Author: desk

  • কোটালীপাড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসি’র মতবি-নিময় সভা অনুষ্ঠিত

    কোটালীপাড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসি’র মতবি-নিময় সভা অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন কোটালীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

    আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় থানা কমপ্লেক্সে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত (১১ আগস্ট) তিনি কোটালীপাড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক ও চুরি সহ নানা সমস্যা তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।

    পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত ওসি হাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় পুলিশের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করবে।

    এসময় উপস্তিত ছিলেন কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এস.আই মামুনুর রশিদ। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কামাল হোসেন, সুবল চক্রবর্ত্তী, মোল্ল্যা মহিউদ্দিন, মাহাবুব সুলতান, কাজী পলাশ, রনি আহমেদ, মনিরুজ্জামান শেখ জুয়েল প্রমুখ।

  • কুমিল্লাতে ছি-তাইকারী স-ন্দেহে যুবককে পি-টিয়ে হ-ত্যা

    কুমিল্লাতে ছি-তাইকারী স-ন্দেহে যুবককে পি-টিয়ে হ-ত্যা

    তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
    বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৭ টায় বিসিক শিল্প নগরীর জান্নাতুল ফুড প্রোডাক্ট মিলে এ ঘটনা ঘটে।

    নিহত সায়েম সদর দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটোরিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কুমিল্লা বিসিকের
    শনপাপড়ি খাওয়ার জন্য মিলে গেলে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় । পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মিল মালিক শনপাপড়ি উৎপাদনকারী কর্তৃপক্ষ পলাতক রয়েছে।

    ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে কিছু যুবক পুলিশের গাড়িতে হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সায়েম ও সাকিব নামে আরেক যুবক এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত। তবে কি কারনে কেন তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে এখনও নিশ্চিত করতে পারেননি।

  • ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সী-মান্তে ৪ বাংলাদেশী আ-টক

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সী-মান্তে ৪ বাংলাদেশী আ-টক

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ৪ জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভারতীয় সীমান্তের ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে ভারতের ভূখণ্ডে ঘাস কাটতে গেলে টহলরত বিজিবি তাদের আটক করে।ধর্মগড় সীমান্ত বিজিবি ক্যাম্পসূত্র জানায়, এদিন দুপুরে সীমান্তের পিলার-৩৭৪/১ এর বিপরীতে ২৫০ গজ ভারতীয় অভ্যন্তরে ইসমাইল হোসেনের ছেলে ইলিহাস আলী(৭২)োছইব আলীর ছেলে আব্দুর রাজ্জাোক (৫৫), ইয়াজুল হকের ছেলে কামাল হোসেন (৩৫) ও দেলোয়ার হোসেনের ছেলে বাদশা মিয়া(৩২) কে আটক করা হয়। এরা সবাই পাশ্ববর্তী
    হরিপুর উপজেলার মরাধার এলাকার বাসিন্দা। ঘটনার দিন এই ৪ বাংলাদেশী ঘাস কাটার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বিএসএফ এর নজরে পড়ে। বিএসএফ সাথে সাথে সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষকে বিষয়টি ফোনে জানালে ধর্মগড় সীমান্তের টহলরত দল বিজিবি নায়েক আজহারুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করে বাংলাদেশের বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। এ বিষয়ে ধর্মগড় সীমান্তের বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমিনুর জানান ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে ঘাস কাটতে যাওয়ার অপরাধে ৪ বাংলাদেশীকে আটক করা হয়েছে। এদের রাণীশংকৈল থানায় সোপর্দ করা হবে।

  • ধামইরহাটে নারী শি-ক্ষার অন্যতম প্রতিষ্ঠান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মো. হানজালা

    ধামইরহাটে নারী শি-ক্ষার অন্যতম প্রতিষ্ঠান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মো. হানজালা

    ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে উপজেলা সদরে নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক উপজেলা বিএনপি’র সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা।
    ২১ আগস্ট দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মোছাঃ ছাবিহা ইয়াছমিন এডহক কমিটির সভাপতি মো. হানজালা কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এছাড়াও অভিভাবক সদস্য মজমুল হক, শিক্ষক প্রতিনিধি নাদিরা পারভীনকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ধামইরহাট মহিলা কলেজের সভাপতি ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, যুবদল নেতা রুবেল হোসেন রতনসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান ।।

  • তানোরে একতা যুব সংঘের উদ্যোগে বিলকুমারী বিলে মাছের পোনা অ-বমুক্ত

    তানোরে একতা যুব সংঘের উদ্যোগে বিলকুমারী বিলে মাছের পোনা অ-বমুক্ত

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে বিল কুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত ২১ আগষ্ট বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে তানোর একতা যুব সংঘের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
    এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
    তানোর একতা যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন রনি সভাপতিত্বে এবং সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াশিম মন্ডলের সঞ্চালনায় পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা(ইউ ডি এফ) কর্মকর্তা মফিজুল ইসলাম।
    অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, একতা যুব সংঘ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সালাউদ্দিন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম (নান্টু, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু,দলিল লেখক মুন্জুর মন্ডল, একতা যুব সংঘের সিনিয়র সহসভাপতি ও তানোর প্রেসক্লাবের সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, রাকিবুল ইসলাম,কোষাধক্ষ্য রাসেদুল ইসলাম সাগর ,ইচাহাক, সাদ্দাম, সুজন, মাহাফুজ, রাইহান, সানোয়ার নয়ন, রুবেল, অজয় ও মনোয়ারসহ একতা যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন তানোর বিলকুমারি বিলে একশ’ ১ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ একতা যুব সংঘের সাফল্য কামনা এবং ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন।#

  • হরিপুর সীমান্তে নারীও শিশুসহ  ১৪  জন বাংলাদেশী ফে-রত দিল ভারত

    হরিপুর সীমান্তে নারীও শিশুসহ ১৪ জন বাংলাদেশী ফে-রত দিল ভারত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১৪ জন বাংলাদেশিকে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    জানাযায়,মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরিপুর উপজেলার দনগাও বিওপির সীমান্তের ৩৫৬ নং পিলার এর কাছাকাছি বসতপুর স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আকটকৃত ১৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। পরে বিজিবি দুপুর ১২টা ২৫ মিনিটে হরিপুর থানায় তাদেরকে হস্তান্তর করেন।বিজিবি সূত্র জানায়,সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে ওই ১৪ জন বাংলাদেশিকে আটক করে ভারতীয় বিএসএফ। আটক ব্যক্তিরা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।আটক ব্যক্তিরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া গ্রামের সাকিরের ছেলে মন্টু (৪০), মন্টুর স্ত্রী মোছা. নাজেরা খাতুন (৩৮) ও দুই ছেলে নজরুল (২২) ও নুর আলম (১৯); একই উপজেলার বেউরঝাড়ি গ্রামের রহিমের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), রাজ্জাকের স্ত্রী নাজমিন (২০) ও দুই মেয়ে রূকসার (৩) ও রেহেনা (১), মৃত হাকিম উদ্দিনের ছেলে আসাদুল (৩৫) আসাদুলের মা আছিয়া (৫০),স্ত্রী পারুল (৩২) ও তিন সন্তান আলামিন আলী ১৬),আশা মনি (৯)এবং আরিফ (৫)।বিজিবি জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানি পাথ জেলার একটি কারখানায় (পাপস ফ্যাক্টরি) কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। আটককৃত সবাইকে ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকের মাধ‍্যমে মঙ্গলবার (১২আগষ্ট) সকাল ১১টার দিকে ফেরত দিয়েছে।

    এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, তাদেরকে আটকের পর আমরা হরিপুর থানায় হস্তান্তর করেছি।হরিপুর থানার অফিসার ইনচার্জ বলেন নারী-শিশুসহ ১৪জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে পাসপোর্ট আইনে মামলা রুজু করে আটককৃতদের আগামীকাল বুধবার ঠাকুরগাঁও আদালতে পাঠানো হবে।

  • এন এ জেড বাংলাদেশের উদ্যোগে: পুলিশের চে-কপোস্ট নির্মাণ

    এন এ জেড বাংলাদেশের উদ্যোগে: পুলিশের চে-কপোস্ট নির্মাণ

    গাজীপুর প্রতিনিধি:
    গাজীপুর জেলা ও মহানগরের সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী যাওয়ার আঞ্চলিক সড়কে অবস্থিত জয়দেবপুর থানার রাত্রিকালীন পুলিশ চেকপোস্টের টিন খুলে নিয়ে গেল চোর চক্র।

    গত (১৩) আগস্ট ভোরে টিন খুলে নিয়ে যাওয়ার ঘঠনায় গাজীপুরে পুলিশের চেকপোস্টের টিন খুলে নিলো চোর শিরোনামে একাধিক মিডিয়ায় সংবাদ প্রচার হয় এবং পুলিশের দায়িত্ব অবহেলার আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ও থানা পুলিশ নড়ে চড়ে বসেন।

    পরে ঘঠনার এক সাপ্তাহ পরে বুধবার (২০) আগস্ট রপ্তানি কারক পোশাক কোম্পানি এন এ জেড বাংলাদেশ নিজ অর্থায়নে এলাকাবাসীর সহযোগিতায় চেকপোস্ট টি সংস্কার করে দেন।

    এ পথে চলাচলকারীদের অভিযোগ, এই সড়কে বেশ কিছু পোশাক কারখানার হাজার হাজার গাড়ী ও শ্রমিক রাতদিন চলাচল করেন। অতীতে রাস্তায় গাছ ফেলে বেশ কিছু ডাকাতির ঘটনার পর এলাকাবাসীর উদ্যোগে একটি চেকপোস্ট বসানো হয়। তবে, চেকপোস্ট বসানোর পর প্রথম কিছুদিন পুলিশকে দেখা গেলেও পরে আর তাদের নিয়মিত চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়নি এবং
    পুলিশের অবহেলার কারণেই চোরচক্র সুযোগ বুঝে টিনগুলো নিয়ে গেছে।

    একাধিক পোশাক শ্রমিকরা জানান, এই এলাকাটি ঘন জঙ্গল থাকায় রাতে বাসায় ফেরার সময় ঝোপঝাড়ে লুকিয়ে থাকা চোর-ছিনতাইকারীরা চাকু বা দা দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। বিশেষ করে বেতন প্রদানের সময় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়।

    তারা আরো বলেন, শ্রমিকদের কথা চিন্তা করে একটি বেসরকারি কোম্পানি চেকপোষ্ট ঠিক করে দেওয়ায়, পুলিশ নিয়মিত চেকপোস্ট পরিচালনা করতে পারবে এবং আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারব।

    ইজিবাইক চালকরা জানান, এই রাস্তায় গাছ কেটে গাড়ির সামনে ফেলে টাকা-পয়সা ও গাড়ি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। পুলিশের চেকপোস্ট দেওয়ার পরও কয়েকদিন পরপর ডাকাতি হচ্ছে। ডাকাতি হয় এমন স্থান গুলোতে পুলিশ না থেকে সিটপাড়া বটতলা এলাকায় থাকায় ডাকাত চক্র সুযোগ বুঝে গাছ ফেলে ডাকাতি ঘটনা ঘটাচ্ছে।

    স্থানীয়রা জানান, বেশ কিছু ডাকাতির ঘটনার পর জয়দেবপুর থানার তৎকালীন ওসি ও সদর সার্কেল কে এলাকাবাসী একটি চেকপোস্টের দাবি জানান। পরে পুলিশের অনুমতিক্রমে যুবসমাজকে নিয়ে এই চেকপোস্ট করা হয়। কিন্তুু দুঃখজনক পুলিশ কিছুদিন চেক পোস্ট পরিচালনা করলেও পরে তাদের নিয়মিত চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়নি এর ফলে টিন গুলো চুরি হয়ে যায় এবং এ পথে চলাচলকারী ও পোশাক শ্রমিকরা রাতে চলাচল করতে ভয় আতঙ্কে পড়ে যায়।

    তারা আরো বলেন, এলাকাবাসী ও পোশাক শ্রমিকের কথা চিন্তা করে একটি বেসরকারি কোম্পানি এন এ জেড বাংলাদেশ লিমিটেড নিজ অর্থায়নে চেকপোষ্ট টি সংস্কার করে দেয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং পুলিশের প্রতি অনুরোধ জানান চেকপোস্ট টি দৈনিক পরিচালনা করে মানুষের জানমালা নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়।

    এন এ জেড বাংলাদেশ লিমিটেডের এডমিন আনিসুর রহমান জানান, এখানে একটি চেকপোস্ট ছিলো কে বা কারা টিন নিয়ে যায় এ নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাই, পরে এলাকাবাসী ও থানা পুলিশের সাথে যোগাযোগ করে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এ পথে চলাচলকারী এলাকাবাসী ও আমাদের শ্রমিকদের চিন্তা করে কম্পানির নিজ অর্থায়নে চেক পোষ্ট টি নির্মাণ করে দেয়া হচ্ছে। এবং আজ কালের বিতরে চেকপোস্টের কাজ সম্পূর্ণ হবে।

    এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদের মুটোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

  • বিয়ের দা-বিতে দুই সন্তানের জননীর অন-শন,প্রেমিক উ-ধাও

    বিয়ের দা-বিতে দুই সন্তানের জননীর অন-শন,প্রেমিক উ-ধাও

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর দুর্গাপুরে এক এনজিও কর্মীর বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক ফারুক বাড়ি ছাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য। জানা গেছে, প্রায় তিন মাস আগে অফিস যাবার পথে ফারুকের মোটর সাইকেলের তেল শেষ হলে, রাস্তায় হেটে যাওয়ার পথে পরিচয় হয় মনিকা (ছদ্দনাম) নামের এক স্থানীয় গৃহিণীর। সেখান থেকেই পরিচয় এবং মোবাইল নাম্বার আদান-প্রদান ও কথা হয় মোবাইলে। এক পর্যায়ে একে অপরের প্রেমে আসক্ত হয়ে পড়েন। এরই প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এবং শারীরিক মেলামেশাও হয় তাদের মধ্যে।
    ভিকটিমের অভিযোগ, গত শনিবার ১৬ আগস্ট সেই এনজিও কর্মী ফারুক হোসেন বিয়ের কথা বলে নিজ বাড়িতে ডাকেন প্রেমিকাকে। কিন্ত্ত পরিবারের অসম্মতি ও তার দুলা ভাই আশা এনজিওর কর্মী জাহাঙ্গীরের প্ররোচণায় বাড়ি থেকে পালিয়ে যায় ফারুক। এমনকি তাকে পালিয়ে যেতে সহযোগীতা করেন দুলা ভাই জাহাঙ্গীর। মুলত জাহাঙ্গীরের মাধ্যমেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং জাহাঙ্গীরের বাড়িতে ফারুক ও ওই নারী একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান।কিন্ত্ত জাহাঙ্গীরের সহযোগীতায় প্রেমিক ফারুক পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েন ভিকটিম ওই নারী। গত পাঁচদিন যাবৎ বিয়ের দাবিতে ফারুকের বাড়িতেই অবস্থান করছেন ওই নারী।
    স্থানীয় সুত্রে জানা গেছে, রাজশাহী’র দুর্গাপুর উপজেলা’র সূর্য্যভাগ গ্রামের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সম্পাদক ওমর আলীর পুত্র ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সম্পাদক এই ফারুক হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে
    একই গ্রামের জনৈক ব্যক্তির কন্যর।
    ভুক্তভোগী বলেন, এর আগে আমার বিয়ে হয়েছিল।কিন্ত্ত ফারুকের সঙ্গে প্রেম ও তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়ায় তিনি তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন।তিনি আরো বলেন, তিনি একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি করতেন, ফারুকের সঙ্গে প্রেম হওয়ার পরে জানতে পারেন সেও এর আগে বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে গেছে, তাই আমরা দুজনে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।কিন্ত্ত গত শনিবার সকালে সে বিয়ের কথা বলে আমাকে তাঁর বাড়িতে ডেকে আনে ,তবে পরিবারের চাপ ও তার দুলা ভাইয়ের প্ররোচণায় সে বাড়ি থেকে পালিয়ে গেছে, এতে আমি অসহায় হয়ে পড়েছি। ভুক্তভোগী এলাকাবাসী ও সমাজের সকলের কাছে সাহায্য চেয়ে বলেন আজ পাঁচ দিন হয়ে যাচ্ছে আর কতদিন আমাকে এভাবে কাটাতে হবে, তাই দ্রুত তাদের বিয়ের ব্যবস্থা করা হোক।
    স্থানীয় প্রতিবেশীরা বলেন,ফারুকের দুলা ভাই আশা এনজিওর কর্মী জাহাঙ্গীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেই ফারুকের সন্ধান পাওয়া যাবে,সে আসল নাটের গুরু।কারণ সে ফারুককে পালিয়ে যেতে সহযোগীতা করে,উল্টো ভিকটিম পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন।
    স্থানীয় সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান কাজী জানান, ফারুক একাধিক মেয়েদের সঙ্গে এরকম সম্পর্কে লিপ্ত, সে একটা দুশ্চরিত্রবান পুরুষ। এ অসহায় মেয়েটি আজ পাঁচ দিন হল এই ফারুকের বাড়িতে অবস্থান করছে, আমরা চাই দ্রুত সমাধান হোক। তিনি বলেন,ফারুকের সকল অপকর্মের সহযোগী তার দুলা ভাই জাহাঙ্গীর।
    এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এবিষয়ে জানতে চাইলে ফারুকের দুলা ভাই আশা এনজিও কর্মী জাহাঙ্গীর বলেন, ঘটনা সত্যি নয়, এর সঙ্গে একটি নারী সিন্ডিকেট জড়িত,তারা টাকা-পয়সা নেয়ার জন্য ওই মেয়েকে দিয়ে এসব নাটক করছে।#

  • বাকৃবির যেকোনো সমস্যা পজেটিভ আর স্বচ্ছতার সাথে নি-রসন করতে প্র-শাসন ব-দ্ধপরিকর

    বাকৃবির যেকোনো সমস্যা পজেটিভ আর স্বচ্ছতার সাথে নি-রসন করতে প্র-শাসন ব-দ্ধপরিকর

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার উদ্যোগে অটোমেটেড রিকুইজিশন সিস্টেম এবং ট্র‍্যাকিং টুলস সিস্টেম চালু করা হয়েছে।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
    বাকৃবি পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ গোলজারুল আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো:শহীদুল হক।এছাড়াও পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভুইয়া,বাকৃবি রেজিস্ট্রার কৃষীবিদ ড. মো: হেলাল উদ্দীন,প্রক্টর প্রফেসর ড. আব্দুল আলীম,ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, বাকৃবি সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড.আহমদ খায়রুল হাসানসহ বিভিন্ন ইনস্টিটিউট এর পরিচালক বিভাগীয় প্রধান এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অটোমেশন সিস্টেমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন,
    পরিবহন শাখার অটোমেটেড রিকুইজিশন সিস্টেম এবং ট্র‍্যাকিং টুলস সিস্টেম চালু করায় বাকৃবি আইসিটি সেল এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি । তিনি বলেন , আপাতত ৪টি গাড়ি ট্র‍্যাকিং সিস্টেমে যুক্ত হলেও ভবিষ্যতে আরো অধিক সংখ্যায় গাড়ি এই সিস্টেমে যুক্ত হবে। বর্তমান বাকৃবি প্রশাসন ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যা কল্যাণকর সেসব বিষয়েই কাজ করছে । বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা পজেটিভভাবে , স্বচ্ছতার সাথে নিরসনে করতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।তিনি ভবিষ্যতে কেন্দ্রীয় লাইব্রেরী অটোমেশনের আওতায় যুক্ত করারও আশাবাদ ব্যক্ত করেন। তিনি সবাইকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।বাকৃবি পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ গোলজারুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে গাড়ি রিকুইজিশন সিস্টেম পুরপুরি অন-লাইন চালু করা হয়েছে। এখন থেকে ম্যানুয়াল কোন আবেদন গ্রহন করা হবেনা। এ ব্যাপারে তিনি সকলের সহায়তা কামনা করেন।

  • সুজানগরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপ-লক্ষ্যে বর্ণা-ঢ্য র‍্যালি

    সুজানগরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপ-লক্ষ্যে বর্ণা-ঢ্য র‍্যালি

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তিন অঙ্গ সহযোগী সংগঠনের একটি জতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুজানগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মধু বিশ্বাস, যুগ্ন আহবায়ক কামাল হোসেন, ইউসুফ আলী খান টোকন, রানু বিশ্বাস, লোকমান হোসেন, দপ্তর সম্পাদক কোবাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজাউদ্দিন সুজা, সদস্য সচিব মো: বিপুল প্রামানিক, স্বেচ্ছাসেবক দল নেতা রনাই প্রামানিক, রমজান মন্ডল ও হাসেম প্রামানিক প্রমূখ । সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দঁাড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এ সময় তিনি আরো বলেন,
    প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক দল শুধু জনগণের সেবায় নয়, বরং গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবে বলেও জানান তিনি।