Author: desk

  • অ-ভিযোগের পাহাড়ে বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা প্রবীর দাশ গ্রে-প্তার

    অ-ভিযোগের পাহাড়ে বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা প্রবীর দাশ গ্রে-প্তার

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম: নানা অপরাধ আর দুর্নীতির অভিযোগের জালে অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রবীর দাশ (৪৮)।

    শনিবার রাতে ইপিজেড থানার এসআই মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ জামির হোসেন জিয়া। অভিযানটি পরিচালিত হয় সিএমপি বন্দর বিভাগের উপ–পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলামের সার্বিক নির্দেশনা, অতিরিক্ত উপ–কমিশনার সোহেল পারভেজ ও সহকারী কমিশনার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে।

    ইপিজেড থানার মামলা নং–২৪, তারিখ–২৮/০৪/২০২৫ খ্রিঃ, ধারা–সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় আসামি হিসেবে নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

    প্রবীর দাশের বিরুদ্ধে ইপিজেড ও পতেঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। রাজনৈতিক তৎপরতা ও প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর হাত এড়িয়ে চলছিলেন।

    অন্যদিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে আঁতাত করে গ্রাহকের টাকা আত্মসাৎ, ভুয়া বিল ভাউচার তৈরি, মিটার রেটিং চুরি এবং শত শত পরিবারকে প্রতারণার শিকার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    নিউমুরিং এলাকার বাসিন্দা মামুন জানান, প্রবীর দাশ তার কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা নিলেও বিদ্যুৎ সমস্যার সমাধান করেননি, বরং সরাসরি প্রতারণা করেছেন।

    বর্তমানে পতেঙ্গা স্টিল মিলস বিদ্যুৎকেন্দ্রে লাইনম্যান হিসেবে কর্মরত প্রবীর দাশের বিরুদ্ধে সেখানেও দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ঐ প্রতিষ্ঠানের একাউন্টস ম্যানেজার বলেন, “তার আর্থিক অনিয়ম ধরা পড়ায় কয়েক মাস ধরে বেতন বন্ধ রাখা হয়েছিল।”

    বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, দীর্ঘদিন কর্মে অনুপস্থিত থাকার কারণে তাকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করেন। বরং বিদ্যুৎ শ্রমিক লীগের অফিসকে ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

    প্রবীর দাশের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, “বিদ্যুতের নামে মানুষকে হয়রানি করে তিনি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অবশেষে তার গ্রেপ্তারে ভুক্তভোগীরা ন্যায়বিচারের কিছুটা আশা দেখতে পাচ্ছে।”

  • ডাসারে শ্রী রাধা রানীর জন্ম অষ্টমী  উপলক্ষে প্রা-র্থনা সভা অ-নুষ্ঠিত

    ডাসারে শ্রী রাধা রানীর জন্ম অষ্টমী উপলক্ষে প্রা-র্থনা সভা অ-নুষ্ঠিত

    মোঃমিজানুর রহমান , কালকিনি,ডাসার প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলার আড়ুয়া কান্দী ভৈরবী গবিন্দ মন্দিরে আজ রবিবার দুপুরে হিন্দু ধর্মের মতে শ্রী শ্রী রাধা রানীর জন্ম তিথি, রাধা অষ্টমী উপলক্ষে ভৈরবী গোবিন্দ মন্দিরে একটি বিশাল প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় শতাধিক মহিলা রাধা রানীর বেশে ভৈরবী গোবিন্দ মন্দির থেকে পদ যাত্রা শুরু করে আশ্রামের ইসকন মন্দিরে গিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছি‌লেন রমা বাড়ৈ বলেন,রবিবার শ্রী রাধিকার জন্ম তিথি। এই উপলক্ষে অত্র অঞ্চলের সকল সখিরা প্রানবন্ত হয়ে একত্রিত হয়েছেন, রাধা রানীর করুনা লাভের প্রত্যাশায়।। অত্র এলাকার সকল ধর্মপ্রাণ হিন্দুরা অনুষ্ঠানে যোগদান করেন।অনুষ্ঠান শেষে প্রসাদ বিতারন করা হয়ে‌ছে।

  • কালীগঞ্জে শি-য়াল খোওয়া স্কুল এ্যান্ড কলেজে বর্ণাঢ্য সূধী স-মাবেশ

    কালীগঞ্জে শি-য়াল খোওয়া স্কুল এ্যান্ড কলেজে বর্ণাঢ্য সূধী স-মাবেশ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিয়ালখোয়া উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষা অনুরাগীসহ-এলাকার বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউজ ২৪ এর রংপুর বিভাগীয় প্রতিনিধি ও শিযালখোয়া এস,সি উচ্চ বিদ্যালযের নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম মানিক।

    তিনি বলেন, আমি নতুন,আপনাদের সাথে থেকে এ স্কুলের শিক্ষার মান উন্নয়ন,বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ-সকল কাজে আপনাদের সাথে নিয়ে করতে চাই। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশ নিয়ে আমাদের কে কাজ করতে হবে তাহলে এ স্কুল উপজেলার একটি আদর্শ ও মডেল স্কুলে পরিণত হবে।

    উক্ত সূধী সমাবেশে অন্যন্য বক্তারা বলেন, শিয়ালখোয়া স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। একে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষাবিদগণ বলেন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় বক্তারা নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে সমাজের সকল স্তরের সহযোগিতা কামনা করেন।

    অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়, যা উপস্থিতদের মধ্যে আনন্দ ও স্মৃতিচারণার মধ্যে দিয়ে শেষ হয়।

    হাসমত উল্লাহ ।

  • বন্দরটিলায় ‘ডাই-নামিক নাছির প্লাজা’—একই ছাদের নিচে কাঁচাবাজার ও আধুনিক শপিং মল

    বন্দরটিলায় ‘ডাই-নামিক নাছির প্লাজা’—একই ছাদের নিচে কাঁচাবাজার ও আধুনিক শপিং মল

    শহিদুল ইসলাম,

    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম: নগরীর বন্দরটিলায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মল। একই স্থানে ঐতিহ্যবাহী কাঁচাবাজার এবং আধুনিক শপিং মলের সমন্বয়—এ যেন চট্টগ্রামের ক্রেতাদের জন্য এক নতুন অভিজ্ঞতা।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ডাইনামিক ডেভেলপমেন্ট ল্যান্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওসমান হারুন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের পরিচালক আলহাজ্ব মোঃ শফিউল আলম (শফি),,প্রবীণ সাংবাদিক ও দ্যা পিপলস ভিউ সম্পাদক মোঃ ওসমান গনি মুনসুরচট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ জাহিদুল করিম কচি

    দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান চেয়ারম্যান
    এডভোকেট মোঃ শাহেদ আলী,,জমির মালিকের প্রতিনিধি আলহাজ্ব মোঃ ইউসুফ,,বিশিষ্ট সমাজসেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল,,সমাজকর্মী মোঃ রাশেদুল আলম (রাশেদ) ও মোঃ শাহজাহান ,এছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আয়োজকরা বলেন, “একই সঙ্গে শপিং মল ও কাঁচাবাজারের সমন্বয় ক্রেতাদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হবে। এখানে পরিবার-পরিজন নিয়ে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যাবে।”

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ মোঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে অনুপস্থিত ছিলেন। এ জন্য আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ ওসমান হারুন দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান দিয়ে।

  • কুমিল্লাতে মা-দকের জের ধরে যুকককে কু-পিয়ে হ-ত্যা

    কুমিল্লাতে মা-দকের জের ধরে যুকককে কু-পিয়ে হ-ত্যা

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা
    থেকে,

    কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। কাঁটাবিল মসজিদের সামনে শনিবার রাত পৌনে আটটায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। 
    হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।
    স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরম কে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে। তবে কারা তার উপরে আঘাত করেছে সেটি জানা যায়নি। 

    নিহত মহরমের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় অপু ও মহরম। কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এ সময় মোটরসাইকেলের থেকে অপুকে ধরে টেনে -হিঁচড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
    কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।  তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকান্ড চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলা রয়েছে।  ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে। 
    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ গিয়েছে।

  • দোয়ারাবাজারে জো-রপূর্বক বাড়ির প্রবেশ পথ ব-ন্ধ করার অ-ভিযোগ উঠেছে

    দোয়ারাবাজারে জো-রপূর্বক বাড়ির প্রবেশ পথ ব-ন্ধ করার অ-ভিযোগ উঠেছে

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও ইসলামপুর গ্রামের আব্দুল মালেক এর পুত্র এশাদ মিয়া দোয়ারাবাজার থানায় উপস্থিত হয়ে একই গ্রামের পাশের বাড়ির বাসিন্দা আবুল হোসেন এর পুত্র মো. আবু সাইদ ও তার অনুসারীদের বিরুদ্ধে দীর্ঘদিনের চলাচলের তার বাড়ি প্রবেশের একটি মাত্র রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন
    ভুক্তভোগী পরিবার।

    রবিবার (৩১ আগস্ট) ঝুমগাঁও ইসলামপুর সরে জমিনে উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ ৪০/৪৫ বছর যাবত আব্দুল মালেক এর পরিবার এই রাস্তা ব্যবহার করে আসছে। এবং তাদের নিকট থেকেই রাস্তা দেওয়ার কথা বলে আবু সাইদ এর পিতা ক্রয় সূত্রে বাড়ির মালিক হন। তবে ঐ সময় সরলতার কারণে দলিলে রাস্তার কথা উল্লেখ না থাকায়, এখন একটু ঝগড়া বিবাদ হলেই রাস্তা বন্ধ সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

    অভিযোগে জানা যায় ঘটনার দিন ২৭/০৮/২৫ ইং সকালে বিবাদী আবু সাইদ ও তার অনুসারীদের নিয়ে রাস্তা বন্ধ করে হুমকি দিয়ে ভুক্তভোগী পরিবারের পুত্র এরশাদ মিয়ার বসতঘরে হামলা করে মারপিঠ সহ তার টিনশেট ঘর কুপিয়ে মারাত্মক ক্ষতি করে। এছাড়াও তার বয়স্ক মাকে মারপিট করেছে।

    অভিযোগকারী এশাদ মিয়া বলেন, আমি অসহায় গরীব মানুষ প্রতিপক্ষের লোকজন টাকার গরমে সবসময় আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আসছে। স্থানীয় গ্রাম পঞ্চাতের কথাও তারা মানে না। রাস্তা বন্ধের হুমকি দিয়ে আমার বাড়িতে হামলা করে আমাকে ও আমার মাকে মারপিট করেছে। আমি দেশবাসী ও প্রশাসনের নিকট বিচার চাই।

    এব্যাপারে প্রতিপক্ষ আবু সাইদ এর মা কুলসুমা বেগম বলেন, রাস্তায় আমাদের বাঁধা দেই না, তবে রাস্তার পাশে ছোট একটা তাল গাছ নিয়ে সমস্যা। আমি এশাদকে তাল গাছে বিষ দেওয়ার কথা বলায় এশাদ মিয়া পাশের ছায়েম এন্ড সুমি ভ্যারাইটিজ স্টোর দোকানের সামনে আমাকে মারপিট করে। আমি চিৎকার করিলে কয়েকজন আমাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান।

    দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল হক বলেন, রাস্তা নিয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সুজানগরে ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দো-য়া মাহফিল

    সুজানগরে ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দো-য়া মাহফিল

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনা এবং পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বার বার নির্বাচিত সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাককের রুহের মাগফিরাত কামনা করে সুজানগর উপজেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া অনুষ্টিত হয়েছে।
    উপজেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ননের সভাপতি মো. সাদেক মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ননের সহ-সভাপতি কোরবান আলী, যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান প্রামানিক, কোষাধাক্ষ তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, শ্রমিক নেতা আনিসুর রহমান, লাইন সেক্রেটারি আব্দুল কাদেরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। দোয়া পরিচালনা করেন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মানিক হোসেন।এ সময় সংগঠনটির উপজেলার নেতৃবৃন্দ বলেন, শিমুল বিশ্বাসের অসুস্থতার খবর শোনার পর থেকেই উদ্বিগ্ন সুজানগর উপজেলা প্রতিটি নেতাকর্মীসহ পাবনার আপামর মানুষ। জনমানুষের জন্য নিয়োজিত পাবনার এই কৃতিসন্তানের সুস্থতা কামনা করে এবং জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বার বার নির্বাচিত সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাককের রুহের মাগফিরাত কামনা করে এই দোয়ার আয়োজন করা হয়।আমরা সুজানগর উপজেলা ট্যাংকলরী কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শিমুল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করছি। দোয়া করি, মহান আল্লাহ তাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন এবং আমিরুল ইসলাম ইসহাককের রুহের মাগফিরাত কামনা করছি।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধ-র্ষণ চেষ্টা,থানায় মা-মলা

    সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধ-র্ষণ চেষ্টা,থানায় মা-মলা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাগর খন্দকার (৩০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে সাগর খন্দকারের বিরুদ্ধে এ মামলা করেন। সাগর খন্দকার উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা গ্রামের সেলিম খন্দকারের ছেলে। তিনি স্থানীয় চিনাখড়া বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী।

    মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ও সাগর খন্দকার দুজন ঘনিষ্ট বন্ধু। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর বাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি কু-দৃষ্টি পড়ে সাগরের। এর মধ্যে গত ৩ বছর পূর্বে ওই গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমায় এবং বর্তমানে সে সেখানেই অবস্থান করছে। এ সুযোগে গত ২৭ আগস্ট ভোর রাত ৪টার দিকে বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে সাগর খন্দকার একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের ওই বন্ধুর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টা করে।
    স্থানীয় এলাকাবাসী জানায়, পরকীয়া প্রেমের সূত্র ধরে এদিন গভীর রাতে ওই গৃহবধুর ঘরে সাগর খন্দকার প্রবেশ করলে স্থানীয়রা তাদেরকে হাতেনাতে আটক করে। পরে প্রভাবশালী একটি মহল আইনগত পদক্ষেপ গ্রহণে বাধা প্রদান করে অনৈতিক সুবিধা আদায় করে স্থানীয় সালীশের মাধ্যমে সাগর খন্দকারকে তার পরিবারের নিকট হস্তান্তর করে। আর ওই গৃহবধুকে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাবার বাড়ী পাঠিয়ে দেয়।
    ঘটনার পর থেকে পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত সাগর খন্দকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • অ-তিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষ-তি: কৃষি সচিব

    অ-তিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষ-তি: কৃষি সচিব

    আলিফ হোসেন,তানোরঃ
    মাঠ পর্যায়ে অসচেতনতা ও অজ্ঞতার কারণে সারের অতিরিক্ত ব্যবহার হচ্ছে। অতিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষতি এবং কৃষকের অর্থের অপচয়। ফসলের জমিতে অতিরিক্ত সার ব্যবহার রোধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।গত ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) দেবীপুর ফসলী মাঠে ‘খামারি অ্যাপ’ ব্যবহার নির্দেশনায় মাটির গুণগত মান বিবেচনা করে ধানের চাষাবাদ ও সার ব্যবহার পরিদর্শনে গিয়ে এসব বলেন তিনি। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বলেন, ‌‘কৃষি মন্ত্রণালয়ের বাজেটের ৭০ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে সারের ভর্তুকিতে। আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, তা মজুত রয়েছে। কিছু কৃত্রিম সমস্যার কারণে সার সংকট বলে প্রচার করা হচ্ছে।’
    কৃষি সচিব আরও বলেন, ‘আলু চাষিদের কথা বিবেচনা করে হিমাগারের গেটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে। আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।’
    এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম, সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. জামাল উদ্দিন, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামান, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা, কৃষি তথ্য সার্ভিসের উপ-পরিচালক (গণযোগাযোগ) ফেরদৌসী ইয়াসমিন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকাত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ প্রমুখ। পরে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে তানোর উপজেলার আইড়া মোড়স্থ রপ্তানিযোগ্য আম বাগান পরিদর্শন ও চুনিয়াপাড়ায় এয়ার ফ্লো মেশিন দিয়ে পেঁয়াজ সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। শেষে উপজেলার চাঁন্দুড়িয়া হাড়দো বিলে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বস্তায় আদা চাষও পরিদর্শন করেন তিনি। এসব অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধান, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্য, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

  • তানোরে গো-খাদ্যর সং-কট বি-পাকে গৃহস্থ-খামারি

    তানোরে গো-খাদ্যর সং-কট বি-পাকে গৃহস্থ-খামারি

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে গবাদিপশু খাদ্যর (খড়) তীব্র সংকট দেখা দিয়েছে। খড়ের দাম বেড়ে যাওয়ায় কৃষকেরা নির্ভর করছেন কচুরিপানার (দল) ওপর। স্থানীয় কৃষকেরা জানান, বর্তমান সময় খড়ের কেজি ও আঁটির দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় সাধারণ কৃষকের পক্ষে তা কেনা কঠিন হয়ে পড়েছে। ফলে গরুর জন্য সহজলভ্য খাবার হিসেবে কচুরিপানা (দল) কেটে ঘরে নিয়ে যাচ্ছেন তারা।
    তানোরের বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, কৃষকেরা মাঠ ও পুকুর-ডোবা থেকে কচুরিপানা (দল) সংগ্রহ করছেন। কেউ বাঁশ বা লাঠির সাহায্যে পানির ভেতর থেকে টেনে তুলছেন, আবার কেউ নৌকা ব্যবহার করছেন। কৃষকদের মতে, কচুরিপানা (দল) গরুর জন্য খুব একটা পুষ্টিকর খাবার নয়, তবে খড়ের চড়া দামের কারণে বিকল্প হিসেবে এটিই একমাত্র ভরসা।
    স্থানীয় কৃষক আব্দুল ও আয়ুব বলেন, “আগে খড়ই ছিল গরুর প্রধান খাবার।কিন্ত্ত এখন ১২ হাজার টাকা কাউন। এত দামে আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। তাই কচুরিপানাই (দল) ভরসা।”
    কৃষকরা জানান, খড়ের সংকট অব্যাহত থাকলে গরু মোটাতাজাকরণ ও কৃষি কাজের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তারা সরকারের কাছে খড়ের দাম নিয়ন্ত্রণ এবং বিকল্প পশুখাদ্য সহজলভ্য করার দাবি জানিয়েছেন।
    উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এ বছর বন্যায় আউশ ধান, জমিতে রোপণ করা আমন ধানের চারা ও গো-খাদ্য ঘাস নষ্ট হওয়ার পাশাপাশি, টি-আমণ ধান কিছুটা আধা পাকা অবস্থায় হারভেষ্টার মেশিন দিয়ে কাটা মাড়াই করায় গো-খাদ্যের চরম সংকট দেখা দেয়। কিছু কিছু এলাকায় খড় পাওয়া গেলেও প্রান্তিক গবাদিপশু পালনকারীদের হাতের নাগালে নেই দাম। বাজারে বিক্রি করা গো-খাদ্যের দামও আকাশচুম্বী। যার ফলে প্রান্তিক গবাদিপশু পালনকারী গৃহস্থরা পড়েছেন চরম বিপাকে। গবাদিপশু (গরু) বাঁচিয়ে রাখতে তারা বাড়ির পাশের খাল, বিল ডোবায় জন্মানো কচুরিপানা দল তুলছেন। গো-খাদ্য হিসেবে কচুরিপানাই এখন তাদের শেষ ভরসা। কেউ কেউ নিজেদের বাড়ির কাছাকাছি কচুরিপানা না পেয়ে রিকশাভ্যান ভাড়া করে কেউবা পায়ে হেঁটেই দূর-দূরান্ত থেকে সংগ্রহ করছেন কচুরিপানা। অনেক খামারিও গো-খাদ্য সংকটের কারণে শ্রমিক দিয়ে বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা(দল)সংগ্রহ করছেন।
    গ্রামীণ জনপদে কচুরিপানার এ ব্যবহার নতুন কিছু নয়, তবে এবার খড়ের অস্বাভাবিক দামের কারণে তা গরুর প্রধান খাবারে পরিণত হয়েছে।
    উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তা(এএও) আকবর হোসেন বলেন, কচুরিপানা (দল) একধরনের বহুবর্ষজীবী ভাসমান উদ্ভিদ। উদ্ভিদটি গো-খাদ্যের চাহিদা মেটানোসহ নানাবিধ কাজে ব্যবহৃত হয়ে থাকে। তবে কৃষিতাত্ত্বিকভাবে বিবেচনা করলে এটি একটি আগাছা। কচুরিপানা খুব দ্রুত বংশবিস্তার করে। এজন্য নিচু ফসলি জমিতে বিশেষ করে ধানের জমিতে এই উদ্ভিদকে আগাছা হিসেবে বিবেচনা করা হয়। গো-খাদ্য হিসেবে কচুরিপানা ব্যবহৃত হচ্ছে। এর ফলে এক দিকে যেমন নিচু ফসলি জমিতে কচুরিপানা নিয়ন্ত্রণে থাকবে অন্যদিকে গো-খাদ্যের চাহিদাও মিটবে।
    উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী বলেন, শুধু কচুরিপানার ওপর নির্ভর করে গবাদিপশু লালন পালন করা অত্যন্ত কষ্টের। তবে এ মৌসুমে খাল-বিলে প্রচুর কচুরিপানা পাওয়া যাচ্ছে। এতে গবাদিপশু পালনকারীদের জন্য উপকার হয়েছে। তবে কচুরিপানা গরু বা মহিষকে খাওয়ানোর পূর্বে রোদে শুকিয়ে খড়ের সঙ্গে মিশিয়ে খাওয়ানো ভালো।#