Author: desk

  • সমবায় সমিতির পরিচালককে জি-ম্মি করে ৫০ লাখ টাকা জমি লি-খে নেয়ার অভি-যোগ বিএনপি নেতার বিরু-দ্ধে

    সমবায় সমিতির পরিচালককে জি-ম্মি করে ৫০ লাখ টাকা জমি লি-খে নেয়ার অভি-যোগ বিএনপি নেতার বিরু-দ্ধে

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে বিএনপি নেতার বিরুদ্ধে একটি সমবায় সমিতির পরিচালক কৃষ্ণ কান্ত দাস নামে এক ব্যক্তির কাছে ৫০ লাখ টাকার জমি দলিল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৮ আগষ্ট (সোমবার) দুপুরে কৃষ্ণ কান্ত দাসকে নিজ বাসা থেকে তুলে নিয়ে নেছারাবাদ সাব-রেজিষ্ট্রি অফিসে বসে একটি সাব-কবলা দলিল করে নেয়া হয়। কৃষ্ণ কান্ত দাসের অভিযোগ তাকে ভয়ভীতি দেখিয়ে মো: রুহুল আমীন এবং মো: কামরুল হাসান নামে দুই ব্যক্তি জমি লিখে নিয়ে তাকে একটি টাকাও দেননি। রুহুল আমীন স্বরূপকাঠি পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক। এছাড়া কামরুল হাসান ওই ওয়ার্ড বিএনপির একজন সদস্য। তবে, অভিযোগ অস্বীকার করে রুহুল আমীন বলেছেন, কৃষ্ণর কাছে মোট বিয়াল্লিশ লাখ টাকা পাওনা ছিল। সেই টাকার বিনিময়ে সেচ্ছায় তিনি দলিল দিয়েছেন।

    অভিযোগে কৃষ্ণ কান্ত দাস মঙ্গলবার সকালে সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি বলেন, স্বরূপকাঠি পৌর শহরের ১নং ওয়ার্ডের কামরুল হাসান আমার সমিতিতে গত মার্চ মাসে ২৩ লাখ টাকা রেখেছিল। সেই টাকার বিনিময়ে তিনি প্রতিমাসে মোটা টাকার মুনাফা নিত। সম্প্রতি সমিতির একটু দুরবস্থা চলছে। হটাৎ করে কামরুল সেই পাওনা টাকা একবারে নেয়ার জন্য চাপ দিচ্ছিল। পরে তিনি ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: রুহুল আমীনকে নিয়ে এসে টাকার বিপরীতে উপজেলা সদরে আমার একটি বানিজ্যিক চার শতক জমির প্লট দাবি করছিল। পরে ৫০ লাখ টাকা দরদামে তারা আমার জমিটি নিতে চাইলে আমি নিরুপায় হয়ে রাজি হয়েছিলাম। ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে হটাৎ তারা আমাকে কিছু না বলে বাসা থেকে মটরসাইকেলে করে নেছারাবাদ সাব-রেজিষ্ট্রি অফিসে নিয়ে যায়। তাদের পূর্ব থেকে মনোনীত দলিল লেখককে দিয়ে লিখিত দলিলে আমার স্বাক্ষর নিয়ে দলিল রেজিষ্ট্রি করে নিয়ে একটি টাকাও দেইনি।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: রুহুল আমীন বলেন, কৃষ্ণের কাছে, মো: কামরুল হাসান এবং আমার আত্মীয় পরিজন মিলে মোট ৪২ লাখ টাকা পাবে। সেই টাকা চাইতে গেলে তিনি ৫০ লাক টাকার বিনিময়ে আমাদের চার শতক একটি জমি সেচ্ছায় লিখে দিয়েছেন। পরে ওই টাকার বাকি আট লাখ টাকা তাকে দিয়ে দেয়া হয়েছে। তিনি শুধু শুধু এখন আমাদের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন।

    স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি মো: কাজী কামাল হোসেন বলেন, কেউ যদি দলের পদপদবী নিয়ে অপকর্ম করে থাকে। তার দায় দল নিবেনা। এ ব্যাপারে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।।

  • মুক্তারপুর সেতুর টোল প্লাজায় বৃদ্ধকে মা-রধরের ঘটনায় মাম-লা দা-য়ের

    মুক্তারপুর সেতুর টোল প্লাজায় বৃদ্ধকে মা-রধরের ঘটনায় মাম-লা দা-য়ের

    লিটন মাহমুদ,

    মুন্সীগঞ্জ প্রতিনিধি।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর টোল প্লাজায় দায়িত্বরত সিকিউরিটি গার্ড আব্দুল হাসেমকে (৫৫) প্রকাশ্যে মারধর ও পেটানোর ঘটনায় দুই যুবকের নামোল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

    গতকাল ১৮ই আগস্ট সোমবার রাত ৮টার দিকে সদর থানায় বাদী হয়ে সরকারি কাজে বাঁধাদান ও মারধরের অভিযোগে ভুক্তভোগী নিজেই মামলাটি দায়ের করেন।

    মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম মামলার তথ্য নিশ্চিত করেছেন।

    মামলায় শহরের উত্তর ইসলামপুর এলাকার মিনহাজ উদ্দিনকে (২৮) প্রধান আসামি ও দ্বিতীয় আসামি করা হয়েছে পাপ্পু নামের আরেক যুবককে। অজ্ঞাত আসামি আরও ৪-৫ জন।

    মামলার এজাহার ও বাদীর সাথে কথা বললে তিনি অভিযোগ করে বলেন, গতকাল রোববার (১৭ আগস্ট) সকাল ৮টায় আমি ডিউটিতে যাই। সকাল ১১টার দিকে টোলপ্লাজায় মুন্সিগঞ্জগামী বুথে সিগন্যাল দেয়ার সময় ওই দুই আসামি তাদের মোটরসাইকেল নিয়ে আগে যেতে চাইলে আমি তাদের সিরিয়ালে থেকে নিয়মমাফিক টোল দিতে বললে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধামকি দিয়ে টোল প্লাজা থেকে চলে যায়।

    সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই যুবকসহ আরও ৪-৫ জন টোলপ্লাজায় এসে আমাকে নিচে ফেলে বেধম মারধর করে এবং একপর্যায়ে টোলপ্লাজার সামনে থাকা লাঠি সদৃশ বস্তু দিয়ে আমাকে মারধর করে। পরে আমি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই।

    তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার হাতে ৫টি সেলাই পড়েছে। আমার সারা শরীরে এখনো ব্যাথা। আমার নাতির বয়সী ছেলেগুলো- তাদের মন থেকে কি মায়া-দয়া উঠে গেছে? এভাবে তারা আমাকে ফেলে মারধর করলো তাতেও শান্তি না হয়ে শেষ পর্যন্ত আমাকে পিটালো?’

  • গোদাগাড়ীতে থানায় হা-মলা মাম-লায় কু-খ্যাত মা-দক ব্যবসায়ী সোহেল রানা গ্রে-প্তার

    গোদাগাড়ীতে থানায় হা-মলা মাম-লায় কু-খ্যাত মা-দক ব্যবসায়ী সোহেল রানা গ্রে-প্তার

    নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তার সোহেল রানা গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার মৃত মুজিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোহেল রানা এলাকায় মাদক ব্যবসা বিস্তার করেছিলেন এবং নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় সূত্র জানায়, তিনি পলাতক সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এলাকায় ‘ওমর ফারুকের ভাগ্নে’ নামে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বিপুল অর্থ-সম্পদ অর্জন করেন, একের পর এক জমিজমা কেনেন এবং প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালাতেন। ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারতেন না।

    গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “গত বছরের ৫ আগস্ট থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়ারাবাজার উপজেলা  এক নং জোনের কর্মী স-ম্মেলন অনুষ্ঠিত

    বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়ারাবাজার উপজেলা এক নং জোনের কর্মী স-ম্মেলন অনুষ্ঠিত

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ ধর্ম,বর্ণ,ভিন্নমত সবার জন্য খেলাফত এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৯ শে আগষ্ট) বিকাল ২ টায় উপজেলার পান্ডারগাও ইউনিয়নের মঙলপুর আল মদিনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিসের দোহালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এখলাছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস সুনামগঞ্জ (৫ ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা সাদিক সালীম তিনি তার বক্তব্যে বলেন, এখন সময় হয়েছে ইসলামী সরকার গঠনের। ইসলামী সরকার হলে সন্ত্রাস চাঁদাবাজ দূর্নীতি থাকবে না দেশে। এক লুটপাট কারী ফ্যাসিস্ট সরকার সরিয়ে নতুন নতুন চাঁদাবাজ সন্ত্রাসী ক্ষমতায় আসুক এটা দেশবাসী চায় না। ফ্যাসিস্ট শেখ হাছিনা পতনে দেশের সাধারণ মানুষ অনেক টা শান্তিতে বসবাস করছে।
    ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় বসে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এসময় তিনি আরও বলেন, আমরা আদর্শের রাজনীতি করি। জনগণের পাশে আছি। খেলাফত মজলিস ক্ষমতায় গেলে দেশ চলবে ইসলামী শাসন ব্যবস্থায় সবাইকে রিক্সা প্রতিকে ভোট দেওয়ার আহব্বান জানাচ্ছি।
    মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা নুরুদ্দীন আল কাছেম এর যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা শায়খ কামাল উদ্দিন, ছাতক উপজেলার সাবেক সভাপতি মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলী হায়দার, মাওলানা কবির আহমেদ, মাওলানা আব্দুল খালিক মানিক, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।

  • এয়ারপোর্ট থানা পুলিশের অ-ভিযানে ইয়া-বাসহ মাদ-ক কা-রবারি গ্রে-ফতার

    এয়ারপোর্ট থানা পুলিশের অ-ভিযানে ইয়া-বাসহ মাদ-ক কা-রবারি গ্রে-ফতার

    বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তা থেকে চিহ্নিত মাদক কারবারি সোহেল হাওলাদার সাজু (৩০) কে আটক করে পুলিশ।

    গ্রেফতারকৃত সোহেল হাওলাদার মৃত জব্বার হাওলাদারের পুত্র এবং মাছুমা বেগমের সন্তান। তার বাড়ি কুদঘাটা, এয়ারপোর্ট, বরিশালে। এ সময় পুলিশ তার হেফাজত থেকে পলিথিনে মোড়ানো মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
    পুলিশ জানায়, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও ৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মাদক মামলা, একটি চুরি মামলা এবং একটি ধর্ষণ মামলা আদালতে বিচারাধীন।

  • আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হ-ত্যা মা-মলার আ-সামি যুবলীগ নেতা সুমন গ্রে-ফতার

    আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হ-ত্যা মা-মলার আ-সামি যুবলীগ নেতা সুমন গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে (এসআই) হারুনুর রশিদের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মনা’কে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার (১৯ আগস্ট২০২৫ইং) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এরআগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত যুবলীগ নেতা সুমন মনা (৪০) আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা যায়।

    পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে সুমন মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিলো।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

  • আশুলিয়ায় পাঁচ বছরের শিশু ধ-র্ষণের অ-ভিযোগে ইয়ায়াছিন নামের এক ধ-র্ষণকারী গ্রেফ-তার

    আশুলিয়ায় পাঁচ বছরের শিশু ধ-র্ষণের অ-ভিযোগে ইয়ায়াছিন নামের এক ধ-র্ষণকারী গ্রেফ-তার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়াছিন আরাফাত (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫ইং) তারিখে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে সোমবার দিবাগত ভোররাতে আশুলিয়ার গেরুয়া পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত আশুলিয়ার গেরুয়া এলাকার আবুল হাসেমের ছেলে।

    পুলিশ জানায়,গত ১৫ আগস্ট ২০২৫ইং বিকেলে ভুক্তভোগী শিশুটি তার মাকে খুঁজতে পাশের তাদের কক্ষে যায়, এ সময় ওই কক্ষে শুয়ে থাকা যুবক ইয়াছিন আরাফাত তার কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। পরে মান-সম্মানের ভয়ে শিশুটির পরিবার বিষয়টি গোপন রাখেন। গতকাল সোমবার শিশুর পরিবার থানা পুলিশ বরাবর একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেন।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইয়াছিন নামের যুবককে গ্রেফতার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দয়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

  • কাশিয়ানীতে ২১ কেজি গাঁ-জাসহ দুই মা-দক ব্যবসায়ী আ-টক করেছে র‌্যা-ব

    কাশিয়ানীতে ২১ কেজি গাঁ-জাসহ দুই মা-দক ব্যবসায়ী আ-টক করেছে র‌্যা-ব

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি ৮০০ গ্রাম (প্রায় ২১ কেজি) গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

    জানাগেছে, আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‍্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল স্কোয়াড্রন লিডার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

    ঢাকা থেকে পিরোজপুর গামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে। পরবর্তীতে বাস তল্লাশী করে মনির (৫৫) এবং ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০ কেজি ৮শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনের বাড়ি ঢাকায়।

    আটককৃত আসামিদের ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স-ম্পন্ন

    গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স-ম্পন্ন

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানে সোমবার (১৮ আগস্ট) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

    শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৭.০০ ঘটিকা হতে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়।

    পরীক্ষা বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি হবে। অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে।

    তিনি চাকরি প্রার্থীদের দালাল কিংবা কোনরূপ প্রতারক থেকে সতর্ক থাকতে আহ্বান জানান। সেইসাথে পরবর্তী ইভেন্ট এর প্রস্তুতিসহ আজ সকাল ৭.০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলেন।

    উক্ত পরীক্ষায় গোপালগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • চুয়াডাঙ্গায় প্র-শাসনের হ-স্তক্ষেপে মারুফদাহ বাঁওড় ই-জারাদারের নিকট হ-স্তান্তর

    চুয়াডাঙ্গায় প্র-শাসনের হ-স্তক্ষেপে মারুফদাহ বাঁওড় ই-জারাদারের নিকট হ-স্তান্তর

    আল আমিন মোল্লা,
    চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুফদাহ বাঁওড় অবশেষে ইজারাদার নিমাই হালদারের ছেলে নিতাই হলদারের কাছে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখসহ প্রশাসনের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বাঁওড়টি হস্তান্তর করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী জোরপূর্বক বাঁওড় দখলে নেয়। এসময় তারা মারুফদাহ মৎস্যবীজী সমবায় সমিতির কাছ থেকে প্রায় ১৫-১৬ লাখ টাকার মাছ লুট করে নেয় বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা বাঁওড়টি দখলে রেখেছিল।

    এরপর চলতি বছরের ১৩ জুলাই বাঁওড়ের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইজারার মাধ্যমে বাঁওড়টি পান নিতাই হলদার। তবে হস্তান্তর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয় এবং দখলদাররা বাঁওড় ছাড়তে অনাগ্রহ প্রকাশ করে। অবশেষে সোমবার বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে বাঁওড় ইজারাদারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

    এ বিষয়ে নিতাই হলদার বলেন, “অনেকদিন ধরে তারা বাঁওড় দখল করে রেখেছিল। ইজারা পাওয়ার পরও আমাদের কাছে হস্তান্তর করছিল না। তবে প্রশাসনের হস্তক্ষেপে আজ আমরা বাঁওড় বুঝে পেয়েছি।”

    তিনি আরও জানান, বাঁওড় হস্তান্তরের দিন দখলদাররা দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়েছিল। তবে প্রশাসন ও পুলিশের উপস্থিতির কারণে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি। এসময় পুলিশ সদস্যরা দখলদারদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।