Author: desk

  • ময়মনসিংহে হেয-বুত তওহীদের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত*

    ময়মনসিংহে হেয-বুত তওহীদের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত*

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই নারী সমাবেশের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা নারীদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একদিকে ধর্মের নামে নারীদেরকে বাক্সবন্দী করা হয়েছে, অন্যদিকে পাশ্চাত্য জীবনদর্শন নারীদেরকে ভোগ্যপণ্য বানিয়েছে। তারা বলেন, সত্যিকার অর্থে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা যেখানে নারীদের অধিকার ও সম্মান – দুটিই সুরক্ষিত থাকবে।

    বক্তারা বলেন, চৌদ্দশ বছর আগে রাসুলুল্লাহ (স.) এমনই একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে পর্দার নামে কোনো নিপীড়নমূলক ব্যবস্থা নারীদের উপর চাপিয়ে দেয়া হয় নি। বরং কোরআনে যতটুকু পর্দা ফরজ করা হয়েছে ততটুকু পালন করেই নারীরা সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। পরবর্তীতে দীনের অতিবিশ্লেষণ করে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী নারীদের উপর পর্দার নামে জবরদস্তিমূলক ব্যবস্থা চাপিয়ে দেয়, ইসলামের প্রকৃত শিক্ষার সাথে যার কোনো সম্পর্ক নেই।

    বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে যদি ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠিত হয়, তাহলে নারীরা ইসলামের প্রাথমিক যুগের মতো স্বাধীনতা, সম্মান ও অধিকার চর্চা করতে পারবেন। এসময় ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়নে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বলেন, একমাত্র প্রকৃত ইসলামের আদর্শ ও তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া নারীদের মুক্তি ও নিরাপত্তা অসম্ভব। তাই তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    সংগঠনের ময়মনসিংহ জেলা নারী বিষয়ক সম্পাদক কাজল আক্তারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, সংগঠনটির ময়মসসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা নারী বিষয়ক সম্পাদক সাকি আক্তার কলি।

  • বোদায় প-তিতাব্যবসায়ী আ-টক, মা-মলা নিতে গ-ড়িমসি

    বোদায় প-তিতাব্যবসায়ী আ-টক, মা-মলা নিতে গ-ড়িমসি

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:

    পঞ্চগড়ের বোদা উপজেলায় দীর্ঘদিন ধরে চলা পতিতাব্যবসার বিরুদ্ধে অবশেষে সরব হয়েছেন স্থানীয়রা। উপজেলার ডকসাপাড়া গ্রামে শনিবার (২২ আগস্ট) রাতে জনতার হাতে এক নারীসহ আটক হয়েছেন কুখ্যাত ওসমান আলী ওরফে চান্দু মিয়া। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সহযোগিতায় তাদের থানায় সোপর্দ করা হলেও মামলা নেওয়া নিয়ে টালবাহানা করছে পুলিশ বলে অভিযোগ উঠেছে।

    স্থানীয়রা জানান, বোদার বামুনেরহাট এলাকার প্রভাবশালী ব্যক্তি কালামের ছত্রছায়ায় চান্দু মিয়া দীর্ঘদিন ধরে পতিতাব্যবসা চালিয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে নারী এনে এ ব্যবসা পরিচালনা করতেন তিনি। 

    স্থানীয়দের উদ্যোগে শনিবার রাত ৯টার দিকে চান্দু মিয়া ও এক নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে জানানো হয়। রাতেই তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    গ্রাম পুলিশ সদস্য সামিউল ইসলাম বলেন, “স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করে। পরে রবিবার সকাল ১০টার দিকে আমরা তাদের থানায় হস্তান্তর করি।”

    ইউপি সদস্য রিনা পারভীন বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা দু’জনকে আটকে রেখেছে। মেয়েটি নিজেই স্বীকার করেছে যে এটিই তার পেশা। তাদের পরিবারের লোকজনকে ডাকা হলেও কেউ আসেনি। তাই সকালে থানার হেফাজতে দেওয়া হয়।”

    ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, থানায় নেওয়ার পরও মামলার বিষয়ে পুলিশ গড়িমসি করছে। স্থানীয়দের দাবি, থানার ওসি মামলা না নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন।

    এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজীম উদ্দিন বলেন, “অবৈধ কাজ করলে তা মানুষের ঘরের ভেতর থেকে ধরতে হয়। রাস্তায় আটক করা হলে আইনি ব্যবস্থা নেওয়া যায় না। স্বীকারোক্তি দিলেই মামলা হয় না।”

    পুলিশের এমন বক্তব্যে স্থানীয়রা হতাশা প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, হাতেনাতে ধরা পড়া সত্ত্বেও স্বীকারোক্তির ভিত্তিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তারা ন্যায়বিচারের স্বার্থে উচ্চপদস্থ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

    স্থানীয়রা বলেন, “আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম এই চক্রকে হাতেনাতে ধরার। অবশেষে গতরাতে সেটা সম্ভব হয়েছে। কিন্তু পুলিশ যদি এখন মামলা না নিয়ে তাদের ছেড়ে দেয়, তাহলে ভবিষ্যতে অপরাধীরা আরও উৎসাহিত হবে। আমরা চাই, আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

    ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক ব্যবসা চালু থাকলেও প্রশাসনের চোখে তা অদৃশ্য থেকে গেছে। এবার হাতেনাতে ধরা পড়ার পরও যদি মামলা না হয়, তাহলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।

    স্থানীয়দের দাবি, এ ধরনের অনৈতিক ব্যবসা সমাজকে ধ্বংস করছে। তরুণ সমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। তাই এ বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়া জরুরি।

  • চলনবিলে নৌকা ভ্রমণে “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপ

    চলনবিলে নৌকা ভ্রমণে “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপ

    সিরাজগঞ্জ প্রতিনিধি : পাবনা, নাটোর,সিরাজগঞ্জের ৯ টি উপজেলা নিয়ে বৃহৎ একটি বিল,যার নাম চলনবিল।যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়বিল বলে ইতিহাসে স্থান পেয়েছে।প্রতি বছরই ভরা বর্ষায় নৌকা যোগে চলনবিলে ঘুরতে ভ্রমণপিপাসু হাজার হাজার মানুষের ভীড় জমে। যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। দেশীয় মাছের অভয়ারাণ্য বলেও পরিচিত এই চলনবিল।ছুটির দিনে কার না সাধ জাগে মনোমুগ্ধকর সৌন্দর্যের ডালি চলনবিলের মুক্ত বাতাস উপভোগ করতে।বর্ষা মৌসুমে চলনবিল ভ্রমণের কয়েকটি স্পটের মধ্যে উল্লেখযোগ্য স্পট হলো- হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯/১০ নং ব্রীজ, কুন্দইল ব্রীজ,বিলসা (বালসা) বাজার কফি হাউস,দেওয়ান ঘাসি বাবার মাজার নামে খ্যাত ঐতিহাসিক তিষিখালী মাজার,সিংড়া পয়েন্ট (নৌকা ঘাট)সহ আরও অনেক দর্শনীয় স্থান।”প্রিয় সলঙ্গার গল্প”নামে সংগঠনের আয়োজনে সদস্যদের নিজস্ব অর্থায়নে শুক্রবার (২২ আগস্ট)বাদ জুমা শুরু হয় চলনবিল ভ্রমণ।”প্রিয় সলঙ্গার গল্প”র চীফ এডমিন শাহ আলমের উদ্যোগে ভ্রমণের গ্রুপ লীডার ছিলেন,সলঙ্গার জুম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী ও সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল। সলঙ্গা থেকে দলবদ্ধ হয়ে মোটর সাইকেল যোগে রওনা দিয়ে তাড়াশ ওয়াপদা বাধ হয়ে পশ্চিমে দিঘি সগুনা বাজার নৌকা ঘাটে যাই। তারপর পুর্ব নির্ধারিত ভাগা করা নৌকায় উঠে সবাই সবাই ভ্রমণ যাক্রা করি। কিছুদুর যেতেই দক্ষিনে নজরে পড়ে চলনবিলের মাঝে দাঁড়িয়ে থাকা তাড়াশ- নাদোসৈয়দপুর সাইটখাল ব্রীজ।চারদিকেই শুধু পানি আর পানি।চলনবিলের বিশাল জলরাশির মাঝে দেখা মেলে শুধুই ভ্রমণপিপাসুদের নৌকা। কেউ কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠন থেকে গ্রুপ হয়ে এসেছেন। আবার কেউবা স্বপরিবারে ঘুরতে এসেছেন।যান্ত্রিক এ যুগে পড়ন্ত বিকেলে গ্রাম বা শহর ছেড়ে একটু খোলামেলা আকাশে নির্মল বাতাস আর ধু ধু করা জলরাশির উপর বেড়াতে কার না মন চায়?বাতাসের তালে তালে ঢেউ খেলা নয়নাভিরাম জলরাশির উপর প্রকৃতির দেয়া সবুজ গালিচা বিছানো লতাগুল্ম সত্যিই যেন মনোমুগ্ধকর।ভ্রমণ পিপাসুদের প্রতিটি নৌকায় খাদ্যখানা, বক্সের ডিজে গান ও নাচে যেন ভ্রমণকারীদের মনের ক্লান্তি দুর প্রশান্তি জেগে উঠে।আমাদেরও মধ্যাহ্ন ভোজ হয় নৌকার মধ্যেই অতি আনন্দে। হাসি,আনন্দ,গল্প ও আলাপচারিতায় তিষিখালী মাজার, বিলসা,কুন্দইল ব্রীজ বেড়ানো হয়। সময়ের অভাবে সিংড়া স্পট (নৌকা ঘাট) বেড়ানো সম্ভব হয়নি।সময়ের ব্যবধানে সব কিছুই বিলীন হয়ে যাবে।কিন্ত প্রকৃতির দেয়া চলনবিলের ইতিহাস আর চোখ জুড়ানো অপরুপ দৃশ্য মনের মধ্যে জমা থাকবে।

  • গোপালগঞ্জে বিএনপি নেতা ডা. কে এম বাবরের স্ত্রীর সংবাদ স-ম্মেলন

    গোপালগঞ্জে বিএনপি নেতা ডা. কে এম বাবরের স্ত্রীর সংবাদ স-ম্মেলন

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. কে এম বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ডা. রাবেয়া বেগম।

    আজ শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ বড়বাজার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

    ডা. রাবেয়া বেগম তার লিখিত বক্তব্যে বলেন, “গত ২২ আগস্ট রাত ২টার দিকে আমার বাসায় যৌথবাহিনী আসে এবং পরে বিভিন্ন রুমে তল্লাশি করে। তল্লাশির সময় তারা আমার শাশুড়ির রুমের বাথরুমের কমোডের ফ্লাশের পানির মধ্য থেকে একটি দেশীয় পাইপ গান উদ্ধার করে।

    এ সময় যৌথবাহিনীর বিভিন্ন প্রশ্নের জবাবে আমি তাদের জানাই, আমি পেশায় একজন ডাক্তার। সকালবেলা বাসা থেকে বের হই, রাতে বাসায় ফিরি। আমার স্বামী গোপালগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি ধারণা করি—আমার স্বামীকে হেয় প্রতিপন্ন করতে বা ফাঁসাতে প্রতিপক্ষ কে বা কারা ষড়যন্ত্রমূলকভাবে এমনটি করেছে। তাই আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ঘটরার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাই।”

    সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট এম এ আলম সেলিম, সদস্য এস এম তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক দারা, সহ-সভাপতি আব্দুল আলীম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গতঃ গত ২২ আগস্ট রাতে বিএনপি নেতা ডা. কে এম বাবরের বাসায় যৌথবাহিনী অভিযান চািয়ে বাসার বিভিন্ন রুম তল্লাশি করে এবং একপর্যায়ে তার মায়ের বাথরুমের কমোডের ফ্লাশের পানির মধ্য থেকে একটি দেশীয় পাইপ গান উদ্ধার করে। সে সময় বিএনপি নেতা ডা. কে এম বাবর বাসায় উপস্থিত ছিলেন না।

  • আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন প-রিচয় নেই –এস এম জিলানী

    আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন প-রিচয় নেই –এস এম জিলানী

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি।।

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি স্বাধীনতা যুদ্ধের মধ্যদিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি ভূখন্ড পেয়েছি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়ী-সমতুলীসহ অনেক জাতি ধর্মের মানুষ বসবাস করে। এ সকল মানুষদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে একটি বিষয় সংযোজন করে ছিলেন, সেটি হলো-আমরা সকলেই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই।
    আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে গণ্য করিনা। আমার জীবনে আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি সেবার ব্রত নিয়ে, সেবার মনমানসিকতা নিয়ে সারাদেশে মানুষের কল্যানে কাজ করছি। আমি আপনাদের ছেলে, সুখে-দুখে সকল সময়ে আপনাদের পাশে থাকতে চাই।

    শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।

    আলোচনা সভা শেষে এস এম জিলানী শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রম ঘুরে দেখেন ও ভক্তদের সাথে বসে প্রসাদ গ্রহণ করেন।

  • নতুন জাতীয় সংগঠন “‘তৃণমুল জনতা পরিষদ” এর আ-ত্মপ্রকাশ

    নতুন জাতীয় সংগঠন “‘তৃণমুল জনতা পরিষদ” এর আ-ত্মপ্রকাশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    আত্মপ্রকাশ করেছে নতুন নতুন জাতীয় সংগঠন  তৃণমুল জনতা পরিষদ। ঐক্যবদ্ধ প্লাটফর্ম-আলোকিত সমাজ 

    স্লোগান নিয়ে শনিবার (২৩ আগস্ট ২৫ইং) সকাল ১১রায়  গাজীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্ট হলিডে ক্যাফে  সংবাদ সম্মেলনের মাধ্যমে  আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। আলেম-উলামা, সাংবাদিক,  প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ সংগঠন  গঠিত হয়েছে বলে জানা গেছে।

    নতুন এই সংগঠনের আংশিক নেতৃত্ব আত্মপ্রকাশ করা হয়েছে  তারা হলেন তৃণমূল জনতা পরিষদের-প্রধান উপদেষ্টা পদে বাংলাদেশ তৃর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি মীর সিরাজুল ইসলাম, আহবায়ক মাওলানা মিজানুর রহমান ভূগী, সদস্য সচিব মাইন উদ্দিন উজ্জ্বল।  তৃর্ণমুল জনতা উলামা পরিষদে মাওলানা নেয়ামত উল্লাহ খান ফেনী,মাওলানা রিদওয়ান আকন্দ জামালী,মুফতি আবু নাঈম কাসেমী কে উপদেষ্টা করে।  আহবায়ক মুফতি হযরত মাওলানা আবু হানিফা সিকদার,সিনিয়র  যুগ্ম আহবায়ক মুফতি আমিনুল ইসলাম আমিন,যুগ্ম  আহবায়ক মুফতি শফি উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক হাফিজ আলিম উদ্দিন,  সদস্য সচিব মুফতি হযরত মাওলানা শাহাদাত হোসেন,যুগ্ম সদস্য সচিব, হাফিজ মাওলানা হাবিবুর রহমান  পরবর্তীতে নির্বাচিত উক্ত নেতারা পরামর্শ করে  কমিটির অন্যান্য পদে সদস্য বৃদ্ধি করে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে নিয়ে কাজ করবেন। 

    এর আগে এক সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান ভূগী  জানান, তৃণমুল থেকে শুরু করে সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।

    গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন হলিডে রেস্টুরেন্ট এন্ড ক্যাফে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।

    হাফেজ মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানেের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মাওলানা আবু হানিফা সিকদার।শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান ভূগী। এসময় উপস্থিত ছিলেন মুফতি শাহাদাত হোসেন ,মুফতি শফি উদ্দিন সিকদার,মুফতি মাহদী বিন রফিক,হাফেজ মোঃ মাহমুদুল হাসান,ইসহাক হোসেন উমামা,হাফেজ কারী মোঃ আলিম উদ্দিন, হযরত মাওলানা নেয়ামত উল্লাহ খান, মুফতি আবু নাঈ কাসেমী, হযরত মাওলানা রিদওয়ান আকন্দ জামালী,মুফতি হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

  • জামায়াতে ইসলামীর বি-নামূল্যে মেডিক্যাল ক্যাম্প উ-দ্বোধন

    জামায়াতে ইসলামীর বি-নামূল্যে মেডিক্যাল ক্যাম্প উ-দ্বোধন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ডের উদ্যোগে কালিয়াজুরি পিটিআই স্কুল প্রাঙ্গণে আজ সকাল ৯টায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।

    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মুহিবুর রহমান এবং পরিচালনায় ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী নজির আহমেদ।

    ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস চেকআপ, ব্লাড গ্রুপিংসহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া চোখের ছানি পড়লে বিনামূল্যে অপারেশন, চশমা ও ঔষধ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

    এই মেডিক্যাল ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিল জাতীয় অন্ধকল্যাণ সমিতি, মর্ডান হসপিটাল ও এন.ডি.এফ ফোরাম কুমিল্লা।

  • লন্ডনের মাটিতে আরাফাত রহমান কোকো ক্রিকেট  টুর্নামেন্টএ কুমিল্লা বি-ভাগ চ্যাম্পিয়ন

    লন্ডনের মাটিতে আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টএ কুমিল্লা বি-ভাগ চ্যাম্পিয়ন

    লন্ডন সূত্রে তরিকুল ইসলাম তরুন,
    ইংল্যান্ডের লন্ডনে জাতীয়তাবাদী দলের উদ্যাগে আয়োজন করা হয় বিভাগীয় এবং প্রস্তাবিত বিভাগ নিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট।আর এই টুর্নামেন্ট এ ৮ টি বিভাগ অংশগ্রহণ করেন। কুমিল্লা ,চট্টগ্রাম , ঢাকা , সিলেট , রাজশাহী , ফরিদপুর , ময়মনসিং এবং খুলনা। নক আউট এই টূর্নামেন্টে প্রথম রাউন্ড এ কুমিল্লা বিভাগ সিলেট কে , সেমি ফাইনাল এ চট্টগ্রাম কে এবং ফাইনাল এ, ময়মনসিংহ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এই প্রথম বারের মতো কুমিল্লা । এই টুর্নামেন্ট এ দেশের জাতীয় দলের খেলোয়াড় সহ ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের ছিল মিলন মেলা। উল্লেখ্য খেলোয়াড়দের মধ্যে অংশ নেন জাতীয় দলের খেলোয়াড় মোঃসাব্বির রহমান , জহুরুল ইসলাম অমি , মোহাম্মদ আশরাফুল , এনামুল হক জুনিয়র , মোসাদ্দেক হোসাইন , আবু হায়দার রনি , আবু জায়েদ রাহি , মোহাম্মদ সাদমান , নাঈম ইসলাম সহ আরো অনেকে।

    কুমিল্লা দলের হয়ে খেলেন জাতীয় দলের খেলোয়াড় মোঃ সাব্বির রহমান , জহুরুল ইসলাম অমি , আবু জায়েদ রাহি , ইংল্যান্ড কাউন্টি খেলোয়াড় আরাফাত ভূইয়াঁ এবং পর্তুগাল ন্যাশনাল দলের খেলোয়াড় সিরাজুল খাদেম নিপু।

    ফাইনাল ম্যাচ এ কুমিল্লা টস এ হেরে প্রথমে ব্যাটিং করেন। কুমিল্লা দলের ক্যাপ্টেন কুমিল্লার কৃতি সন্তান, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৫ নং ওয়ার্ডের পুরাতন চৌধুরীপাড়া উত্তর গাংচরের বাসিন্দা মাথা :মিসেস জহুরা বেগম ও পিতা : কুমিল্লা সিডি হাসপাতালের সাবেক কর্মকর্তা যিনি ৩৬ বছর যাবত সুনামের সাথে কর্মরত আছেন মো. হাসান, তার দ্বতীয় পুত্র মোঃ আমিনুল ইসলাম সিহান। সিহানের দুর্দান্ত ৮০ রানের ঝড়োয়া ইনিংস এ ১৮ ওভার এর খেলায় ১৫৩ রানের টার্গেট দেন। জবাবে কুমিল্লা দলের বোলিং এর সামনে ময়মনসিংহের দল ১২১ রান এ অল আউট হয়ে যায়। সিরাজুল খাদেম নিপু এবং মুনিরুল ইসলাম এর স্পিন বলের কাছে হার মানতে হয় ময়মনসিংহের।

    আরাফাত রহমান কোকো টুর্নামেন্টটি , জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে এবং আরাফাত রহমান ট্রাস্ট কর্তৃক আয়োজন করা হয়। আগামী মাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে যেখানে উপস্থিত থাকবেন তারেক রহমান, নিজ হাতে কুমিল্লা বিভাগ দলের ক্যাপ্টেন এবং ম্যানেজার জুয়েল আহমেদ কে ট্রফি বিতরণ করবেন বিশস্ত সূত্রে জানা গেছে।

  • বরিশালে আলোচিত লিটু সিকদার হ-ত্যা মাম-লার আ-সামি মিলন গাজী গ্রে-ফতার

    বরিশালে আলোচিত লিটু সিকদার হ-ত্যা মাম-লার আ-সামি মিলন গাজী গ্রে-ফতার

    বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশালের আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজী (৩২) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।

    শুক্রবার (২৩ আগস্ট) ডিএমপি ঢাকার উত্তরখান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।
    গ্রেফতারকৃত মিলন গাজী বরিশালের এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী গ্রামের মৃত আয়নাল গাজীর ছেলে।
    উল্লেখ্য, গত ৩১ জুলাই (২০২৫) পূর্ববিরোধের জেরে মোঃ লিটন সিকদার লিটুকে প্রকাশ্য দিবালোকে অসংখ্য সাক্ষীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় মিলন গাজীকে ২ নম্বর আসামি করা হয়।
    এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার জানান, “ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
    ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং নিহত লিটু সিকদারের পরিবার দ্রুত বিচার দাবি করে আসছে।

  • রাজনীতি হলো দেয়ার জন্য পা-ওয়ার জন্য নয়- আহম্মদ সোহেল মনজুর সুমন

    রাজনীতি হলো দেয়ার জন্য পা-ওয়ার জন্য নয়- আহম্মদ সোহেল মনজুর সুমন

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    আমাদের কোন কিছু পাওয়ার নাই। আলহামদুলিল্লাহ এই দল করে আমাদের কোন কিছু পাওয়া লাগবে না। আমরা আপনাদের দোয়ায় শূপ্রতিষ্ঠিত আমরা বিভিন্ন ব্যাবসার সাথে জড়িত একটা স্বনামধন্য প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করছে সুতারং এখান থেকে আমাদের পাওয়ার কিছু নাই। আমার বাবা বলতেন রাজনীতি হলো দেয়ার জন্য পাওয়ার জন্য নয়। এখানে অতীতে যারা দায়িত্বে ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব ছিলেন। সে এখানে কোন উন্নয়ন করতে পারেনায়। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য বারবার মার্কা পরিবর্তন করেছেন। যে লোক আদর্শ ধরে রাখতে পারেনায় ক্ষমতার যাওয়ার জন্য রাজনীতি করেছে সে আপনাদের কি দিবে বলেন। তিনি চারবার মন্ত্রী ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন যে কারণে মহারাজের সৃষ্টি হয়েছে। আর মহারাজ কি করেছেন ভান্ডারিয়া কাউখালী স্বরূপকাঠি থেকে যত রকম উন্নয়ন প্রকল্প ছিলো সেখান থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে।

    আসন্ন জাতীর সাংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর ঢাকাস্থ নেছারাবাদ উপজেলার সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    গতকাল ২২ আগস্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় KIB Complex, Level-4, খামারবাড়ী, ফার্মগেট এর অডিটোরিয়ামে স্বরূপকাঠি পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ কাজি কামাল এর সভাপতিত্বে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ঢাকাস্থ নেছারাবাদে সম্মানিত ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ,নেছারাবাদ উপজেলার ইউনিয়ন বিএনপি,ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দর বক্তব্য রাখেন।

    এ সময় প্রধান অতিথি আরো বলেন, সবার আগে দল, দলের সিদ্ধান্তই আসল। এখানে আমার মতো অনেক যোগ্য নেতা থাকবে তারাও নির্বাচন করার মতো ক্ষমতা রাখে। ২০১৮ সালে তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছিলো। এজন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ, যে দল আমাকে মূল্যায়ন করেছিলো। আবার জোটের কারনে আমাকে তারেক রহমান সাহেব মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিলো আমি করেছি সুতারং দলের সিদ্ধান্ত চুড়ান্ত। আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকেই প্রার্থী দেয়া হোক, আমি আহম্মদ সোহেল মনজুর সুমন এবং আমার পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ভান্ডারিয়া থেকে সর্বোচ্চ ভোট প্রদান করতে।নেছারাবাদ থেকে আপনারাও সর্বোচ্চ ভোট প্রদান করবেন। তবে আমাদের একটাই দাবি এই আসন থেকে ধানের শীষের প্রার্থী চাই অন্য কোন জোটের প্রার্থী আমরা চাই না।

    আনোয়ার হোসেন ।।