Author: desk

  • আনসার কোম্পানিতে নতুন প্রাণের সঞ্চার : প্রশি-ক্ষণ ও সং-স্কারে দেশসেবার অ-ঙ্গীকার

    আনসার কোম্পানিতে নতুন প্রাণের সঞ্চার : প্রশি-ক্ষণ ও সং-স্কারে দেশসেবার অ-ঙ্গীকার

    ।।এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।

    দেশব্যাপী উপজেলা ও থানা আনসার কোম্পানিগুলোকে ঢেলে সাজাতে এবং এর সদস্যদের সক্ষমতা বাড়াতে একটি নতুন মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ঢাকার ধানমন্ডির বিসিএসআইআর স্কুল এন্ড কলেজে ঢাকা মেট্রোপলিটন আনসার-দক্ষিণ জোন আয়োজিত ২৭ আগষ্ট বুধবার এই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তারুণ্য, দেশসেবা, সক্ষমতা, নৈতিকতা এবং শৃঙ্খলার এক নতুন সমন্বয় ঘটিয়ে বাহিনীকে একটি জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্মে উন্নীত করা, যেখানে তারা অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণপ্রতিরক্ষা ও জাতীয় প্রয়োজনে কাজ করতে সক্ষম হবে। বাহিনীর মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, উপজেলা ও থানা আনসার কোম্পানি একসময় সামাজিক অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সাধারণ আনসার সদস্যদের যথাযথ প্রশিক্ষণ সম্পৃক্ততা ও ধারাবাহিকতার অভাবে দীর্ঘদিন এর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। চলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরণের মাধ্যমে এই প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি নতুন রূপ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি আনসার সদস্য যদি এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব সম্পর্কে অবগত হন, তবে তারা বাংলাদেশ আনসার ও ভিডিপি’র যোগ্য দেশপ্রেমিক প্রতিনিধি হয়ে উঠবে। আনসার বাহিনী প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে অধিকতর তারুণ্য নির্ভর, নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন এবং রাষ্ট্রীয় নিয়ম-কানুনে শ্রদ্ধাশীল সদস্যদের নিয়ে উপজেলা আনসার কোম্পানি গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। এই লক্ষ্য পূরণের জন্য শারীরিকভাবে সক্ষম ও উত্তম চরিত্রের অধিকারী সদস্যদের এই প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে। এই প্রশিক্ষণে আধুনিক নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বিষয়ক ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাহিনীর সক্ষমতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।
    সংস্কারকৃত আনসার সদস্যরা এখন থেকে রাষ্ট্রের নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং পূজা ও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সরাসরি ভূমিকা পালন করবে। তাদের দায়িত্বপরিধি সুনির্দিষ্ট করা, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বাহিনীর বৃহত্তর সংস্কারমূলক কর্মপরিকল্পনার সাথে সমন্বিত করতে এই প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে যোগ্য সদস্যরা উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং বিভিন্ন প্রকল্পভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবেন। একইসাথে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক তাদের আর্থিক সহযোগিতা প্রদান করবে। এই ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রমটি ধাপে ধাপে সম্পন্ন করা হবে। ২৬ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ ৮ ধাপে সারাদেশে অনুষ্ঠিত হয়ে ১০ জানুয়ারি ২০২৬ তারিখে সমাপ্ত হবে। প্রতিটি ধাপ ১৪ দিনব্যাপী এবং এতে ধাপে ধাপে সারাদেশের মোট ৫২,১৮৩ জন সদস্য অংশ নেবেন

  • ঐতিহাসিক পাকুড়িয়া গণহ-ত্যা দিবস উদযাপন

    ঐতিহাসিক পাকুড়িয়া গণহ-ত্যা দিবস উদযাপন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দায় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উদযাপন করা হয়েছে ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস।
    জানা গেছে,গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় চত্বরে শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি, পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় এবং এলাকাবাসির যৌথ উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী নানা কর্মসূচি।এসব
    কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গণকবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
    এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন। শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুজাহিদ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে ও একেএম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ম-সম্পাদক বেলাল হোসেন খান ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল ও সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ।
    বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৮ আগস্ট ছিল পাকুড়িয়াবাসির জন্য এক বিভীষিকাময় দিন। সেদিন সকালে পাক হানাদার বাহিনী পাকুড়িয়া ও পাশ্ববর্তী বিল উথরাইল গ্রামের নিরীহ গ্রামবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে আসে। এরপর তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে নির্মমভাবে হত্যা করা হয়। এই বর্বর হত্যাকাণ্ডে শহীদ হন ১২৮ জন নিরীহ মানুষ, যাদের অধিকাংশই ছিলেন কৃষক ও শ্রমজীবী। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ১৭ জন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং শহীদ পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#

  • প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হা-মলার ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নি-ন্দা

    প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হা-মলার ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নি-ন্দা

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    রাজধানীর ঢাকায় গতকাল বুধবার (২৭ আগস্ট) তিন দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বার্তায় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়। পুলিশের হামলার ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গভীর দুঃখ প্রকাশ করেছেন।

    বার্তায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণে সরকারের প্রতি অনুরোধ জানান অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। সেই সঙ্গে ওই ঘটনায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিও জানান তিনি।

  • রাকসু নির্বাচনের তারিখ পেছা-লো ও ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর

    রাকসু নির্বাচনের তারিখ পেছা-লো ও ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর

    হেলাল শেখঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-(রাকসু) নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

    ২৭ আগস্ট (বুধবার) দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    নতুন তারিখ অনুযায়ী, মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর, ফলাফল ও সেদিনই প্রকাশ করা হবে।

    সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া নির্বাচনের আরও কিছু তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। ভোটগ্রহণের নতুন তারিখ আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযুক্তি ও সাইবার বুলিং রোধে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

    পেছানোর কারণ হিসেবে তিনি উল্লেখ করে বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে নিয়ে আসার সিদ্ধান্ত ও ডোপটেস্ট করতে ৪-৫ দিন সময় লাগবে এবং নির্বাচন অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

  • আশুলিয়ায় মা-দক কা-রবারি আলফাজ গ্রুপের অ-ত্যাচারে অ-তিষ্ঠ এলা-কাবাসী, থানায় জিডি

    আশুলিয়ায় মা-দক কা-রবারি আলফাজ গ্রুপের অ-ত্যাচারে অ-তিষ্ঠ এলা-কাবাসী, থানায় জিডি

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিশ্চিন্তপুর হাজীপাড়া এলাকায় মাদক সন্ত্রাসী আলফাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। এ ঘটনায় ভুক্তভোগী শোভন মাহমুদ আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ৩১৯৬, তারিখ: (২৮ আগস্ট ২০২৫ইং)।

    বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার নিশ্চিন্তপুর হাজীপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মোঃ আলফাজ (২৫), পিতা মৃত- রাজ্জাক মিয়া, মাতা- শান্তনা বেগম। ভাড়া বাড়িতে বসেই সে দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। শুধু তাই নয়, এলাকার চলাচলের রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছে। এ নিয়ে বিচার চাইতে গেলে উল্টো স্থানীয়দের ওপর হামলার চেষ্টা চালায় আলফাজ বাহিনী।

    অভিযোগ রয়েছে, আলফাজ ও তার সহযোগীরা মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করছে। কেউ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে আলফাজ স্থানীয় এক যুবলীগ নেতার ছত্রছায়ায় ছিলো। বর্তমানে সে নতুন করে কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় মাদক ব্যবসা আরও জোরদার করেছে।

    এলাকাবাসী জানান, আলফাজকে এর আগেও একাধিকবার আশুলিয়া থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করলেও পরে আদালত থেকে জামিনে বের হয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে।

    ভুক্তভোগী শোভন মাহমুদ বলেন-
    “মাদক সন্ত্রাসী আলফাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আশুলিয়া থানায় জিডি করেছি। সে ভাড়াটিয়া হয়ে এলাকার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ নিয়ে প্রতিবাদ করলে এলাকার অনেক নারী-পুরুষকে মারধর করেছে। আমরা এলাকাবাসী এর সুবিচার চাই।”

    এ ব্যাপারে জানতে বিবাদীদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

    এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

  • সিরাজগঞ্জ শহরে ব্যবসায়ীর বাড়িতে দু-র্ধর্ষ চু-রির ঘটনায় দুইজন গ্রে-ফতার-১৫ ভরি স্বর্ণ উ-দ্ধার

    সিরাজগঞ্জ শহরে ব্যবসায়ীর বাড়িতে দু-র্ধর্ষ চু-রির ঘটনায় দুইজন গ্রে-ফতার-১৫ ভরি স্বর্ণ উ-দ্ধার

    হেলাল শেখঃ সিরাজগঞ্জ শহরের বড়বাজার বানিয়াপট্রিতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায়-দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
    এসময় তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চোরাইকৃত প্রায় ২৫ ভরি স্বর্ণের মধ্যে থেকে ১৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, গত ১৬ আগস্ট রাতের কোনো একসময় শহরের বড়বাজার বানিয়াপট্রিতে বসবাসকারি ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রোকনির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

    এসময় অজ্ঞাত চোরেরা ওই বাসা থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা পয়সা নিয়ে যায়।
    এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল করিম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সুত্র ধরে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাজরান রউফের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে সদর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান, ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান ও কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশ গ্রহণ করেন।

    তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ইছাপুর গ্রামের আজাহার আলীর ছেলে মোঃ সবুজ মিয়া এবং সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনী এলাকার আব্দুর রহমানের ছেলে শাহাদৎ হোসেন ওরফে কুটুম (৪০)-কে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া স্বর্ণের মধ্যে থেকে ১৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

  • আশুলিয়ায় বিপুল পরিমাণ জা-ল টাকাসহ দুই জনকে গ্রেফ-তার করেছে থানা পুলিশ

    আশুলিয়ায় বিপুল পরিমাণ জা-ল টাকাসহ দুই জনকে গ্রেফ-তার করেছে থানা পুলিশ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নানের নেতৃত্বে (এসআই) জসিম এর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১ হাজার টাকা মূল্যের ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।

    বুধবার (২৭ আগষ্ট ২০২৫ইং) রাত ৮ টার দিকে ঢাকার আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়াবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো। পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে কতিপয় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গত রাতে এক হাজার টাকার নোট ৪ জাল লাখ টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

  • মোরেলগঞ্জে ডরপ ইভলভ প্রকল্পের স-মাপ্তি ও টেকস-ইকরণে প-রামর্শ ক-র্মশালা

    মোরেলগঞ্জে ডরপ ইভলভ প্রকল্পের স-মাপ্তি ও টেকস-ইকরণে প-রামর্শ ক-র্মশালা

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হেলভেটাসের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর বাস্তবায়নে পরিচালিত “ইভলভ” প্রকল্পের সমাপ্তি এবং কার্যক্রম টেকসই করার লক্ষ্যে এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন ফিল্ড ফ্যাসিলিটেটর চুমকি রায়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, যুব উন্নয়ন কর্মকর্তা একে এম ইকতিয়ার উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল।

    এছাড়া সিএসও প্রতিনিধি সুফিয়া বেগম, মো. খলিলুর রহমান, সুমন জোমাদ্দার এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ কর্মশালায় অংশ নেন।

    কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের ভবিষ্যৎ টেকসইতা এবং এলাকার সার্বিক উন্নয়নে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।

  • তারাগঞ্জে ভূ-ল চিকিৎসায় গরুর মৃ-ত্যু- বি-চার চায় খা-মারী

    তারাগঞ্জে ভূ-ল চিকিৎসায় গরুর মৃ-ত্যু- বি-চার চায় খা-মারী

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভিএফএ মো. ফিরোজ হোসেন এর ভুল চিকিৎসায় একটি গর্ভবতী গাভীর বাছুরের মৃত্যু ঘটে এবং গাভীটি আশঙ্কাজনক রয়েছে। বুধবার (২৭ আগস্ট)২০২৫ইং উপজেলার দোলাপাড়া গ্রামের আল-আমিন ইসলাম নামের খামারীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের খামারী আল আমিনের ৪ মাসের গর্ভবতী গাভীটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ ভুল চিকিৎসার মাধ্যমে পূনঃকৃত্রিম প্রজনন করেন। ফলে ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট (ভিএফএ) ফিরোজ হোসেন ও বিলোজিক এ্যাগ্রোভেট ঔষধ কোম্পানির সেলস্ কর্মী ফারুক হোসেন(এআই কর্মী) কর্তৃক এ ঘটনার শিকার হয় খামারী আল-আমিন।

    খামারী আল-আমিন বলেন, গত ৪ মাস আগে তার গাভীকে কৃত্রিম প্রজনন করান। আজ (১৫ আগস্ট) হঠাৎ গাভীটির প্রসাবের রাস্তা দিয়ে লালা বের হতে দেখলে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ফিরোজ (ভিএফএ)কে মোবাইল ফোনে জানাই। পরে ভিএফএ ফিরোজ ও প্রাণিসম্পদ দপ্তর সম্পৃক্ত নয় (ভেটেরিনারি ঔষধ কোম্পানির কর্মী) ফারুক হোসেন নামের এমন একজন সহযোগীকে (এআই কর্মী) সাজিয়ে ঘটনাস্থলে নিয়ে গাভিটিকে ভুল চিকিৎসার মাধ্যমে (গাভীটি হিটে এসেছে বলে) একই সময়ে পরপর দুটো বীজ (পূণঃ কৃত্রিম প্রজনন) দেন। উল্লেখ্য যে- প্রতিটি পশু হাসপাতালে সরকারি ভাবে কৃত্রিম প্রজনন কর্মী (এআই কর্মী) নিযুক্ত রয়েছে।

    এ ঘটনার পরপরই গাভীটির যৌন পথ দিয়ে চারদিন ধরে রক্ত পড়তে থাকে এবং পেটে থাকা বাছুরটি মৃত. অবস্থায় ১৩ দিনে বেরিয়ে আসে। বর্তমান গাভীটির অবস্থাও আশঙ্কাজনক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। ভুল চিকিৎসায় বাছুরের মৃত্যু এবং গাভীটির আশঙ্কাজনক হওয়ায় এর ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমুলক বিচার চাই।

    ভুল চিকিৎসার বিষয়ে অভিযুক্ত ফিরোজ (ভিএফএ) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্যারের কাছে (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা) খামারী আল-আমিন অভিযোগ দিয়েছে। তিনি তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার নেবে।

    এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভি করেননি। ফলে ভুক্তভোগীর করা অভিযোগের বিষয়ে দাপ্তরিক ব্যবস্থার কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি।

  • চট্টগ্রামএ আঞ্চলিক টি ২০ টুর্নামেন্ট  উ-দ্বোধনী  ম্যাচে ফরটিস কুমিল্লা জে-লা দলের জয়

    চট্টগ্রামএ আঞ্চলিক টি ২০ টুর্নামেন্ট উ-দ্বোধনী ম্যাচে ফরটিস কুমিল্লা জে-লা দলের জয়

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    চট্টগ্রাম এ অনুষ্ঠিত আঞ্চলিক টি২০ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফরটিস কুমিল্লা জেলা দল ৩৬ রানে জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে।
    খেলাটি উদ্ভোধন করেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আরো উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আকরাম খান, হাবিবুল বাশার সুমন ও জনাব নাজমুল আবেদীন ফাহিম।
    প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করে।
    দলের পক্ষে শাহপরান ১৮ বলে ২৫ রান ১২ বলে ১৪ রান,
    সাইফুল ইসলাম ২৯ বলে ২৯ রান,ইয়াসিন আরাফাত ৩৪ বলে ৪২ রান,
    স্বপন দে ১৪ রান করেন।জবাবে ব্যাট করতে নেমে এবি ব্যাংক নোয়াখালী জেলা দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয় ১১৭ রান সংগ্রহ করে। ফরটিস কুমিল্লা দলের আশরাফুল হাসান রোহান ২২ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন। ফরটিস কুমিল্লা ৩৬ রান এ জয় লাভ করে।
    এ ব্যাপারে দলীয় ম্যানেজার ফখরুল আলম উল্লাস জানান ২৮ শে অগাস্ট সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং ডিরেক্টর আকরাম খান মঞ্জুর আলম সহ আরো অনেক বিসিবি কর্তাব্যক্তিদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান ফরটিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ শাহাদাত হোসেন এবং ফরটিস গ্রুপের হেড অফ স্পোর্টস র্ম্যানেজমেন্ট আব্দুল আহাদ রিপন।দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস আরও জানান এই টুর্নামেন্টে কুমিল্লা জেলা দলের নাম ফরটিস কুমিল্লা জেলা ক্রিকেট দল।