উপর একটি ছোট স্লুইসগেট দিয়ে নদীটিকে সংকুচিত করা হয়েছে। পদ্মা, আত্রাই, বড়াল, নন্দকূজাসহ ৪৭টি নদী,র১৬৩টি বিল, ৩০০টির বেশি ক্যানেল ও লক্ষাধিক পুকুরের সমন্বয়ে বিশাল চলনবিলের যে জলরাশি তা প্রবাহিত হওয়ার একমাত্র পতিত মুখে যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়,নতাহলে হাজার বর্গকিলোমিটারের চলনবিল জলাবদ্ধতার শিকারসহ নানা রকমের বিপর্যয়ের মুখে পড়বে। উজান থেকে ভাটির দিকে চলনবিলের পানি প্রবাহ কমে গেলে বাঘাবাড়ি নৌবন্দরও সংকটে পড়বে। 

    সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বিভিন্ন সময় চলনবিলে সরকারি, বেসরকারি পর্যায়ের অপরিকল্পিত কর্মকান্ড এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলনবিল অস্তিত্ব সংকটে পড়েছে। এখন যদি বুড়ি পোতাজিয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, তাহলে এটি হবে চলনবিল ধ্বংসের সর্বশেষ পেরেক। চলনবিল হয়তো এভাবেই হারিয়ে যাবে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প জায়গা খোঁজার দাবি করছি। আমরা বিশ্ববিদ্যালয়ও চাই, চলনবিলও চাই।

    সংবাদ সম্মেলনে বলা হয়,নএ বিষয়ে ইতোমধ্যে পরিবেশ উপদেষ্টা,রশিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।  

    তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।

  • তালতলীতে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে স-মন্বয় সভা

    তালতলীতে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে স-মন্বয় সভা

    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে উপজেলা পর্যায়ে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে প্রকল্পের কার্যক্রমের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় প্রকল্পের আয়োজনে উপজেলার হাসপাতাল সড়কে অবস্থিত কারিতাস ভবনের কৃষ্ণচূড়া সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. জালাল উদ্দীন, প্রকল্প ইন্জিনিয়ার জনাব মো. কায়সার আহমেদ, উপজেলা ফ্যাসিলিটেটর দীপঙ্কর চন্দ্র দাস।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্পভুক্ত ০৪ টি ইউনিয়নের (পচাঁকোড়ালিয়া, বড়বগী, নিশানবাড়িয়া এবং সোনাকাটা) বিভিন্ন ওয়ার্ডের সিআরএফ সহযোগীদের ১৬-২৯ বছর বয়সী ছেলে-মেয়েদের মধ্য থেকে প্রতি ইউনিয়নে ১০ জন করে মোট ৪০ জন যুবসদস্য এবং প্রকল্পে কর্মরত বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরগণ।

    সভায় জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান প্রকল্পের অংশীজন হিসেবে যুবদের করনীয় বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেন। প্রকল্পের আওতায় গঠিত জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতিগুলোকে সকল ধরনের সহোযোগিতা প্রদান করার জন্য যুবদের উদ্বুদ্ধ করেন। এ সময়  তিনি বলেন, ‘আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে, যুব জনগোষ্ঠীকে সম্পদে রুপান্তর করতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে পিছিয়ে পড়া উপকূলীয় অঞ্চলের যুবশক্তিকে কর্ম-উপযোগী করে গড়ে তুলতে হবে।’

    যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, ‘আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়। যুবদের উন্নয়নে আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহোযোগিতা প্রদান করা হবে।’
     
    উলেখ্য উপজেলার ৪টি ইউনিয়নে (পচাঁকোড়ালিয়া, বড়বগী, নিশানবাড়িয়া এবং সোনাকাটা) ২০১৭ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন “লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প” চলমান রয়েছে।

    সভা সঞ্চালনা করেন পচাঁকোড়ালিয়া ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর মো. জাকারিয়া মাহমুদ জাহিদ।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।।