Author: desk

  • গোপালগঞ্জে বিএনপি নেতা ডা. কে এম বাবরের স্ত্রীর সংবাদ স-ম্মেলন

    গোপালগঞ্জে বিএনপি নেতা ডা. কে এম বাবরের স্ত্রীর সংবাদ স-ম্মেলন

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. কে এম বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ডা. রাবেয়া বেগম।

    আজ শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ বড়বাজার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

    ডা. রাবেয়া বেগম তার লিখিত বক্তব্যে বলেন, “গত ২২ আগস্ট রাত ২টার দিকে আমার বাসায় যৌথবাহিনী আসে এবং পরে বিভিন্ন রুমে তল্লাশি করে। তল্লাশির সময় তারা আমার শাশুড়ির রুমের বাথরুমের কমোডের ফ্লাশের পানির মধ্য থেকে একটি দেশীয় পাইপ গান উদ্ধার করে।

    এ সময় যৌথবাহিনীর বিভিন্ন প্রশ্নের জবাবে আমি তাদের জানাই, আমি পেশায় একজন ডাক্তার। সকালবেলা বাসা থেকে বের হই, রাতে বাসায় ফিরি। আমার স্বামী গোপালগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি ধারণা করি—আমার স্বামীকে হেয় প্রতিপন্ন করতে বা ফাঁসাতে প্রতিপক্ষ কে বা কারা ষড়যন্ত্রমূলকভাবে এমনটি করেছে। তাই আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ঘটরার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাই।”

    সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট এম এ আলম সেলিম, সদস্য এস এম তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক দারা, সহ-সভাপতি আব্দুল আলীম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গতঃ গত ২২ আগস্ট রাতে বিএনপি নেতা ডা. কে এম বাবরের বাসায় যৌথবাহিনী অভিযান চািয়ে বাসার বিভিন্ন রুম তল্লাশি করে এবং একপর্যায়ে তার মায়ের বাথরুমের কমোডের ফ্লাশের পানির মধ্য থেকে একটি দেশীয় পাইপ গান উদ্ধার করে। সে সময় বিএনপি নেতা ডা. কে এম বাবর বাসায় উপস্থিত ছিলেন না।

  • আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন প-রিচয় নেই –এস এম জিলানী

    আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন প-রিচয় নেই –এস এম জিলানী

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি।।

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি স্বাধীনতা যুদ্ধের মধ্যদিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি ভূখন্ড পেয়েছি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়ী-সমতুলীসহ অনেক জাতি ধর্মের মানুষ বসবাস করে। এ সকল মানুষদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে একটি বিষয় সংযোজন করে ছিলেন, সেটি হলো-আমরা সকলেই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই।
    আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে গণ্য করিনা। আমার জীবনে আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি সেবার ব্রত নিয়ে, সেবার মনমানসিকতা নিয়ে সারাদেশে মানুষের কল্যানে কাজ করছি। আমি আপনাদের ছেলে, সুখে-দুখে সকল সময়ে আপনাদের পাশে থাকতে চাই।

    শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।

    আলোচনা সভা শেষে এস এম জিলানী শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রম ঘুরে দেখেন ও ভক্তদের সাথে বসে প্রসাদ গ্রহণ করেন।

  • নতুন জাতীয় সংগঠন “‘তৃণমুল জনতা পরিষদ” এর আ-ত্মপ্রকাশ

    নতুন জাতীয় সংগঠন “‘তৃণমুল জনতা পরিষদ” এর আ-ত্মপ্রকাশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    আত্মপ্রকাশ করেছে নতুন নতুন জাতীয় সংগঠন  তৃণমুল জনতা পরিষদ। ঐক্যবদ্ধ প্লাটফর্ম-আলোকিত সমাজ 

    স্লোগান নিয়ে শনিবার (২৩ আগস্ট ২৫ইং) সকাল ১১রায়  গাজীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্ট হলিডে ক্যাফে  সংবাদ সম্মেলনের মাধ্যমে  আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। আলেম-উলামা, সাংবাদিক,  প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ সংগঠন  গঠিত হয়েছে বলে জানা গেছে।

    নতুন এই সংগঠনের আংশিক নেতৃত্ব আত্মপ্রকাশ করা হয়েছে  তারা হলেন তৃণমূল জনতা পরিষদের-প্রধান উপদেষ্টা পদে বাংলাদেশ তৃর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি মীর সিরাজুল ইসলাম, আহবায়ক মাওলানা মিজানুর রহমান ভূগী, সদস্য সচিব মাইন উদ্দিন উজ্জ্বল।  তৃর্ণমুল জনতা উলামা পরিষদে মাওলানা নেয়ামত উল্লাহ খান ফেনী,মাওলানা রিদওয়ান আকন্দ জামালী,মুফতি আবু নাঈম কাসেমী কে উপদেষ্টা করে।  আহবায়ক মুফতি হযরত মাওলানা আবু হানিফা সিকদার,সিনিয়র  যুগ্ম আহবায়ক মুফতি আমিনুল ইসলাম আমিন,যুগ্ম  আহবায়ক মুফতি শফি উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক হাফিজ আলিম উদ্দিন,  সদস্য সচিব মুফতি হযরত মাওলানা শাহাদাত হোসেন,যুগ্ম সদস্য সচিব, হাফিজ মাওলানা হাবিবুর রহমান  পরবর্তীতে নির্বাচিত উক্ত নেতারা পরামর্শ করে  কমিটির অন্যান্য পদে সদস্য বৃদ্ধি করে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে নিয়ে কাজ করবেন। 

    এর আগে এক সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান ভূগী  জানান, তৃণমুল থেকে শুরু করে সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।

    গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন হলিডে রেস্টুরেন্ট এন্ড ক্যাফে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।

    হাফেজ মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানেের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মাওলানা আবু হানিফা সিকদার।শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান ভূগী। এসময় উপস্থিত ছিলেন মুফতি শাহাদাত হোসেন ,মুফতি শফি উদ্দিন সিকদার,মুফতি মাহদী বিন রফিক,হাফেজ মোঃ মাহমুদুল হাসান,ইসহাক হোসেন উমামা,হাফেজ কারী মোঃ আলিম উদ্দিন, হযরত মাওলানা নেয়ামত উল্লাহ খান, মুফতি আবু নাঈ কাসেমী, হযরত মাওলানা রিদওয়ান আকন্দ জামালী,মুফতি হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

  • জামায়াতে ইসলামীর বি-নামূল্যে মেডিক্যাল ক্যাম্প উ-দ্বোধন

    জামায়াতে ইসলামীর বি-নামূল্যে মেডিক্যাল ক্যাম্প উ-দ্বোধন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ডের উদ্যোগে কালিয়াজুরি পিটিআই স্কুল প্রাঙ্গণে আজ সকাল ৯টায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।

    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মুহিবুর রহমান এবং পরিচালনায় ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী নজির আহমেদ।

    ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস চেকআপ, ব্লাড গ্রুপিংসহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া চোখের ছানি পড়লে বিনামূল্যে অপারেশন, চশমা ও ঔষধ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

    এই মেডিক্যাল ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিল জাতীয় অন্ধকল্যাণ সমিতি, মর্ডান হসপিটাল ও এন.ডি.এফ ফোরাম কুমিল্লা।

  • লন্ডনের মাটিতে আরাফাত রহমান কোকো ক্রিকেট  টুর্নামেন্টএ কুমিল্লা বি-ভাগ চ্যাম্পিয়ন

    লন্ডনের মাটিতে আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টএ কুমিল্লা বি-ভাগ চ্যাম্পিয়ন

    লন্ডন সূত্রে তরিকুল ইসলাম তরুন,
    ইংল্যান্ডের লন্ডনে জাতীয়তাবাদী দলের উদ্যাগে আয়োজন করা হয় বিভাগীয় এবং প্রস্তাবিত বিভাগ নিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট।আর এই টুর্নামেন্ট এ ৮ টি বিভাগ অংশগ্রহণ করেন। কুমিল্লা ,চট্টগ্রাম , ঢাকা , সিলেট , রাজশাহী , ফরিদপুর , ময়মনসিং এবং খুলনা। নক আউট এই টূর্নামেন্টে প্রথম রাউন্ড এ কুমিল্লা বিভাগ সিলেট কে , সেমি ফাইনাল এ চট্টগ্রাম কে এবং ফাইনাল এ, ময়মনসিংহ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এই প্রথম বারের মতো কুমিল্লা । এই টুর্নামেন্ট এ দেশের জাতীয় দলের খেলোয়াড় সহ ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের ছিল মিলন মেলা। উল্লেখ্য খেলোয়াড়দের মধ্যে অংশ নেন জাতীয় দলের খেলোয়াড় মোঃসাব্বির রহমান , জহুরুল ইসলাম অমি , মোহাম্মদ আশরাফুল , এনামুল হক জুনিয়র , মোসাদ্দেক হোসাইন , আবু হায়দার রনি , আবু জায়েদ রাহি , মোহাম্মদ সাদমান , নাঈম ইসলাম সহ আরো অনেকে।

    কুমিল্লা দলের হয়ে খেলেন জাতীয় দলের খেলোয়াড় মোঃ সাব্বির রহমান , জহুরুল ইসলাম অমি , আবু জায়েদ রাহি , ইংল্যান্ড কাউন্টি খেলোয়াড় আরাফাত ভূইয়াঁ এবং পর্তুগাল ন্যাশনাল দলের খেলোয়াড় সিরাজুল খাদেম নিপু।

    ফাইনাল ম্যাচ এ কুমিল্লা টস এ হেরে প্রথমে ব্যাটিং করেন। কুমিল্লা দলের ক্যাপ্টেন কুমিল্লার কৃতি সন্তান, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৫ নং ওয়ার্ডের পুরাতন চৌধুরীপাড়া উত্তর গাংচরের বাসিন্দা মাথা :মিসেস জহুরা বেগম ও পিতা : কুমিল্লা সিডি হাসপাতালের সাবেক কর্মকর্তা যিনি ৩৬ বছর যাবত সুনামের সাথে কর্মরত আছেন মো. হাসান, তার দ্বতীয় পুত্র মোঃ আমিনুল ইসলাম সিহান। সিহানের দুর্দান্ত ৮০ রানের ঝড়োয়া ইনিংস এ ১৮ ওভার এর খেলায় ১৫৩ রানের টার্গেট দেন। জবাবে কুমিল্লা দলের বোলিং এর সামনে ময়মনসিংহের দল ১২১ রান এ অল আউট হয়ে যায়। সিরাজুল খাদেম নিপু এবং মুনিরুল ইসলাম এর স্পিন বলের কাছে হার মানতে হয় ময়মনসিংহের।

    আরাফাত রহমান কোকো টুর্নামেন্টটি , জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে এবং আরাফাত রহমান ট্রাস্ট কর্তৃক আয়োজন করা হয়। আগামী মাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে যেখানে উপস্থিত থাকবেন তারেক রহমান, নিজ হাতে কুমিল্লা বিভাগ দলের ক্যাপ্টেন এবং ম্যানেজার জুয়েল আহমেদ কে ট্রফি বিতরণ করবেন বিশস্ত সূত্রে জানা গেছে।

  • বরিশালে আলোচিত লিটু সিকদার হ-ত্যা মাম-লার আ-সামি মিলন গাজী গ্রে-ফতার

    বরিশালে আলোচিত লিটু সিকদার হ-ত্যা মাম-লার আ-সামি মিলন গাজী গ্রে-ফতার

    বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশালের আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজী (৩২) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।

    শুক্রবার (২৩ আগস্ট) ডিএমপি ঢাকার উত্তরখান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।
    গ্রেফতারকৃত মিলন গাজী বরিশালের এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী গ্রামের মৃত আয়নাল গাজীর ছেলে।
    উল্লেখ্য, গত ৩১ জুলাই (২০২৫) পূর্ববিরোধের জেরে মোঃ লিটন সিকদার লিটুকে প্রকাশ্য দিবালোকে অসংখ্য সাক্ষীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় মিলন গাজীকে ২ নম্বর আসামি করা হয়।
    এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার জানান, “ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
    ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং নিহত লিটু সিকদারের পরিবার দ্রুত বিচার দাবি করে আসছে।

  • রাজনীতি হলো দেয়ার জন্য পা-ওয়ার জন্য নয়- আহম্মদ সোহেল মনজুর সুমন

    রাজনীতি হলো দেয়ার জন্য পা-ওয়ার জন্য নয়- আহম্মদ সোহেল মনজুর সুমন

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    আমাদের কোন কিছু পাওয়ার নাই। আলহামদুলিল্লাহ এই দল করে আমাদের কোন কিছু পাওয়া লাগবে না। আমরা আপনাদের দোয়ায় শূপ্রতিষ্ঠিত আমরা বিভিন্ন ব্যাবসার সাথে জড়িত একটা স্বনামধন্য প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করছে সুতারং এখান থেকে আমাদের পাওয়ার কিছু নাই। আমার বাবা বলতেন রাজনীতি হলো দেয়ার জন্য পাওয়ার জন্য নয়। এখানে অতীতে যারা দায়িত্বে ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব ছিলেন। সে এখানে কোন উন্নয়ন করতে পারেনায়। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য বারবার মার্কা পরিবর্তন করেছেন। যে লোক আদর্শ ধরে রাখতে পারেনায় ক্ষমতার যাওয়ার জন্য রাজনীতি করেছে সে আপনাদের কি দিবে বলেন। তিনি চারবার মন্ত্রী ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন যে কারণে মহারাজের সৃষ্টি হয়েছে। আর মহারাজ কি করেছেন ভান্ডারিয়া কাউখালী স্বরূপকাঠি থেকে যত রকম উন্নয়ন প্রকল্প ছিলো সেখান থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে।

    আসন্ন জাতীর সাংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর ঢাকাস্থ নেছারাবাদ উপজেলার সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    গতকাল ২২ আগস্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় KIB Complex, Level-4, খামারবাড়ী, ফার্মগেট এর অডিটোরিয়ামে স্বরূপকাঠি পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ কাজি কামাল এর সভাপতিত্বে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ঢাকাস্থ নেছারাবাদে সম্মানিত ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ,নেছারাবাদ উপজেলার ইউনিয়ন বিএনপি,ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দর বক্তব্য রাখেন।

    এ সময় প্রধান অতিথি আরো বলেন, সবার আগে দল, দলের সিদ্ধান্তই আসল। এখানে আমার মতো অনেক যোগ্য নেতা থাকবে তারাও নির্বাচন করার মতো ক্ষমতা রাখে। ২০১৮ সালে তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছিলো। এজন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ, যে দল আমাকে মূল্যায়ন করেছিলো। আবার জোটের কারনে আমাকে তারেক রহমান সাহেব মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিলো আমি করেছি সুতারং দলের সিদ্ধান্ত চুড়ান্ত। আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকেই প্রার্থী দেয়া হোক, আমি আহম্মদ সোহেল মনজুর সুমন এবং আমার পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ভান্ডারিয়া থেকে সর্বোচ্চ ভোট প্রদান করতে।নেছারাবাদ থেকে আপনারাও সর্বোচ্চ ভোট প্রদান করবেন। তবে আমাদের একটাই দাবি এই আসন থেকে ধানের শীষের প্রার্থী চাই অন্য কোন জোটের প্রার্থী আমরা চাই না।

    আনোয়ার হোসেন ।।

  • লালমনিরহাটে ফে-ন্সিডিলসহ নারী মা-দক কা-রবারি গ্রে-ফতার

    লালমনিরহাটে ফে-ন্সিডিলসহ নারী মা-দক কা-রবারি গ্রে-ফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের হাতীবান্ধায় বিশেষ অভিযান ৪৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল’সহ ০২ জন নারী মাদক কারবারি গ্রেফতার করেন পুলিশ।
    জেলার পুলিশ সুপার তরিকুল ইসলামের, সার্বিক দিক নির্দেশনায় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদ নবীর,নেতৃত্ব থানাধীন ১০নং ভেলাগুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভেলাগুড়ি মৌজাস্থ জনৈক মানিক মেম্বার এর বাড়ির সামনে পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ৪৯বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ বন্যা আক্তার মিম (২০), ও শুখু মনি (২২)-কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদ নবীর, জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাতীবান্ধা থানাধীন ১০নং ভেলাগুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে ৪৯বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • খাগড়াছড়িতে ‘এ জে একাডেমী’র শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভি-ভাবক সমাবেশ

    খাগড়াছড়িতে ‘এ জে একাডেমী’র শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভি-ভাবক সমাবেশ

    মিঠুন সাহা, বিশেষ প্রতিনিধি।

    খাগড়াছড়ি সদরস্থ তালুকদার পাড়া অবস্থিত সুনামধন্য ‘এজে একাডেমীর’ এসএসসির পরীক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার(২৩ আগস্ট) সকালে একাডেমী’র কক্ষে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক রহিম হৃদয় ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক এলপন চাকমা।

    অতিথিরা অভিভাবক সমাবেশে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র ছাত্রীদের পড়া লেখার কৌশলগত দিক নিয়ে বক্তব্য রাখেন।

    একাডেমীর পরিচালক ও শিক্ষক নাসির আহম্মদ স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শিক্ষার কাঙ্ক্ষিত
    লক্ষ্যে পৌঁছতে শিক্ষক অভিভাবকদের নিয়মিত কন্ট্রিবিউশন,তাদের সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা, একাডেমীতে পাটানো সহ সার্বিক সহযোগিতা কামনা করেন।

    এতে আরো উপস্থিত ছিলেন,শিক্ষক আনোয়ার হোসেন রাকিব, আব্দুল মমিন,আব্দুল গণি,জসিম উদ্দিন প্রমুখ।
    পরে আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ৩৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • সৈ-রাচারমুক্ত সুবিদাবাদ বি-রোধী এক্সপ্রেসের অ-বৈধ অ-পপ্রচারে অ-তিষ্ঠ জনগণ-প্র-শাসনের হ-স্তক্ষেপ কা-মনা

    সৈ-রাচারমুক্ত সুবিদাবাদ বি-রোধী এক্সপ্রেসের অ-বৈধ অ-পপ্রচারে অ-তিষ্ঠ জনগণ-প্র-শাসনের হ-স্তক্ষেপ কা-মনা

    হেলাল শেখঃসৈরাচারমুক্ত সুবিদাবাদ বিরোধী এক্সপ্রেসের অপপ্রচার ও শীর্ষ সন্ত্রাসী সায়েব আলী জলিলের অত্যাচারে রাজনৈতিক নেতাকর্মী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৈষম্যবিরোধী আন্দোলনে (২০২৪ ইং) ৫ আগষ্ট ছাত্র-জনতার উপর গুলি করে মানুষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে নিজে এসব মামলা থেকে কৌশলে বাঁচতে উল্টো ভুয়া বাদী সেজে অনেক সাধারণ মানুষের নামে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলা করে সায়েব আলী জলিলসহ অনেকেই মামলা বাণিজ্য করছে। এসব ঘটনায় কয়েকজন আটক হলেও জলিলের লিডার রাজু আহমেদকে এখনো আটক করা হয়নি। জলিল আদালত থেকে জামিনে এসে এলাকার মানুষকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সেই সাথে ফেসবুক ফেইক আইডি এবং ঈেনৎ তৈরি করে সম্মানিত ব্যক্তিদের ভিডিও বা ছবি এডিট করে নানারকম ভাবে অবাধে অপপ্রচার চালিযে যাচ্ছে।
    জানা গেছে, ঢাকার আশুলিয়ার আওয়ামী লীগ নেতা রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদের বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী সায়েব আলী জলিল অস্ত্রসহ একাধিকবার পুলিশ ও র‍্যাব গ্রেফতার করেন তাদেরকে। কেরানীগঞ্জ কারাগারে জেলখেটে আদালত থেকে জামিনে এসে তারা সাধারণ মানুষকে নানারকম ভাবে জিম্মি করে হয়রানি করছে, এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। সায়েব আলী জলিল মিয়া ও রাজু আহমেদকে আবারও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল। এই সায়েব আলী জলিল ও রাজু সিন্ডিকেট সৈরাচারমুক্ত সুবিদাবাদ বিরোধী এক্সপ্রেস নামে ফেসবুক উেনশ আইডি পেইজ তৈরি করে সাংবাদিকসহ সম্মানিত ব্যক্তিদের ভিডিও এবং ছবি এডিট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে,এই সিন্ডিকেটের একজন সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বিরকে সাভার মডেল থানা পুলিশ গত শুক্রবার (২২ আগষ্ট ২০২৫ইং) ভোরে মানিকগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছেন। পুলিশ জানায়, বিএনপি নেতা ঢাকা-১৯ আসনের সাবেক দুইবারের এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর ছবি দিয়ে অপপ্রচার চালায় এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ ২৪ এর সাংবাদিক এবং সাভার প্রেসক্লাবের সম্মানিত সভাপতি নাজমুল হুদাকে অপহরণের চেষ্টাসহ মোটা অংকের চাঁদা দাবির মামলায় সাব্বিরকে গ্রেফতার করা হয়।
    জানা গেছে, মোঃ আঃ জলিল, পিতা: মোঃ আঃ খলিল, মাতা: মোসাঃ কুলসুম বিবি, তার বর্তমান ঠিকানাঃ চারাবাগ,ডাকঘরঃ আশুলিয়া, বাসাইদ, ৪ নং ওয়ার্ড, আশুলিয়া ঢাকা। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার পৌরসভা’র ৭নং ওয়ার্ড রঙ্গার চর দর্পগ্রামে জলিল এর গ্রামের বাড়ি। সে কখনো আওয়ামীলীগ, কখনো বিএনপি, কখনো জামায়াত, কখনো আওয়ামীলীগ নেতা রাজু আহমেদ এর বাহিনীর লিডার, এছাড়া আরো অনেক পরিচয়ে বহুরূপী এই জলিল তার অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে দীর্ঘদিন ধরে।
    সূত্র জানায়-আশুলিয়া থানার মামলা নং ১৫, তারিখ ০৮/০৯/২০২৪ইং এই মামলার ভুয়া বাদী মোঃ সায়েব আলী জলিল মামলাবাজ প্রতারণা করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এরকম ৫ আগষ্ট ছাত্র-জনতা হত্যার ঘটনাকে জিম্মি করে অনেক মামলার ভুয়া বাদী সেজে তারা সাধারণ মানুষের নাম দিয়ে মামলায় অর্থনৈতিক ক্ষয়ক্ষতিসহ হয়রানি করার একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এই সাহেব আলী জলিল ভুয়া বাদীর বিস্তারিত নিউজ দেশ টিভি’র প্রায় ৫ মিনিট ও যমুনা টিভি’র ৩৮ মিনিটের সংবাদ প্রকাশ হয়েছে। সেই সাথে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। জানা গেছে, এই সায়েব আলী জলিল এর বিরুদ্ধে অস্ত্র মামলা, ৫ আগষ্টের আন্দোলনে গুলি করা ও হত্যাচেষ্টা এবং হত্যা মামলাসহ ৫-৬টি মামলা রয়েছে। মোঃ আঃ জলিল অস্ত্র মামলায় হাজিরা দিতে গেলে ঢাকায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেন, কিছুদিন কারাগারে বন্দী থেকে গত কয়েকদিন আগে আদালত থেকে জামিনে এসেই আবারও সক্রিয়ভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করছে।
    উক্ত জলিল ৫ আগষ্টে গুলি করে সাধারণ ছাত্র-জনতাকে হত্যা কেন করেছে? আর এই ঘটনা আড়াল করতে সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে হয়রানি করছে কেন? হত্যাচেষ্টা ও হত্যা মামলা এবং অস্ত্র মামলার আসামী উক্ত জলিল একজন ভয়ংকর সন্ত্রাসী। সূত্র জানায়, সায়েব আলী জলিল ও রাজু আহমেদ বিভিন্ন অস্ত্র ব্যবসার সাথে জড়িত। অনেকেই ধারণা করছেন যে, ৫ আগষ্ট থানার অস্ত্র লুট ও অগ্নিসংযোগের সাথে এই সায়েব আলী জলিল ও রাজু জড়িত থাকতে পারে। উক্ত ব্যাপারে সঠিকভাবে তদন্ত করে দোষীদেরকে আটকের পর আইনের আওতায় আনার দাবী জানান ভুক্তভোগী পরিবারসহ ও সচেতন মহল।
    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ ও সায়েব আলী জলিলকে এর আগে আশুলিয়া থানা পুলিশ ও র‍্যাব-৪ একাধিকবার দেশি-বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। তারা আদালত থেকে জামিনে এসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছে বলে জানা গেছে, সেই সাথে ফেসবুক ও পেইজ তৈরি করে সাভার আশুলিয়ায় বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের ভিডিও এবং ছবি এডিট করে অপপ্রচার চালাচ্ছে। এই সিন্ডিকেট চক্রের সদস্য সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বিরকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। আশুলিয়া থানা পুলিশও এসব অপরাধীদেরকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছি আমরা। অপরাধী যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। ##