Author: desk

  • তারাগঞ্জে সেনাবাহিনীর হাতে  ৩১০ পি-স ট্যা-পেন্টাডল ট্যাব-লেটসহ  ১ মা-দক ব্যব-সায়ী আট-ক

    তারাগঞ্জে সেনাবাহিনীর হাতে ৩১০ পি-স ট্যা-পেন্টাডল ট্যাব-লেটসহ ১ মা-দক ব্যব-সায়ী আট-ক

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক কারবারী আটক। বুধবার (১৩ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১.৩০ টায় উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা বাজার থেকে সুজন(২৪) নামের মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী।

    জানা যায়, খিয়ার জুম্মা বাজারে একটি মাদক চক্র বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিট খুয়ারজুম্মা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

    এসময় সুজন নামের মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করে। তার কাছ থেকে ৩১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং ৯৯০ টাকা উদ্ধার করা হয়। ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল অভিযান পরিচালনায় করেন।
    পরে আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক বলেন, সুজন নামে একজনকে মাদক সহ সেনাবাহিনী আটকের পর থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

  • জাতীয় জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ প্রাই-জমানি বি-তরণ

    জাতীয় জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ প্রাই-জমানি বি-তরণ

    তরিকুল ইসলাম তরুন,
    ৪৩ তম জাতীয় জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ রানার্সআপ প্রাইজমানি খেলোয়ার ও টিম কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হয়।
    বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের প্রাইজমানি
    বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য সচিব আফাজ উদ্দিন, এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহির তাজওয়ার ওহী।
    কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেক জেমস, ম্যানেজার ফখরুল ইসলাম উল্লাস, মানিক কুমার দে প্রমুখ।
    সভায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান শিগগিরই আনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন দল, বিভাগীয় কমিশনার কাপ ফুটবলের রানার্সআপ খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হবে। এছাড়া ভবিষ্যতে কুমিল্লা র ছেলে মেয়েদের খেলা ধুলা ও সাতার প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহ দেওয়া হবে।

  • মাগুরার শ্রীপুরে এই প্রথম অর্থো-পেডিক্স ডাক্তারের আগ-মন, স্বস্তিতে শ্রী-পুরবাসী

    মাগুরার শ্রীপুরে এই প্রথম অর্থো-পেডিক্স ডাক্তারের আগ-মন, স্বস্তিতে শ্রী-পুরবাসী

    মাগুরা প্রতিনিধি ।

    মাগুরার শ্রীপুর ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এই প্রথম অর্থোপেডিক্স ডাক্তার নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন ডাক্তার অমিত কুমার বিশ্বাস। তিনি প্রতি শুক্রবার রোগী দেখছেন এবং নিয়মিত অপারেশন করছেন। ব্যয়বহুল অপারেশন স্বল্প মূল্যে হওয়ায় শ্রীপুরবাসীর জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হয়েছে। এমনকি শ্রীপুরের মত জায়গায় অর্থোপেডিক্স ডাক্তারের নিয়মিত রোগী দেখা ও অপারেশন করায় উপজেলাবাসীর মধ্যে দারুন আগ্রহের সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে উপজেলার রামনগর গ্রামের উরুর হাড় ভেঙে যাওয়া রোগী জহুরুল ইসলামের মেয়ে জুঁই জানান, প্রায় মাস দেড়েক আগে সড়ক দুর্ঘটনায় আমার বাবার উরুর হাড় ভেঙে যায়। টাকার অভাবে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলাম। বর্তমানে অবস্থা খুব খারাপ, অপারেশন করা জরুরি হয়ে পড়েছে। ঢাকা, মাগুরাসহ বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েছি অপারেশনের জন্য অনেক টাকা চেয়েছে। কিন্তু এখানে অনেক কম খরচে অপারেশন করেছি। আমরা শ্রীপুরের মানুষ, শ্রীপুরের মত জায়গায় এত বড় অপারেশন করা সম্ভব হলে অনেক সুবিধা হবে।

    এ বিষয়ে ডাক্তার অমিত কুমার জানান, আমি ডি-অর্থো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্পন্ন করেছি। আমি এখন থেকে নিয়মিতভাবে হাড় জোড়া, হাড় ভাঙাসহ যাবতীয় শিরা রোগের চিকিৎসা করছি। আমি নিয়মতি শ্রীপুর ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে রোগী দেখছি। এখন থেকে আর আপনাদের ঢাকা, ফরিদপুর, যশোর এবং মাগুরা যেতে হবে না। সকল প্রকার জটিল ও কঠিন অপরেশন ও ডায়াগনস্টিক সেবা অতি স্বল্প মূল্যে আপনাদের দিতে পারবো বলে আশা করছি।

    এ বিষয়ে ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ম্যানেজার অপূর্ব কুমার বিশ্বাস জানান, আমাদের প্রতিষ্ঠানে ডাক্তার অমিত কুমার বিশ্বাস নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও তিনি নিয়মিত অপারেশন করছেন। কয়েকদিন আগে তিনি একটা অপারেশন করছেন এবং তিনি সফল হয়েছেন। আজ থাই ভাঙা এক রোগীর অপারেশন করা হয়েছে। এ অপারেশনে রোগী এবং রোগীর স্বজনেরা সবাই খুশি। আমরা শ্রীপুরবাসীকে বলছি, আপনারা শ্রীপুর ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে আসেন। আমরা আপনাদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে সর্বদা প্রস্তুত। এছাড়া আমাদের এখানে নিয়মিত বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখছেন। তাই আপনারা আসুন উন্নত স্বাস্থ্য সেবা গ্রহন করুন।

  • মোংলায় উপজেলা ভূমি ক-মিটি গঠ-ন

    মোংলায় উপজেলা ভূমি ক-মিটি গঠ-ন

    মোংলা প্রতিনিধি ।।
    মোংলায় উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে।
    ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’র বাস্তবায়নে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ’র ফিশনেট প্রকল্পের কনসোর্টিয়াম সমন্বয়কারী মোঃ রকিবুল হাসান। প্রকল্প সম্পর্কে আলোচনা করেন উত্তরণের ফিশনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ রেজওয়ানুল হক চৌধুরী। ভূমি কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন উত্তরণের সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দার। তিনি ভূমি কমিটি গঠনের প্রেক্ষাপট ও ভূমি কমিটি গঠনতন্ত্র সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ও দাবী আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। উত্তরণ প্রতিষ্ঠালগ্ন থেকে ভূমিহীন মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছে। উত্তরণ শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ায় বিশ্বাসী।
    এ সভায় ৩৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ ও আলাপ আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। ভূমি কমিটির সভাপতি হলেন মোক্তার আলী হাওলাদার, সহ-সভাপতি কমলা সরকার, মাষ্টার হাবিবুর রহমান, বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, জামাল ফকির, কমলা সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খান, আইন সহয়তা বিষয়ক সম্পাদক এ্যাডঃ সার্বেভৌম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক কনিকা মন্ডল, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক আবু হোসাইন সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিপিকা মন্ডল, অফিস ও ডকুমেন্টশন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান কামাল, কার্য নির্বাহী বিষয়ক সম্পাদক জানে আলম বাবু, সুলতান শেখ, তাসলিমা বেগম, লিটন শেখ, ইউনুছ আলী কমান্ডার ও হালদার চিরানন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণের ফিশনেট প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান।

  • মাদ্রাসা শিক্ষা বৃত্তি বিত-রণে অনিয়-মের অভি-যোগ সুপা-রের বিরু-দ্ধে

    মাদ্রাসা শিক্ষা বৃত্তি বিত-রণে অনিয়-মের অভি-যোগ সুপা-রের বিরু-দ্ধে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
    পঞ্চগড়ের বোদা উপজেলার নাশির মণ্ডল হাট ছালেহীয়া দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ আলীর বিরুদ্ধে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) শিক্ষা বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

    পিবিজিএসআই হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) পরিচালিত একটি বিশেষ প্রকল্প, যার মাধ্যমে ভালো ফলাফল অর্জনকারী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়। এর উদ্দেশ্য শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করা।

    এই প্রকল্পের আওতায় নাশির মণ্ডল হাট ছালেহীয়া দাখিল মাদ্রাসা ৫ লাখ টাকা পায়। এর মধ্যে ৪ লাখ টাকা মাদ্রাসার সংস্কারের জন্য এবং ১ লাখ টাকা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি হিসেবে বিতরণের নির্দেশনা দেয় উপজেলা শিক্ষা অফিস।

    অভিযোগ অনুযায়ী, সুপার ইউসুফ আলী মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ২০ জনকে বৃত্তির জন্য মনোনয়ন দেন। কিন্তু তাদের মধ্যে ৫ জন ছিলেন মাদ্রাসার ৩ শিক্ষকের ছেলে-মেয়ে ও ভাতিজা। প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে চেক দেওয়া হলেও, অভিযোগ রয়েছে—প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আড়াই হাজার টাকা করে ফেরত নিয়েছেন সুপার। ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি টাকা ফেরত দেন।

    এক শিক্ষার্থী জানান, “ব্যাংক থেকে ৫ হাজার টাকা তোলার পর সুপার হুজুরকে আড়াই হাজার টাকা দিতে হয়েছে।”

    আরেকজন বলেন, “বোদা উপজেলা পরিষদে গিয়ে আমরা ৫ হাজার টাকার চেক পাই। কিন্তু টাকা তোলার পর সুপার ও সালাম হুজুর বললেন, ‘যা চেয়েছিলাম, তা দাও।’ বাধ্য হয়ে আড়াই হাজার টাকা দিয়ে দেই।”

    অভিভাবক রুবেল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার মেয়ে রুবিনা আক্তারের কাছ থেকেও একইভাবে টাকা নিয়েছে সুপার।”

    এছাড়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাদ্রাসায় চারটার পরিবর্তে প্রায়ই তিনটার সময় ছুটি দেওয়া হয়।

    মাদ্রাসার সুপার ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “শিক্ষা বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। আমি কারও কাছ থেকে এক টাকাও নেইনি। শিক্ষার্থীরা টাকা ব্যাংক থেকে তুলে নিজেরাই খরচ করেছে। হয়তো কেউ ভুল বোঝাবুঝি বা অসত্য তথ্য দিয়েছে।

    তবে স্বজনপ্রীতির বিষয়টি স্বীকার করে সুপার বলেন, “হ্যাঁ, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে আমার সহকর্মী শিক্ষকদের ছেলে-মেয়ে ও ভাতিজা রয়েছে। তবে তারা সবাই যোগ্য ও মেধাবী হওয়ায় বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।”

    মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নাজিমুল আহসান প্রধান জানান, “অভিভাবকরা মোবাইলে অভিযোগ করেছেন। আমি উপজেলা শিক্ষা অফিসারকে জানালে তিনি তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুলন ইসলাম বলেন, “প্রতিবেদন হাতে পাওয়ার পরই ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে। যদি প্রমাণ পাওয়া যায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • যশোরের শার্শায় ভারতীয় পানির ঢ-লে সৃষ্ট ব-ন্যা দু-র্গত এলাকা পরি-দর্শনে বিএনপি নেতৃ-বৃন্দ

    যশোরের শার্শায় ভারতীয় পানির ঢ-লে সৃষ্ট ব-ন্যা দু-র্গত এলাকা পরি-দর্শনে বিএনপি নেতৃ-বৃন্দ

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার সীমান্ত এলাকায় ভারতীয় ইছামতী নদীর পানির ঢলে বিস্তৃত এলাকা তলিয়ে গেছে। উপজেলার সিমান্তবর্তী এলাকার তিন শতাধিক ঘরবাড়ি, কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, কয়েক হাজার বিঘা ফসলী জমিসহ অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। কয়েকটি পরিবার পাকা সড়কের উপর তাবু টাঙিয়ে বসবাস করছে।
    পানি বৃদ্ধির আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কায়বা ও গোগা ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ বন্যা কবলিত মানুষের খোজ খবর নেন। তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি ও আরংগজেব, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন ও জেলা ছাত্র দলের সদস্য ওহিদসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মী।

  • সুন্দরগঞ্জে পুলি-শি অভি-যানে গ্রেফ-তার-১৪ আ-সামি

    সুন্দরগঞ্জে পুলি-শি অভি-যানে গ্রেফ-তার-১৪ আ-সামি

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করেছেন।

    বুধবার দিবাগত রাতে পুলিশ সুপারের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের নেতৃত্বে টিম সুন্দরগঞ্জ থানা কর্তৃক পরিচালিত  অভিযানে আসামি ১। মোঃ রওশন আলী (৪২),  পিতা-মৃত সেকেন্দার আলী, সাং-গোপালচরন (গুচ্ছগ্রাম), ২। মোঃ আজিবর রহমান, পিতা-মোঃ মোন্তাজ আলী, সাং-মনমথ (রিফুজিপাড়া), ৩। আজাহার আলী (৫০), পিতা-মৃত আব্দুর রহিম, ৪। মোর্শেদুল ইসলাম(২৮) পিতা-আজাহার আলী, ৫। আলতাফ হোসেন(৩৫), পিতা-মৃত আব্দুর রহিম ৬। আনিছার রহমান(৪৫), পিতা-মৃত আব্দুর রহিম,  ৭। আরিফ মিয়া(২৫), পিতা- আনিছার রহমান, সর্ব-সাং-হাতিয়া, ৮। রহিদুল ইসলাম(৫৫), পিতা-মৃত চান মিয়া, ৯। রাজু মিয়া, পিতা-রহিদুল ইসলাম, উভয় সাং- বজরা হলদিয়া, ১০। মোঃ মমতাজ আলী  মোস্তাজ আলী (৫৬), ১১। মোঃ মজিবর রহমান (৬৫), উভয় পিতা-মৃত মেজরত উল্লাহ বেপারী, ১২। মোঃ সামিউল হক (২৩), ১৩। মোঃ জামিউল ইসলাম (২১), উভয় পিতা-মোঃ মজিবর রহমান, 

    সর্ব সাং- উত্তর ধর্মপুর (পূর্বপাড়া), ১৪। মোঃ আতাউর রহমান আতারুল ইসলাম(৪০), পিতা-মৃত আজগর আলী, সাং-পূর্ব ছাপড়হাটি চর বেপারীপাড়া), সর্ব থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাদের গ্রেফতার করা হয়।

    এ ব্যাপারে থানা অফিসার ইন চার্জ আব্দুল হাকিম আজাদের সাথে কথা হলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • রামগড়ে মৎস্যজীবী দলের উপজেলা ও পৌর শাখা কমিটির প-রিচিতি সভা

    রামগড়ে মৎস্যজীবী দলের উপজেলা ও পৌর শাখা কমিটির প-রিচিতি সভা

    এমদাদ খান রামগড় প্রতিনিধি

    খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা ও পৌর শাখা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহ:বার (১৪ আগষ্ট) বিকালে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের আয়োজনে রামগড় লেকপাড়স্থ বিজয় ভাস্কর্য মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ঈসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া । সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: জয়নাল আবেদীন। সাবেক পৌর ছাত্রদলের আহবায়ক রহিম বিশাল ও সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শাহীন আলম এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমীন মেম্বার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি মো.বাহার উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি সুজায়েত আলী সুজা, সহ- সভাপতি মো.মহিউদ্দিন হারুন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক আইনজীবী করিম উল্ল্যাহ। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া বলেন, সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়েই উপজেলা ও পৌর মৎস্যজীবী কমিটি গুলো গঠন করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার কথিত ‘সংস্কার’ নামের এক জালে জনগণকে আটকে রাখতে চাচ্ছে। তারা পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে সময়ক্ষেপণ করে জনগণের অধিকার হরণ করা হচ্ছে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন পাহাড়ের জনপ্রিয় অভিভাবক জনাব ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদর সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

    এসময় জেলা ও উপজেলা – পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • সেনবাগে কামু মিয়া মাদ্রাসার উদ্দ্যোগে ক্বেরাত সম্মেলন অ-নুষ্ঠিত

    সেনবাগে কামু মিয়া মাদ্রাসার উদ্দ্যোগে ক্বেরাত সম্মেলন অ-নুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালী সেনবাগের ঐতিহ্য বাহী মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার উদ্দ্যোগে দেশ বিদেশের প্রখ্যাত ক্বারীগনের তিলওয়াত পরিবেশনের মধ্যে দিয়ে ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার মুরাদ মিয়া হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তাশরীফ পেশ করেন পাকিস্তান থেকে আগত আন্তজার্তিক শায়েখ ক্বারী আব্দুল ওহাব আনসিনি।বিশেষ বয়ান পেশ করেন বিশ্বজয়ী হাফেজদের ওস্তাদ শায়েখ ক্বারী নাজমুল হাসান দা.বা.। বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দানবীর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন সুমনের পৃষ্ঠপোষকতায় ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সিনিয়র সহ সভাপতি খন্দকার নাজমুল হক (পিএইচডি গবেষক)এর দিক নির্দেশনায় উক্ত ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
    মাদ্রাসার মুহতামিম মুফতি হারুনুর রশিদের সার্বিক তত্বাবধানে এসময়
    বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রহিম উল্ল্যাহ বশিরী,
    ক্বেরাত পরিবেশন করেন,মাহদুল কোরআন হোফ্ফাজ সেন্টারের পরিচালক হাফেজ ক্বারী মাহফুজুর রহমান।
    বিশেষ বয়ান করেন নাটেশ্বর জামিয়া আহলিয়া কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক
    মাওলানা রহমত উল্ল্যাহ। ক্বেরাত পরিবেশন করেন, আবু তালহা বিন মিজান ঢাকা,হাফেজ ক্বারী আব্দুর রহমান লক্ষীপুর সহ অনেকেই। এসময় মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক – শিক্ষার্থী,
    জনপ্রতিনিধি, সাংবাদিক সহ ৫ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে দাখিল পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সং-বর্ধনা প্রদান

    গোপালগঞ্জে দাখিল পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সং-বর্ধনা প্রদান

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ ছালেহিয়া কামিল (এস. কে. আলীয়া মাদ্রাসা) মাদ্রাসার দাখিল পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি চলতি বছর দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন।

    এস কে আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ – এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর আলফা ফার্নিচারের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি মোঃ মিজানুর রহমান, এস কে আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস কে আলীয়া মাদ্রাসার প্রভাষক আবু হানিফ।