Author: desk

  • সুজানগর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের নতুন ক-মিটি গঠন

    সুজানগর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের নতুন ক-মিটি গঠন

    এম এ আলিম রিপন,সুজানগর : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। পৌরসভার ৮ নং ওয়ার্ডের টিপু প্রামাণিককে সভাপতি ও সলিম প্রামাণিক কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এবং পৌরসভার ৯ নং ওয়ার্ডের হবিবর মোল্লাকে সভাপতি ও মাসুদ প্রামাণিককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সুজানগর পৌর শাখার সভাপতি নুর ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বিশ্বাস ।
    অনুমোদিত নতুন এ কমিটি হস্তান্তর উপলক্ষ্যে শুক্রবার পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর পৌর শাখার সভাপতি নুর ইসলাম শেখ(দ্বীন ইসলামের) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস।
    বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব ও দপ্তর সম্পাদক হযরত আলী।
    অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ শেখ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বন্দর আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার, শ্রমিক দল নেতা বিস্কুট,শামসুল, কৃষক দলনেতা ইয়ার আলী ও খাইরুল ইসলাম প্রমূখ।
    সভায় বক্তারা আগামী ত্রুয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করবেন বলে শ্রমিক দলের নবগঠিত কমিটির সদস্যর কাছে প্রত্যাশা রাখেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরের গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে প্র-কাশ্যে চলছে অ-শ্লীলতা

    সুজানগরের গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে প্র-কাশ্যে চলছে অ-শ্লীলতা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী বিস্তীর্ণ গাজনার বিলে বর্তমানে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে প্রকাশ্যে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ বিলপাড়সহ গাজনার বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষেরা।
    শনিবার গাজনার বিলের খয়রান ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে অশ্লীল পোশাকে নাচছেন নর্তকীসহ হিজড়ারা। আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য পান করে ড্যান্স দিচ্ছেন তরুণ-যুবকরা।
    খেঁাজ নিয়ে জানা যায়, এসব নর্তকী ও হিজড়াদের অন্য জায়গা থেকে টাকা দিয়ে এনে অবৈধ এমন কর্মকাণ্ড চালায় ভ্রমণে ও পিকনিকে আসা যুবকরা। আর দিনে নাচের মাধ্যমে আনন্দ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ।

    এদিকে নর্তকী ও হিজড়া থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেওয়া। বিলের খয়রান ব্রিজ এলাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা বলেন, ঐতিহ্যবাহী এ গাজনার বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে খয়রান ব্রিজ এলাকায় এ সময়ে প্রায় প্রতিদিন পাবনা শহরসহ অন্যান্য জেলা থেকেও শত শত মানুষ আসেন। কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকাণ্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

    সুজানগর মহিলা কলেজের অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন বলেন, গাজনার বিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলা অশ্লীলতায় ডুবছে যুব সমাজ। ফলে অভিভাবকরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয় নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন। তারা যুব সমাজকে রক্ষায় বিলে চলাচলকারী নৌকা বঁাশের ছই তোলা ও শামিয়ানা টাঙানো শ্যালোইঞ্জিন চালিত ভাসমান বনভোজনের এসব নৌকাতে গান-বাজনা নাচানাচি ও বিনোদনের অন্তরালে চলমান অশ্লীল কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান শনিবার জানান, গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে চলা অশ্লীল কর্মকাণ্ড বন্ধে পুলিশ দ্রুতই অভিযান পরিচালনা করবে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ জানান,গাজনার বিল ভ্রমণে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, শব্দদূষণ হয় এমন উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার না করা, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ পরিহার করাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে অতি দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হবে। যদি কোনো ব্যক্তি জারিকৃত নির্দেশনা অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অ-ভিযানে  ১০৫ গ্রাম হে-রোইনসহ ১ জন নারী মা-দক ব্যব-সায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অ-ভিযানে ১০৫ গ্রাম হে-রোইনসহ ১ জন নারী মা-দক ব্যব-সায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলংগা থানা এলাকা হতে ১০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ০২.১০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ০১। মোছাঃ রেকশোনা বেগম (৩২), পিতা- মোঃ উলাল উদ্দিন, সাং-বালুর চর, ইউনিয়ন-১৪নং কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • নড়াইলে অ-সুস্থ হয়ে কা-রাগারে হা-জতীর মৃ-ত্যু

    নড়াইলে অ-সুস্থ হয়ে কা-রাগারে হা-জতীর মৃ-ত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতীর কারাগারে মৃত্যু। নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলায় কারাগারে থাকা আসামি হুমায়ুন শেখ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ নামে ওই ব্যক্তি কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন। সেখানে গত ৪/৫ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
    এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো.আমিরুল ইসলাম বলেন, গত ৪/৫ দিন যাবৎ ওই ব্যক্তি জ্বরে ভুগছিলেন, শুক্রবার রাতে বেশি অসুস্থ হন, পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ঝিনাইদহে হো-য়াটসঅ্যাপ ব্য-বহারকারীরা আ-তংকে প্র-তারকচক্রের ভ-য়ংকর মিশন

    ঝিনাইদহে হো-য়াটসঅ্যাপ ব্য-বহারকারীরা আ-তংকে প্র-তারকচক্রের ভ-য়ংকর মিশন

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    “আমি ডিএমপি কমিশানার ঢাকা অফিস থেকে বলছি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে একটি গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপ থেকে পুলিশের আইজিপি ও ডিআইজিসহ পুলিশ বিভাগের কর্মকর্তাদের গালিগালাজ করা হচ্ছে আপনি কি জানেন ? যদি না জেনে থাকেন তবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ সেটআপ করে দিচ্ছি” এমন ভীতিকর কথা বলে ঝিনাইদহের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন করা হচ্ছে।

    শুক্রবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের কাছে ০১৩৪৩-৮৫৪৪৪৬ নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে পুলিশ হেডকোয়াটার থেকে কথিত সোহায়েল পরিচয় দিয়ে ফোন করে। প্রতারক চক্রের কথায় বিচলিত হয়ে সাংবাদিক আসিফ কাজল ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেলের এক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

    ডিবি পুলিশের সাইবার সেলের ওই কর্মকর্তা জানান, এরা প্রতারকচক্র এবং তাদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি আরো জানান, ঝিনাইদহসহ সারা দেশে এই প্রতারক চক্রটি প্রতারণার জাল বিস্তার করে টাকা হাতিয়ে নিচ্ছে।

    তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সরকারী কেসি কলেজের সাবেক এক অধ্যক্ষ ও শহরের এক কাপড় ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন করে প্রথমে ভীতি সৃষ্টি করে মোবাইল এক্সেজ হাতিয়ে নিয়েছে। অনেকে প্রতারণার খপ্পরে পড়ে টাকাও দিয়েছেন বলে জানা গেছে।

    এদিকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথিত পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের এই ফোন পেয়ে অনেকেই আতংকিত হয়ে পড়ছেন। প্রথমে তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। এক সময় প্রতারক চক্রের খপ্পরে পড়ে অসহায় হয়ে পড়ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

    এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, প্রযুক্তির প্রসারে প্রতারক চক্রও সক্রিয়। তারা সুবিধা নিয়ে মানুষকে ক্ষতি করছে। তিনি বলেন, প্রতারকদের হাত থেকে বাঁচতে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অধিক সচেতন হতে হবে। তাছাড়া প্রতারকদের ধরতে প্রতিনিয়ত ঝিনাইদহ জেলা পুলিশ ও সাইবার সেল নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • জমির মুল্য নির্ধারণে ঘাপলাবাজীর অ-ভিযোগ তুলে ক্ষ-তিগ্রস্থ মালিকদের সংবাদ সম্মেলন

    জমির মুল্য নির্ধারণে ঘাপলাবাজীর অ-ভিযোগ তুলে ক্ষ-তিগ্রস্থ মালিকদের সংবাদ সম্মেলন

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির কোন শুনানী করা হয়নি। ফলে জমির মালিকরা জেলা প্রশাসকের দপ্তরে তাদের মতামত তুলে ধরতে পারেনি। এতে ন্যায্য মুল্য নিশ্চিত না হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েন কয়েক হাজার জমির মালিক। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মটর শ্রমিক মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা এ অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে কালীগঞ্জ ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হাজী মো. শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন মিয়া, জালাল উদ্দীন, আবু জাফর প্রমুখ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যে জমির বর্তমান বাজারমূল্য প্রতি শতক ৫ লাখ টাকা, সেই জমির মূল্য দেওয়া হচ্ছে ১৮’শ টাকা। অনেক মৌজার জমি বাণিজ্যিক শ্রেণির হলেও তা ডোবা ও ডাঙ্গা শ্রেণীভুক্ত করা হয়েছে।

    জমি অধিগ্রহণে ৮ ধারা নোটিশ জারির আগে ৭ ধারা নোটিশ জারি করে জেলা প্রশাসন। কিন্তু ৭ ধারা নোটিশের পরে স্থানীয় জমির মালিকদের সঙ্গে সরকারের সমন্বয়ের কথা থাকলেও তা করা হয়নি। জমির মালিকদের সঙ্গে শুনানি না করেই জেলা প্রশাসন ৮ ধারা জারি করেছে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ফুলবাড়ি পর্যন্ত ১৯ টি মৌজার প্রায় সাড়ে চার হাজার জমির মালিক প্রকৃত জমির মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। ক্ষতিগ্রস্থ জমির মালিকরা অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার, পুনরায় সার্ভে করে স্থাপনা ও জমির বর্তমান ন্যায্যমূল্য নির্ধারনের দাবি জানিয়ে বলেন তা নাহলে হরতাল, অবরোধ ও প্রয়োজনে আত্মহুতি দেওয়া হবে। এদিকে দুলাল মুন্দিয়া গ্রামের মামুনুর রহমান রানা অভিযোগ করেন, তার জমির মৌজা রেট ৭৭ হাজার ২১৮ টাকা কিন্তু ঝিনাইদহ জেলা প্রশাসন থেকে প্রদান করা হয়েছে মাত্র চার হাজার ২২৭ টাকা। বাবুল আক্তার জানান, তার কালীগঞ্জ মৌজায় তিন দাগে বানিজ্যিক জমি অধিগ্রহন করা হয়েছে। কিন্তু ডাঙ্গা হিসেবে মুল্য প্রদান করা হচ্ছে। বুজরুক মুন্দিয়া গ্রামের মসিউর রহমান জানান, খতিয়াতে তার জমির শ্রেওনী ডাঙ্গা কিন্তু দাম দিচ্ছে ডোবা হিসেবে।

    সংবাদ সম্মেলনে জমির মালিকরা অভিযোগ করেন ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কারসাজিতে কালীগঞ্জের জমির মালিকরা আজ পথে বসেছেন। তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সংবাদ সম্মেলনে প্রমান তুলে ধরেন পাশাপাশি জমি একজন জন পাচ্ছেন ৯ কোটি কিন্তু প্রভাব না থাকায় একই শ্রেনীর জমির মালিক পাচ্ছেন মাত্র ৬০ লাখ টাকা। সাবেক এমপি আনারের জমির টাকা পাচ্ছে চার গুন বেশি, কিন্তু পাশে থাকা একই শ্রেনীর জমির মালিক পাচ্ছেন কম টাকা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • ঠাকুরগাঁওয়ে ৭০টি অ-বৈধ জাল পু-ড়িয়ে দিলো প্রশাসন

    ঠাকুরগাঁওয়ে ৭০টি অ-বৈধ জাল পু-ড়িয়ে দিলো প্রশাসন

    মো:মনসুর আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁওয়ের বুড়িরবাঁধ এলাকায় প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

    শনিবার (২৩ আগস্ট) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত বুড়িরবাঁধ এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় নদী থেকে অবৈধ চায়না রিং জাল জব্দ করার পাশাপাশি নদীর আশে পাশের বিভিন্ন স্থান থেকেও এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।

    অভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান প্রমুখ।

    উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি জাল জব্দ করা হয়। আগেই টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।

  • নলছিটিতে ৫ বছরের সা-জাপ্রাপ্ত প-লাতক আ-সামি গ্রে-ফতার

    নলছিটিতে ৫ বছরের সা-জাপ্রাপ্ত প-লাতক আ-সামি গ্রে-ফতার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ৫(পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুম কারিকরকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ আগস্ট শুক্রবার রাতে ঝালকাঠি শহরের কলেজগেট এলাকায় মাসুমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার মাসুম নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান কারিকরের ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার একটি (জি আর) মামলায় মাসুম ৫(পাঁচ )বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

    নলছিটি থানার ওসি মোঃ. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামি মাসুমকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

  • জামায়াতে ইসলামীর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

    জামায়াতে ইসলামীর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ডের উদ্যোগে কালিয়াজুরি পিটিআই স্কুল প্রাঙ্গণে আজ সকাল ৯টায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।

    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মুহিবুর রহমান এবং পরিচালনায় ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী নজির আহমেদ।

    ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস চেকআপ, ব্লাড গ্রুপিংসহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া চোখের ছানি পড়লে বিনামূল্যে অপারেশন, চশমা ও ঔষধ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

    এই মেডিক্যাল ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিল জাতীয় অন্ধকল্যাণ সমিতি, মর্ডান হসপিটাল ও এন.ডি.এফ ফোরাম কুমিল্লা।

  • মহাসড়কের পাশ থেকে অ-জ্ঞাত নারীর ম-রদেহ উদ্ধার 

    মহাসড়কের পাশ থেকে অ-জ্ঞাত নারীর ম-রদেহ উদ্ধার 

    অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের আর আর স্পিনিং এন্ড কটোনের সামনে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

    শনিবার (২৩ আগস্ট) ভোরে (ঢাকা-বগুড়া) মহাসড়কের কালিকাপুর আর আর স্পিনিং এন্ড কটন মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানায়, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ঐ নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানায় স্থানীয়রা।

    এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে। 

    তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে।#