Author: desk

  • মোরেলগঞ্জে খাদ্যবা-ন্ধব ডিলার নিয়োগের উন্মুক্ত লটারি সফ-লভাবে সম্পন্ন

    মোরেলগঞ্জে খাদ্যবা-ন্ধব ডিলার নিয়োগের উন্মুক্ত লটারি সফ-লভাবে সম্পন্ন

    এস এম সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধিঃ
    বাগেরহাটের মোরেলগঞ্জে খাদ্যবান্ধব নীতিমালা-২০২৪ এর আওতায় উপজেলার বিভিন্ন পয়েন্টে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।
    বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত এ লটারি ড্র-এ অংশ নেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার আবেদনকারীবৃন্দ।

    উন্মুক্ত লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা,উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল,উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইকতিয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    উন্মুক্ত লটারিতে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াত ইসলামী উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, এফ এম শামীম আহসান,নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু ও মোঃ ফিরোজ আহমেদ তালুকদারসহ বিএনপি ও জামায়াত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য বাছাইকৃত আবেদনকারী,সাংবাদিক ও স্হানীয় সুধীজন।

    খাদ্য মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত ২০৭ নম্বর পরিপত্রের ৮ নম্বর নির্দেশনা অনুযায়ী, যেসব কেন্দ্রে একাধিক যোগ্য প্রার্থী ছিলেন, সেখানে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার মোট ৪২টি পয়েন্টে ৪২ জন ডিলারকে প্রাথমিকভাবে লটারির মাধ্যমে ঘোষণা করা হয়।

    উপজেলা প্রশাসন জানান, স্বচ্ছতা ও ন্যায়সংগতভাবে ডিলার নিয়োগ নিশ্চিত করতেই এই উন্মুক্ত লটারির আয়োজন। পাশাপাশি কোনো আবেদনকারীর কোন আপত্তি থাকলে প্রমাণ সাপেক্ষে তা যাচাই -বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • বিজিবির জোন কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা থানচি একাদশ চ্যা-ম্পিয়ন

    বিজিবির জোন কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা থানচি একাদশ চ্যা-ম্পিয়ন

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    বান্দরবান পার্বত্য জেলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া জোনের ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার বিকাল ৪টায় থানচি মিনি স্টেডিয়ামে বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় থানচি একাদশ ৩-১ গোলে বলিপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
    এই প্রতিযোগিতা ১০ আগস্ট থানচি উপজেলার সকল ইউনিয়নের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এবং ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়। বলিপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আর্টিলারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। এছাড়াও, ফাইনাল খেলা দেখার জন্য বিপুলসংখ্যক দর্শক স্টেডিয়ামে ভিড় করেন। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বলিপাড়া জোন অধিনায়ক খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি, মেডেল ও আর্থিক পুরস্কার তুলে দেন।
    এছাড়াও, রেফারীকে বিশেষ পুরস্কার প্রদান করেন। পুরস্কার বিতরণ শেষে জোন কমান্ডার তার বক্তব্যে বলেন, ফুটবল খেলা একটি দলীয় খেলা। এখানে টিম ওয়ার্কের প্রয়োজন হয়। যে দলের টিম ওয়ার্ক যত ভালো সেই দলের ফলাফল ততো ভালো।
    তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, বরং স্থানীয় জনগণের কল্যাণ, ক্রীড়া, শিক্ষা সম্প্রসারণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে। খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে পারে, সমাজ থেকে অপরাধ ও মাদকাসক্তি দূর করতে কার্যকর ভূমিকা রাখে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি উন্নত বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জোগায়।
    পার্বত্য অঞ্চলে বিভিন্ন পাড়া ও গোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আজকের বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন পূর্বক বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এ অংশগ্রহণ করে বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • নানা কর্মসূচির ম-ধ্য দিয়ে  কাল‌কি‌নি‌তে স্বেচ্ছাসেবক দলের প্র-তিষ্ঠা বার্ষিকী পালন

    নানা কর্মসূচির ম-ধ্য দিয়ে কাল‌কি‌নি‌তে স্বেচ্ছাসেবক দলের প্র-তিষ্ঠা বার্ষিকী পালন

    মোঃমিজানুর রহমান, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

    মাদারীপুরের কালকিনিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। (২০ আগস্ট) বুধবার সকালে উপজেলার ডাকবাংলো মাঠে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম বেপারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতা তালুকদার খোকন এর নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বেপারী,সা‌বেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী,উপ‌জেলা যুবদল নেতা সিকদার মোঃ মামুন,উপ‌জেলা শ্র‌মিক দ‌লের আহবায়ক মোঃ মোশারফ হো‌সেন,উপ‌জেলা যুবদল নেতা জ‌সিমউ‌দ্দিনসহ বিএনপি ও সহ‌যো‌গি সংগঠনের নেতৃবৃন্দ।

  • বাংলাবান্ধা স্থলবন্দরে  ঘু-ষ বাণিজ্য তথ্য চাইতে গিয়ে নিগৃ-ত সাংবাদিক

    বাংলাবান্ধা স্থলবন্দরে  ঘু-ষ বাণিজ্য তথ্য চাইতে গিয়ে নিগৃ-ত সাংবাদিক

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি:

    নানা কৌশলে দুর্নীতি চালিয়ে যাচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারিরা। তথ্য চাইতে গেলে তা পাচ্ছেনা সাংবাদিকরা। এক অনিশ্চয়তায় বদলে গেছে বন্দরটির চিত্র। অজানায় রয়ে যাচ্ছে সরকারের রাজস্ব আদায়ের সঠিক হার। জন কল্যাণ ও জাতীয় উন্নয়নে এক বহুমুখীয়-চতুর্থ দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। তথ্য সরবরাহেরে ক্ষত্রে নানা প্রতিকূলতায় রয়েছে স্থানীয় সাংবাদিকরা। জনসাধারনের দাবী বন্দরটিতে স্বচ্ছতা এখন প্রশ্নবিব্ধ! গত এক বছর ধরে নানা প্রতিকূলতা থাকলেও চলছে আমাদনী-রপ্তানী কার্যক্রম। তবে বাৎসরিক লক্ষ্যমাত্রার সঠিক তথ্য দিতে চায়না রাজস্ব কর্মকর্তারা।

    এনিয়ে সোমবার ঘটনাও ঘটেছে সেখানে। জানা যায়, বন্দরটির তথ্য নিতে গেলে কাস্টমসের সহকারী কমিশনার ইসাহাক আলী সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ এবং তিনি তার কক্ষ থেকে বের করে দেওয়া হয় । 

    সাংবাদিকরা গত অর্থবছরে আমদানী -রপ্তানি খাতে রাজস্ব আয়ের তথ্য জানতে চাইলে সহকারী কমিশনার উত্তেজিত হয়ে বলেন, ‘আমার কাজ নেই আপনাদের তথ্য দিয়ে চাকরী হারাবোনা-কি।’ কমিশনারের অনুমতি নিয়ে আসুন, তারপর তথ্য পাবেন।’ এরপর তিনি তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।

    এরপরে বিষয়টি তাৎক্ষণিকভাবে রংপুর কাস্টমস কমিশনারকে অবহিত করতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। তবে কমিশনারের প্রটোকল কর্মকর্তা দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের জানান, ‘গণমাধ্যমকর্মীদের সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি।বিষয়টি কমিশনারকে অবহিত করা হবে।’

    তবে এর আগে জানা যায়, সহকারী কমিশনার ইসাহাক আলীর বদলীর আদেশ ইতিমধ্যেই হয়েছে।বন্দরের ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে অবৈধ টাকা আদায় করে আসছেন। যা নিয়ে নানা গুঞ্জন রয়েছে বন্দরটিতে।

    জানা যায়, অতি সম্প্রতি তিনি ব্যবসায়ীদের ডেকে নিয়ে ঘুষের বকেয়া টাকা ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধের নির্দেশ দেন। ব্যবসায়ীরা তা মানতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এনিয়ে ব্যবসায়িদের মাঝে ক্ষোভ দেখা রয়েছে।

    অভিযোগের তথ্য অনুযায়ী, প্রতিটি রপ্তানীকৃত কনসাইনমেন্ট থেকে কাস্টমস কর্মকর্তারা ৫ হাজার টাকা ঘুষ নেন। এছাড়া প্রতিটন পাথরের ওপর ১০ টাকা হারে অবৈধ আদায় করা হয়। প্রতিদিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৫ হাজার থেকে ১৫ হাজার টন পাথর প্রবেশ করে। এ ছাড়া বিপুল পরিমাণ পণ্য রপ্তানিও হয়। ফলে প্রতিদিন কাস্টমস কর্মকর্তাদের পকেটে যাচ্ছে প্রায় ৪০ থেকে ৭০ হাজার টাকা।

    ব্যবসায়ীরা অভিযোগ করেন, এ টাকা না দিলে কাস্টমস নানা অজুহাতে বিড়ম্বনায় ফেলে। ফলে বাধ্য হয়েই তারা এই ঘুষ দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে এ ধারাবাহিকতা চলছে বলে জানান ব্যবসায়ীরা।বাংলাবান্ধা দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর। ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে এই বন্দরের মাধ্যমে আমদানি–রপ্তানি কার্যক্রম হয়। প্রধান আমদানির পণ্য পাথর, আর রপ্তানির মধ্যে রয়েছে আলু, পাট, ঔষধ ও গ্রামীণ ঝুটসহ অনুমোদিত অন্যান্য পণ্য।

    তবে কি কি কতোগুলো পণ্য বাংলাদেশ থেকে রপ্তানী হয় পাশাপাশি নেপাল ভারত ও ভ’ট্রান থেকে কতোগুলো পণ্য আসে তা রাজস্ব কর্মকর্তারা সাংবাদিকদের দিতে চান না।অধিকাংশ সাংবাদিকরাই ভুক্তভোগি।

    কিন্তু কাস্টমস কর্মকর্তাদের এই সীমাহীন ঘুষ–-দুর্নীতির কারণে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়ে আসছে। এতে অনেক ব্যবসায়ী এই বন্দরটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে সরকারের রাজস্ব আদায় আশঙ্কাজনক মাত্রায় কমে যাচ্ছে।

  • ময়মনসিংহ সদরকে ট্রাক মার্কার ঘা-টিতে রূপা-ন্তর করতে কাজ করে যাচ্ছেন লিমনুর রহমান

    ময়মনসিংহ সদরকে ট্রাক মার্কার ঘা-টিতে রূপা-ন্তর করতে কাজ করে যাচ্ছেন লিমনুর রহমান

    আরিফ রব্বানী,
    ময়মনসিংহ প্রতিনিধিঃ

    লিমনুর রহমান হলো সদ্য সাবেক ছাত্রনেতা। সে ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ মহানগরের প্রথম কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। কিন্তু ছাত্রত্ব না থাকায় লিমনুর রহমান নিজে থেকে ছাত্র অধিকার পরিষদ থেকে অব্যাহতি নেয় এবং ভিপি নূরুল হক নূরের হাতকে ময়মনসিংহ সদরে শক্তিশালী করতে মূল ধারার রাজনীতি গণঅধিকার পরিষদ ময়মনসিংহ সদর উপজেলার সাধারন সম্পাদক প্রার্থী হয়েছে। এই বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা জানায়- লিমনুর রহমান একজন পরিশ্রমী ছাত্রনেতা ছিলেন। সে যদি মূল ধারার রাজনীতি গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক হতে পারে তাহলে তৃনমূল নেতৃবৃন্দ উৎসাহিত হবেন এবং নেতৃবৃন্দের মাঝে আমেজ তৈরি হবে।

    স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি, মানবিক উদ্যোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই স্থানীয় নেতৃবৃন্দ ও জনমনে জায়গা করে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লিমনুর রহমান
    শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন, বরং সমাজের নানা সমস্যা সমাধানে সরাসরি ভূমিকা রাখছেন। গ্রামে গিয়ে বিচার-শালিশ, ঝগড়া-বিবাদ মীমাংসা, গরীব-দুঃখীদের সহযোগিতা এবং গ্রামীণ ঐতিহ্যবাহী অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে বহুগুণে। এছাড়াও তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আয়োজন করেছেন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদনমূলক কার্যক্রম। বহু মানুষ তাঁকে দলের সাধারণ সম্পাদক মনোনীত করার পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের জন্য ময়মনসিংহ সদরে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে
    লিমনুর রহমান দলকে গণমানুষের দল হিসাবে পরিণত করতে প্রচার-প্রচারণায় দৃঢ় অবস্থানে রয়েছেন। স্থানীয়দের মতে, তিনি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন

    এই বিষয়ে সাধারন সম্পাদক পদপ্রার্থী লিমনুর রহমান লিমনের সাথে যোগাযোগ করলে সে জানায় ” ভিপি নূরুল হক নূরকে ভালোবেসে গণ অধিকার পরিষদে এসেছি। জীবন দিয়ে হলেও ময়মনসিংহ সদরের সন্তান হিসেবে ময়মনসিংহ সদরের মাটিকে ভিপি নূরের ঘাটিতে রূপান্তর করবো এবং ট্রাক মার্কার জয়গান প্রতিটি মানুষের মুখ পর্যন্ত নিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।

  • সুুজানগরে ৪ সফল মৎস্য চাষি পেলেন স-ম্মাননা ক্রেস্ট

    সুুজানগরে ৪ সফল মৎস্য চাষি পেলেন স-ম্মাননা ক্রেস্ট

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে । জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে এবারে সফল পাঙ্গাস মাছ চাষি হিসেবে সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, সফল পোনা মাছ চাষি হিসেবে ফারুক শেখ, সফল তেলাপিয়া চাষী হিসেবে মামুন বিশ্বাস ও সফল পোনা মাছ চাষে সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
    এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন মৎস্য চাষি আনিসুর রহমান খোকন ও ফারুক শেখ। উপস্থাপনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার সাইফুল ইসলাম । অনুষ্ঠানে পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • বগুড়ায় গাকের মিনি গার্মেন্টস উপ-প্রকল্পের অ-বহিতকরণ ক-র্মশালা অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের মিনি গার্মেন্টস উপ-প্রকল্পের অ-বহিতকরণ ক-র্মশালা অনুষ্ঠিত

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।

    বগুড়ায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত এবং বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত SMART প্রকল্পের আওতায় মিনি গার্মেন্টস উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা সোমবার ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার বনানী গাক টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য দেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক ডিপার্টমেন্টের চিফ ইনস্ট্রাক্টর সৈয়দ মোঃ মামুনুর রশীদ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের চিফ ইনস্ট্রাক্টর মোঃ শফিকুল ইসলাম।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্বব্যাংক ও পিকেএসএফকে সময়োপযোগী এই প্রকল্পের অর্থায়নের জন্য ধন্যবাদ জানান এবং গাকের এই কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, এই প্রকল্পটি উদ্যোক্তাদের পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদনে সহায়তা করবে এবং কারখানায় ‘সবুজ প্রবৃদ্ধি’ নিশ্চিত করবে। বিশেষ অতিথি মোঃ শফিকুল ইসলাম আধুনিক ও যুগোপযোগী পোশাক কারখানা স্থাপনে SMART প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং সার্বিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন গাক-এর সহকারী পরিচালক মোঃ জিয়াউদ্দিন সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ রহমত আলী। কর্মশালায় বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বস্ত্র উৎপাদন খাতের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, প্রতিনিধি, নানা শ্রেণির মানুষ, ব্যবসায়ী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • কুড়িগ্রামে চরাঞ্চলের সাথে যোগা-যোগে কাঠের সেতু উদ্বোধন

    কুড়িগ্রামে চরাঞ্চলের সাথে যোগা-যোগে কাঠের সেতু উদ্বোধন

    গোলাম মোস্তফা রাঙ্গা।

    কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের উদ্যোগে হলোখানা ইউনিয়নের সারোডোব সন্ন্যাসী গ্রামে কাঠের সেতু উদ্বোধন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

    সোমবার (১৮ আগস্ট) দুপুরে প্রায় তিন হাজার মানুষের জন্য একটি কাঠের সেতু উদ্বোধন ও সারোডোব স্কুলের ৭০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

    এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর নির্বাহী অফিসার সাঈদা পারভীন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ এবং ৬নং ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিসহ চর এলাকার মানুষজন।

  • রাজশাহীতে স্কুলে ছু-রি নিয়ে শিক্ষকের ওপর হা-মলা ছাত্রীর। শিক্ষকের হাতে ও গলায় জ-খম

    রাজশাহীতে স্কুলে ছু-রি নিয়ে শিক্ষকের ওপর হা-মলা ছাত্রীর। শিক্ষকের হাতে ও গলায় জ-খম

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের গেটের সামনে এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করেছে এক ছাত্রী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। এতে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই শিক্ষক বাসায় চলে যান। ওই ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ে।

    ঘটনার পর স্কুলের সামনে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে একটি অপৃতিকর ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে থানায় এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের শৃংখলা ভঙ্গের দায়ে ২০২৩ সালে টিসি দিয়ে ওই ছাত্রকে স্কুল থেকে বের করে দেয়। তার বিরুদ্ধে অভিযোগ- তার এক আত্মীয়র সহায়তায় স্কুলের একজন শিক্ষকের নম্বর ক্লোন করে শিক্ষকদের বিভিন্ন আজেবাজে মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতো। এ বিষয়টির জন্য প্রতিষ্ঠান সাইবার টিমের সহায়তা নেয়। পরে নিতে ধরা পড়ে যান। সে সময় মেয়েটি স্বীকারও করে। এর পর তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এ ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রি-মুখী সং-ঘর্ষে স্কুলছাত্র নিহ-ত, আহ-ত ৬

    নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রি-মুখী সং-ঘর্ষে স্কুলছাত্র নিহ-ত, আহ-ত ৬

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস(১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৬ জন আহত হন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা জেলা সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। সে গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।
    নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
    আহতদের মধ্যে দুই মোটরসাইকেল চালক সাকিব (২০) কে ঢাকায়, নারায়ন (২৮) ও অপর আরোহী সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনা পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে ঘটনাস্থল থেকেই খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনেরা।
    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই বন্ধু সাকিব ও অপু নড়াইল থেকে সিকিরহাট এর দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিলেন ভাড়ায় মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস নামে এক ব্যক্তি পথিমধ্যে মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে আসলে বেপরোয়া গতির মোটরসাইকেল অপর মোটরসাইকেল ও ভ্যানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিবের মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরোহী অপু বিশ্বাস। এদিকে সাকিবসহ আহত আরো দু’জনের অবস্থাও আশংকাজনক। অন্যদিকে আহত ভ্যানচালক ও অন্য দুই যাত্রীকে খুলনা নেয়া হয়েছে।
    এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, এছাড়াও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।