Author: desk

  • বাগেরহাটের ৪ টি সংসদীয় আসন বহা-লের দা-বিতে সড়ক অ-বরোধ

    বাগেরহাটের ৪ টি সংসদীয় আসন বহা-লের দা-বিতে সড়ক অ-বরোধ

    বায়জিদ হোসেন, মোংলা (বাগেরহাট):

    বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি।

    বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা-খুলনা, মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কের কাটাখালি থেকে নওয়াপাড়া পর্যন্ত মহাসড়কটির দুটি স্থানে সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

    অবস্থান কর্মসূচিতে সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন বহাল ছিল। বর্তমান নির্বাচন কমিশনের একটি আসন কমানো প্রস্তাব জেলাবাসীকে হতাশ করেছে। আমাদের বঞ্চিত করা চলবেনা। নির্বাচন কমিশন তার প্রস্তাব থেকে সরে না আসলে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে লাগাতর কঠোর আন্দোলন করা হবে। বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাতে ইতিমধ্যে বাগেরহাট জেলাজুড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আগামী সোমবার (২৪ আগষ্ট) আমরা সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।

    এসময়ে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা কামরুল ইসলাম গোড়াসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসনে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। হঠাৎ করেই নির্বাচন কমিশন গত ৩০ জুলাই দুপুরে সংবাদ সম্মেলন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

    এর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদান এমনকি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছেন বাগেরহাটবাসী। আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • তানোরে হ-ত্যাকান্ডে জ-ড়িত স-ন্দেহে সাবেক স্ত্রীসহ শশুর-শাশুড়ি আ-টক

    তানোরে হ-ত্যাকান্ডে জ-ড়িত স-ন্দেহে সাবেক স্ত্রীসহ শশুর-শাশুড়ি আ-টক

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে সাবেক স্বামীকে হত্যা করে শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগে সাবেক স্ত্রীসহ শশুর শাশুড়ীকে আটক করেছে থানা পুলিশ। ২১ আগস্ট বৃহস্পতিবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চৌধুরী পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)। সে চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
    এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের সুলতান হোসেনের মেয়ে চাঁদনী বেগমের (৩০) সঙ্গে প্রায় ১২ বছর আগে বিয়ে হয় বেলাল হোসেনের। তাদের সংসারে জন্ম নেয় দুটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান। কিন্তু তাদের মধ্যে পারিবারিক কলহ-বিবাদ লেগেই থাকতো। এমতাবস্থায় প্রায় দু’বছর পূর্বে আদালতের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এদিকে বিবাহ বিচ্ছেদের পরেও এখানো আদালতে খোরপোষের মামলা চলমান রয়েছে। অন্যদিকে নিহত যুবক বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।
    স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত বেলাল হোসেন তার সন্তানদের দেখতে সাবেক শশুর বাড়িতে স্ত্রীর কাছে যান। এসময় স্ত্রী ও শশুর শাশুড়ীর সঙ্গে তার প্রচন্ড বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে বেলালের স্ত্রী ও শশুর শাশুড়ীরা বেলালকে ব্যাপকভাবে মারধর করে। এঘটনা বেলাল ফোন করে তার বন্ধুদেরকে জানান। কিন্তু সকালে লোকজন বেলালের শশুর বাড়িতে গিয়ে দেখতে পায় বেলাল শয়নকক্ষে ফ্যানের সঙ্গে শাড়ি পেচিয়ে ঝুলে আছে। এসময় লোকজনের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। উপস্থিত লোকজনের সামনে ফ্যান থেকে লাশ নামানো হলে লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। যার জন্য হত্যা সন্দেহে নিহত বেলালের সাবেক স্ত্রী ও শশুর-শাশুড়ীকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এবিষয়ে নিহত বেলাল হোসেনের পিতা আব্দুল মতিন বলেন, আমার ছেলেকে হত্যা করে তার সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ীরা তাদের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমি হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে অন্যরা এমন জঘন্য কাজ করতে সাহস না পায়। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে এঘটনাকে হত্যা বলে মনে হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।#

  • সাতক্ষীরায় আনসার ভিডিপি সদস্যের মধ্যে বাইসাইকেল বি-তরণ

    সাতক্ষীরায় আনসার ভিডিপি সদস্যের মধ্যে বাইসাইকেল বি-তরণ

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা:

    কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ জন ভাতাভোগী সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত ২০ আগস্ট আনসার ভিডিপি’র জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়। সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মোঃ আশরাফুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বাইসাইকেল বিতরণের পাশাপাশি সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ এফতেখারুল ইসলাম। এ সময় আনসার-ভিডিপি’র জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বর্তমান সংগঠনের মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যদের দক্ষতা উন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় এই বাইসাইকেল বিতরণ করা হয়। এর ফলে মাঠ পর্যায়ের কার্যক্রমে তথ্য সংগ্রহ ও যোগাযোগ ব্যবস্থায় সদস্যরা আরও দ্রুত এবং কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবেন।

    বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং সামাজিক অপরাধ দমনে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতে বাহিনীর এমন কার্যকরী পদক্ষেপ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। এই বাইসাইকেলগুলো বিতরণের ফলে তাদের দৈনন্দিন কার্যক্রমে গতিশীলতা আসবে এবং জনগণের সঙ্গে তাদের যোগাযোগ আরও সহজ হবে। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা পযায়ের উর্ধ্বতন, কর্মকর্তা কর্মচারী, ব্যাটালিয়ান সদস্য, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ভাতা ভোগী সদস্য ও মিডিয়া কমী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • জুলাই গ-ণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বি-তরণ

    জুলাই গ-ণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বি-তরণ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    আজ ২১শে আগস্ট রোজ বৃহস্পতিবার। ঝালকাঠির নলছিটির বি জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে “বন্ধুত্বের উদারতা” ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যাগে “জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শিরোনামে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম আকাশ এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব বদরুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নলছিটি ঝালকাঠি এবং সভাপতি বি জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলী হায়দার সিকদার, প্রধান শিক্ষক, বি জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মাইনুল ইসলাম বাবুলসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি মো. জাহিদ হাসান। তিনি সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন “আমাদের বন্ধুদের আড্ডা থেকেই আজ এই মানবিক সংগঠন ” বন্ধুত্বের উদারতা”, আমরা পড়াশোনার পাশাপাশি মানবেতর ব্যাক্তিদের নিয়ে কাজ করি। রক্তদান, বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণসহ আমরা নানাবিধ কো-কারিকুলার অ্যাকটিভিটিস কার্যক্রম করে থাকি”। প্রধান অতিথি জনাব বদরুল আমিন তিনি আয়োজিত অর্গানাইজেশনটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন “আমরা জুলাই কে হৃদয়ে ধারণ করি। প্রাক্তন শিক্ষার্থীদের এমন সংগঠন করা সত্যি অনেক প্রশংসনীয়”। তিনি আরো বলেন এমন মহৎ উদ্যোগ স্বচ্ছ মেধা মননের স্বাক্ষর। শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি জনাব আলী হায়দার সিকদার বলেন ” এটা দারুণ উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিস থাকলে শিক্ষার্থীরা এক ঘেয়ামি হয়ে পড়ে না। রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল মেধার চর্চা হয়েছে”। এছাড়াও তিনি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ নিরবতায় তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। এছাড়াও বক্তব্যও রাখেন আরেক শিক্ষাক জনাব গোপাল নট্ট।

    আয়োজিত রচনা প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে কৌষাণী বিশ্বাস, অষ্টম শ্রেণী, রোল নম্বর এক। দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ রাহাত হোসেন খান, শ্রেণী দশম, রোল নম্বর এক। তৃতীয় স্থান অধিকার করে সামিয়া ইসলাম, শ্রেণী অষ্টম, রোল নম্বর পাঁচ। বিজয়ী প্রথম তিন জনকে ক্রেচ ও বই, পরবর্তী দু’জনকে বই এবং অংশ গ্রহণ বাকি সবাইকে কলম দিয়ে পুরষ্কৃত করা হয়। বন্ধুত্বের উদারতা অর্গানাইজেশন থেকে উপস্থিত ছিলেন সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাফিজ, দপ্তর সম্পাদক রিয়াজ হোসেন, প্রচার সম্পাদক লামিয়া আক্তার, সদস্য তুহিন মোল্লাসহ প্রমুখ সদস্যরা।

  • গ-ণঅভ্যুত্থানের এক বছর পরও বিদ্যালয়ে শেখ হাসিনার প্র-চারণা বই

    গ-ণঅভ্যুত্থানের এক বছর পরও বিদ্যালয়ে শেখ হাসিনার প্র-চারণা বই

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ের বোদা উপজেলার ৯৬নং বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান এখনো স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের প্রচারণা ভুলতে পারেননি—এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) সরেজমিনে বিদ্যালয় ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের আলমারিতে সাজানো রয়েছে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ রাসেল ও আওয়ামী শাসনের নানা প্রচারণামূলক শতাধিক বই। ‘শেখ হাসিনা’, ‘মুজিব আমার পিতা’, ‘রাজপুত্র শেখ রাসেল’, ‘মুজিব বাংলার বাংলা’সহ নানা শিরোনামের এসব বই সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে এক ধরনের ফ্যাসিবাদী কর্ণার তৈরি করেছে।

    স্থানীয়রা বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের প্রায় এক বছর অতিক্রান্ত হলেও এখনো সরকারি বিদ্যালয়ে এসব প্রচারণার বই অক্ষতভাবে রাখা হয়েছে। অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন,

    “এটি সত্যিই দুঃখজনক। ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনা ও তার দোসররা বর্বরোচিত গণহত্যা চালিয়েছে। অথচ এক বছর পার হলেও তাদের বই-কর্ণার এখনো সরকারি প্রতিষ্ঠানে রয়ে গেছে। জেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

    তিনি আরও বলেন, “আমরা চাই, সরকারের পক্ষ থেকে দ্রুত নির্দেশনা দিয়ে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট শাসনের এসব প্রতীকী কর্ণার অপসারণ করা হোক। রাষ্ট্রীয় নির্দেশনার অভাবে শিক্ষকরা সমস্যায় পড়ছেন।”

    শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলও মনে করছেন—স্বৈরাচারের পতনের পরও সরকারি বিদ্যালয়ে ফ্যাসিস্ট প্রচারণা বই রাখা ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের ইতিহাসের প্রতি চরম অবমাননা।

    বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান বলেন,

    “বইগুলো এক কোণে পড়ে ছিল, আমরা সেগুলো খেয়াল করিনি। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ব্যানার আমরা তখনই আলমারিতে ভাঁজ করে রেখেছি। আগামী রোববার বিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে সবগুলো বই পুড়িয়ে ফেলা হবে।”

    বিদ্যালয়ের সভাপতি ও সাবক্লাস্টার আজমল আজাদ বলেন, “আমাদের স্পষ্ট নির্দেশনা ছিলো এসব বই বিদ্যালয়ে রাখা যাবে না। আমি প্রত্যেক প্রধান শিক্ষককে বলেছি বইগুলো সরিয়ে ফেলতে। কিন্তু কেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা সরাননি, তা আমার বোধগম্য নয়। আমরা তো অনেকগুলো বিদ্যালয়ের দায়িত্বে থাকি—সবগুলো বিদ্যালয়ে গিয়ে লাইন ধরে খুঁটিনাটি দেখা সম্ভব হয় না। শেষ পর্যন্ত কেন তিনি বইগুলো সরাননি, তার জবাব তিনিই দিতে পারবেন।”

    জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার বলেন, “আমরা বিষয়টি শুনেছি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখেছি। ইতোমধ্যেই সংশ্লিষ্ট বিদ্যালয়ে আমাদের কর্মকর্তা পাঠানো হয়েছে তদন্তের জন্য। তারা তদন্ত করে বিস্তারিত জানাবেন এবং প্রধান শিক্ষক কী বলেন তা দেখা হবে এবং আগামী রোববার অফিস খোলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • স্বরূপকাঠিতে ফেসবুক স্ট্যা-টাস নিয়ে ভু-ল বোঝা-বুঝি কৃষ্ণকান্ত দাসের সং-বাদ সম্মেলন

    স্বরূপকাঠিতে ফেসবুক স্ট্যা-টাস নিয়ে ভু-ল বোঝা-বুঝি কৃষ্ণকান্ত দাসের সং-বাদ সম্মেলন

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমবায় সমিতির পরিচালক কৃষ্ণকান্ত দাসের দেয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভুলবোঝাবুঝির অবসানে সমবায় সমিতির পরিচালক কৃষ্ণকান্ত দাসের সংবাদ সম্মেলন করেছে।

    শনিবার সকাল ১২টায় স্বরূপকাঠি ক্লাবে সাংবাদিকের নিয়ে সংবাদ সম্মেলন করে ঐ ফেইসবুকে দেয়া স্ট্যাটাস প্রত্যাহার করেন।

    সংবাদ সম্মেলনে কৃষ্ণকান্ত দাস জানান, আমার পরিচালিত সমিতিতে সদস্যদের টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে নিয়ে একটু সমস্যার কারনে ৪শতাংশ জমি বিক্রি করি। সেটা নিয়ে ক্রেতার সাথে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় আমি ফেইসবুকে জমি দখল ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছিলাম যেটি নিয়ে একটি নিউজ প্রকাশ হয়েছিলো।

    তিনি আরও বলেন, বর্তমানে তাদের মধ্যে কোনো বিরোধ নেই এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। সেইজবুকে দেয়া অভিযোগগুলো প্রত্যাহার করে নিয়েছি।

    কৃষ্ণকান্ত দাস সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়িয়ে চলার আশ্বাস দেন।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।

  • তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের অ-ভিযানে অ-বৈধ ড্রে-জার মেশিনসহ মা-লামাল জ-ব্দ

    তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের অ-ভিযানে অ-বৈধ ড্রে-জার মেশিনসহ মা-লামাল জ-ব্দ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভজনপুর গনাগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গনাগছ এলাকার করতোয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

    এসময় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

    জানা যায়, অভিযান পরিচালনাকালীন সময়ে পরিবেশ বিধ্বংসী পাঁচটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, চারটি পাম্প ও ৩২০ ফুট অনুমানের পাইপসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়।

    আরও জানা যায়, অভিযানের খবর পেয়ে ড্রেজার চালনাকারী অসাধু চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।
    পরে মেশিনসহ জব্দকৃত মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানা যায়।

    এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই একটি অসাধু চক্র করতোয়া নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। এতে নদীর পরিবেশ ও আশেপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকা সংলগ্ন করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ ড্রেজার মেশিন মালিকগণ উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • আশুলিয়ায় ৬ লা-শ পো-ড়ানো মা-মলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ আ-সামির বি-চার শুরু

    আশুলিয়ায় ৬ লা-শ পো-ড়ানো মা-মলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ আ-সামির বি-চার শুরু

    হেলাল শেখঃ ঢাকা-১৯ সাভার আশুলিয়ার সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই- আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

    বৃহস্পতিবার (২১ আগস্ট২০২৫ইং) বেলা সোয়া ১১টায় ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    এদিন বিচারকার্যের শুরুতেই এ মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে করা আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এরপর উপস্থিত আট আসামিদের আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানো হয়।

    মা বলেন সন্তান হারিয়েছি, আর কী জিজ্ঞেস করবেন: হাসিনার আইনজীবীকে শহীদ হাসানের মা
    জুলাই গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০ আগস্ট এর আগে, ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ৭ আগস্ট অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। সেদিন শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

    ওই দিন মামলার আট আসামিকে হাজির করেছে পুলিশ। একইসঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজনকেও হাজিরের কথা ছিলো। তবে হাজির না হওয়ায় তাদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

    এদিকে আজ সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এ মামলার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ। তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।

    এর আগে, এ মামলায় সাবেক এমপি সাইফুলসহ পলাতক আট আসামিকে গ্রেফতারসহ ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দেওয়া হয়। ১৬ জুলাই এ আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

    গত ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে। পরে এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

    গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ হত্যা ও লাশ পোড়ানোর ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। তবে এসব ঘটনায় ভুয়া বাদী সায়েব আলী জলিলসহ একাধিক ভুয়া বাদীদের আটক করে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল। এসব ঘটনায় আশুলিয়া থানায় মামলা বাণিজ্য জমজমাট ভাবে চলছিলো, এক এক করে ৫ জন ওসি ক্লোজ বা বদলির ঘটনা ঘটেছে, বর্তমানে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান কর্মরত রয়েছেন।

  • সাভারে হাসপাতালে ভু-ল চিকিৎসায় রোগীর মৃ-ত্যু, দুই চিকিৎসকসহ ৫ জনের বি-রুদ্ধে মা-মলা

    সাভারে হাসপাতালে ভু-ল চিকিৎসায় রোগীর মৃ-ত্যু, দুই চিকিৎসকসহ ৫ জনের বি-রুদ্ধে মা-মলা

    হেলাল শেখঃ ঢাকার সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রাতুল (১৩) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকসহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

    বুধবার (২০ আগস্ট ২০২৫ইং) রাতে ঢাকার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে নিহত রাতুলের বাবা জাহিদুল ইসলাম সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত রাতুল মানিকগঞ্জ জেলার সদর থানার কার্টিগ্রাম এলাকার জাহিদুর রহমানের ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ আগস্ট) দুপুরে নিহত রাতুলের গলায় টনসিলের সমস্যা নিয়ে সাভারের থানা বাসস্ট্যান্ডের ‘সাভার স্পেশালাইজড হাপাতালে’ নিয়ে আসে স্বজনরা। এসময় ডাক্তার তার সমস্যার কথা শুনে অপারেশন করতে বলেন, ডাক্তারের কথা অনুযায়ী সেদিন রাতে সাভার স্পেশালাইজড হাসপাতালে রাতুলের অপারেশন করানো হয়। কিন্তু অপারেশন শেষে রাতুলকে একটি কেবিনে নিয়ে আসা হয়, সে সময় রাতুলের নাক দিয়ে রক্ত পড়তে দেখে স্বজনরা এবং অক্সিজেন বন্ধ অবস্থায় দেখতে পান। তখন হাপাতালের নার্স ও স্টাফদের একাধিক বার জানালেও তারা এগিয়ে আসেনি। তার কিছু সময় পর চিকিৎসকরা পুনরায় রাতুলকে অপারেশন কক্ষে নিয়ে যান। পরে অপারেশন কক্ষ থেকে ডাক্তার বের হয়ে এসে বলেন, রাতুলকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে রোগীর স্বজনরা এনাম মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। সাভার আশুলিয়ায় এরকম ভুল চিকিৎসায় রোগীদের মৃত্যু নতুন ঘটনা নয়, ভুয়া ডাক্তার আর ভেজাল ওষুধের ছড়াছড়ি, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যুর ঘটনায় নিহতের বাবা ৫জন চিকিৎসকের নামে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • ভালুকায় উপজেলা প্রশা-সনের সহা-য়তায় নি-রাপদ খাদ্য বিষয়ক জনস-চেতনতামূলক ক-র্মশালা অনুষ্ঠিত

    ভালুকায় উপজেলা প্রশা-সনের সহা-য়তায় নি-রাপদ খাদ্য বিষয়ক জনস-চেতনতামূলক ক-র্মশালা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ভালুকায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২০আগস্ট) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারী দপ্তর প্রধান, হোটেল-রেস্তোরাঁ মালিক, রিসোর্ট মালিক, স্থানীয় খাবার মুংডি ব্যবসায়ী, সাংবাদিক, সুশীলসমাজ এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভালুকা উপজেলা প্রশাসনের সহযোগিতায়, খাদ্যের নিরাপত্ত্বা বিষয়ক সচেতনতামূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (যুগ্মসচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক আ.ন.ম. নাজিম উদ্দিন। কর্মশালায় নিরাপদ খাদ্য কর্মকর্তাগণ নিরাপদ খাদ্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

    প্রধান অতিথি দৈনন্দিন জীবনে মানসম্মত খাবারের প্রতি গুরুত্ব ও দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, সুস্থ সবল মেধাবী জাতি গঠনের জন্য নিরাপদ খাবারের বিকল্প নেই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে, আপনারা যারা খাদ্যব্যবসায়ী আছেন তাদের সবাইকেও সচেতন ও আন্তরিক হতে হবে, নিরাপদ খাবার তৈরী ও পরিবেশন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও নিজ নিজ ক্ষেত্রে সবার সম্মিলিত অবদানে বাংলাদেশে নিরাপদ খাবার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে

    এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরাইন হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শামসুল ইসলাম রমিজ, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাব উদ্দিন সহ আরও অনেকে।