Author: desk

  • অলকা নদী বাংলা মার্কেটের মোবাইল চু-রির ঘটনার রহস্য উদঘাটন সংক্রান্তে গ্রে-ফতার-৩

    অলকা নদী বাংলা মার্কেটের মোবাইল চু-রির ঘটনার রহস্য উদঘাটন সংক্রান্তে গ্রে-ফতার-৩

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ নগরীর অলকা নদী বাংলা মার্কেটের দ্বিতীয় তলায় থেকে মোবাইল ফোনের দোকানে ভয়াবহ চুরির ঘটনা সনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় ঘটনার সাথে জড়িতসহ ৩জনকে গ্রেফতা করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বাদশা চৌধুরী (২৬),মোঃ শাহিন (২৫),মোঃ আবুল খায়ের (২৭)।

    শনিবার(১৮ অক্টোবর) এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন।

    প্রেস ব্রিফিং এ তিনি জানান-এর আগে গত ১৮ জুন-২৫ বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সংলগ্ন অলকা নদী বাংলা কমপ্লেক্স এর ২য় তলায় জিরো পয়েন্ট বাইসেল এক্সচেঞ্জ নামক মোবাইল দোকানের শার্টারের তালা কেটে অজ্ঞাতনামা চোরেরা সর্বমোট ১৪৩ টি বিভিন্ন ব্রান্ড ও বিভিন্ন মূল্যের স্মার্ট মোবাইল ফোন যার আনুমানিক বাজার মূল্য অনুমান ৫৫,০০,০০০/-(পঞ্চান্ন লক্ষ) টাকার আলামত এবং নগদ ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা চুরি করে নিয়ে যায়।পরে উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী গ্রেফতার ও আলামত উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ (ডিবি), ময়মনসিংহ-এর তদারকিতে ডিবির একটি চৌকস টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। অভিযানে ১২অক্টোবর-২৫ তারিখে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামিরা হলেন চট্টগ্রাম জেলার বাকুলিয়া থানার কালা মিয়া বাজার এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ পেন্নাই এলাকার হারুন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোঃ বাদশা চৌধুরী (২৬),কুমিল্লার জেলার লাঙ্গলকোট থানার গোহারুয়া এলাকার আজিজুল হক এর পুত্র জেলার কাজীপাড়া রোড, জাঙ্গালিয়া, পদুয়ার বাজার,তালতলা, ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া মোঃ শাহিন (২৫), কুমিল্লা জেলার লালমাই থানার পেরুল দীঘির পাড় এলাকার মৃত নুর আলম এর পুত্র মোঃ আবুল খায়ের (২৭)।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দিনের বেলায় এই চুরির ঘটনাটির রহস্য উদঘাটন করতে মার্কেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সকল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত সময়ে এই চুরির রহস্য উদ্ঘাটন করা হয়েছে। তিনি জানান গ্রেফতারকৃতদের
    বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক পুলিশ হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ১মং আসামী মোঃ বাদশা চৌধুরী (২৬) উক্ত ঘটনায় নিজেদের জড়িতসহ যে কৌশলে অলকা নদী বাংলা মার্কেটে চুরি করেছে বলে তাহার বিস্তারিত বর্ণনা বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে দোষ স্বীকাররোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। উক্ত ঘটনায় অপরাপর জড়িত আসামীদের গ্রেফতার ও আলামত উদ্ধার অভিযান অব্যাহত আছে।

  • বাউল শিল্পী বাবুল আর নে-ই

    বাউল শিল্পী বাবুল আর নে-ই

    তরিকুল ইসলাম তরুন,

    সংস্কৃতি জগতের অনন্য নিদর্শন বাউল শিল্পী বাবুল আর নেই।
    কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ বাবুল বাউল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, পরিবার সূত্রে জানা যায়- বাবুল বাউল নামে পরিচিত ফজলুর রহমান বাবুলের পৈত্রিক নিবাস বরিশাল হলে ও তার বেড়ে ওঠা এবং সংগীত চর্চার পুরো সময় কেটেছে কুমিল্লায়।

    যে কোন অনুষ্ঠানে গানের জন্য ডাক পড়লে, কাউকেই ফেরাতেন না। সব অনুষ্ঠানে অবলীলায় গান করতেন। তিনি পরিবার নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোডে বসবাস করতেন এবং সেখানে ছোট্ট একটি চায়ের দোকান ছিল।
    চলতি বছরের এপ্রিল মাসে হঠাৎ স্ট্রোক করলে পরিবার এবং সাংস্কৃতিক কর্মীদের সহযোগীতায় গত কিছুদিন আগে কিছুটা সুস্থ হলে তার বাবা মার কবর জিয়ারতের উদ্দেশ্যে বরিশাল যায়। সেখানে অসুস্থ হলে বরিশালে হসপিটালে ভর্তি করানো হয় এবং গত রাত ৭টায় সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
    পরিবারের ইচ্ছা অনুযায়ী বাবা মার কবরের পাশে তাকে দাফন করা হবে।
    তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • বিশিষ্ট সাংবাদিক নেতা কলামিস্ট সালাউদ্দিন রাজ্জাক ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় সি-ক্ত

    বিশিষ্ট সাংবাদিক নেতা কলামিস্ট সালাউদ্দিন রাজ্জাক ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় সি-ক্ত

    এস এম সাইফুল ইসলাম কবির :বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয় সহকারী,ঢাকা সাংবাদিক ইউনিয়ন জনকল্যাণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সালাউদ্দিন রাজ্জাক হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক নেতা, সৎ নির্ভীক সাংবাদিক সালাউদ্দিন রাজ্জাক জন্মদিন আজ ১৮ অক্টোবর। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক সালাউদ্দিন রাজ্জাক অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।

  • কুমিল্লায় আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে সভাপতির সনদ জা-লিয়াতি, প্রমাণ মিলেছে

    কুমিল্লায় আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে সভাপতির সনদ জা-লিয়াতি, প্রমাণ মিলেছে

    তরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা প্রতিনিধি।।
    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে সভাপতি পদে সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে নতুন সভাপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করা নির্দেশ দিয়েছে।

    জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মরহুম আমীর হোসেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ভালো ফলাফলের ধারায় এগিয়ে যাচ্ছে। কলেজের ম্যানেজিং কমিটি প্রতি দুই বছর অন্তর গঠন করা হয়। সর্বশেষ ২০২৫ সালের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

    পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হলে সভাপতি নির্বাচিত হন এক ব্যক্তি, যিনি নিজেকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে “মাস্টার্স অব আর্টস ইন ইসলামিক স্টাডিজ এন্ড দাওয়াহ” ডিগ্রিধারী বলে দাবি করেন। কিন্তু পরবর্তীতে যাচাই-বাছাই করে দেখা যায়, তার প্রদর্শিত সনদটি ভূয়া।

    দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে উক্ত সার্টিফিকেটটি তাদের প্রতিষ্ঠান থেকে ইস্যু করা হয়নি এবং এটি অবৈধ সনদ। ফলে সভাপতি পদে থাকা ওই ব্যক্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এই প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠি ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কলেজের অধ্যক্ষের নিকট পাঠানো হয়। চিঠিতে নতুন সভাপতি মনোনয়নের লক্ষ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনজনের নাম বিশ্ববিদ্যালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

    এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আমি সভাপতি থাকাকালীন সময়ে নিয়ম অনুযায়ী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করি। পরবর্তীতে সভাপতির সনদ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, সেটি সম্পূর্ণ সত্য ও প্রমাণিত। প্রশাসন সর্বদা শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখার পক্ষে।

    সনদ জালিয়াতির অভিযোগের বিষয়ে সাবিনা আফরোজের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

    অন্যদিকে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (রাষ্ট্রপতি) কর্তৃক মনোনীত প্রতিনিধি এক বিবৃতিতে জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সনদ জালিয়াতির কোনো স্থান নেই। আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৎ ও যোগ্য শিক্ষানুরাগীদের মাধ্যমেই নতুন সভাপতি নিয়োগ দেওয়া হবে।

  • উজিরপুরে অতিথি পাখি উ-দ্ধার, পরে অ-বমুক্ত

    উজিরপুরে অতিথি পাখি উ-দ্ধার, পরে অ-বমুক্ত

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন বিল এলাকায় খাবারের খোঁজে আশ্রয় নেওয়া পাখিকে ফাঁদে আটকেছিল একদল শিকারি। খাঁচায় ভরে পাখিগুলো বিক্রিই ছিল তাদের উদ্দেশ্য।

    ১৮ অক্টোবর শনিবার সকালে উপজেলার মশাং বাজার এলাকা থেকে ২১ টি দেশি প্রজাতির ও অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এসময় পাখি সহ ১ জনকে আটক করা হয়।এ সময় উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে বন প্রহরী বদিউজ্জামান হাওলাদার বাদল গ্রাম পুলিশ মোহাম্মদ সেলিম শেখ উপস্থিত ছিলেন।
    পাখি শিকারি ও বিক্রেতা সুশীল বিশ্বাস (৬৫)কে আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন।
    এরপরে বিভিন্ন আইনে জটিলতার কারণে পাখিগুলি অবমুক্ত করার জন্য বন কর্মকর্তা বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকে। পরে গৌরনদী বন রেঞ্জ কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাসের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সহায়তায় পাখিগুলি অবমুক্তর সিদ্ধান্ত নেয়া হয়।

    উপজেলার ৯ নং ওয়ার্ডের হাজি ব্রিক ফিল্ড চত্বরে উদ্ধার পাখিগুলো আকাশে অবমুক্ত করেন গৌরনদী রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার এস আই মোঃ আলমগীর হোসেন। সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    এসময় গৌরনদী রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই রঙ-বেরংয়ের অতিথি পাখির কলতানে মুখরিত হয়ে থাকে উজবরপুরের বিলসহ স্থানীয় চরাঞ্চলগুলো। দেখা মেলে সাদা বক, বালিহাঁস, মাছরাঙ্গা, সারস, পানকৌরীসহ দেশি বিদেশি অসংখ্য পাখি।

    তিনি বলেন, দিগন্তজোড়া উন্মুক্ত হাওয়ায় পাখা মেলে বিল ও চরাঞ্চলের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত উড়াউড়ি করে। খাবারের খোঁজে নানা প্রজাতির অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে আশ্রয় নেয় স্থানগুলোতে। পাখি প্রকৃতির সম্পদ। যদি কেউ প্রকৃতির ভারসাম্য নষ্টের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতিতে স্বাধীনভাবে বিচরণ করা পাখির অধিকার। বাজারগুলোতে যেভাবে অসংখ্য পাখি জালে ও খাঁচায় বন্দি করে বিক্রি করা হয় তা শুধু বেআইনি নয়, নিষ্ঠুরও বটে!

    তিনি আরো জানান, উদ্ধার করা পাখিগুলো প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। সব নাগরিককে পাখি কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় আটক ব্যাক্তিকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

  • টুরিস্ট পুলিশ এবং রা-উন্ড টেবিলের যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার জয়নাল আবেদীন পার্কে সাইকেল রেলি

    টুরিস্ট পুলিশ এবং রা-উন্ড টেবিলের যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার জয়নাল আবেদীন পার্কে সাইকেল রেলি

    বি এম মনির হোসেনঃ-

    সকাল ৯ ঘটিকায় ময়মনসিংহ জেলার জয়নাল আবেদিন পার্কে টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন ও রাউন্ড টেবিল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং আরএফএল দুরন্ত সাইকেল এ-র সার্বিক সহযোগিতায় সাইক্লিস্টদের জন্য আলাদা লেন, পরিবেশ বাঁচাতে পরিবেশ দূষণ ও বায়ু দূষণ কমানোর স্লোগান নিয়ে এক মনোমুগ্ধকর সাইকেল রেলি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলির উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ নাঈমুল হক পিপিএম পুলিশ সুপার টুরিস্ট পুলিশ ময়মনসিং রিজিয়ন।
    ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত বাইকাররা বিভিন্ন রকমের সাইকেল স্টান্ট শো প্রদর্শন করেন। পরবর্তীতে জয়নাল আবেদিন পার্ক থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থান ঘুরে জয়নাল আবেদিন পার্কে এসে রেলি সমাপ্তি করে। এ এই রেলির মূল উদ্দেশ্য ছিল বাইকারদের জন্য আলাদা সাইকেল লেন রাখা, পরিবেশ উন্নয়ন এবং বায়ু দূষণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন, জনাব মোঃ এজাজ আহমেদ রনি রাউন্ড টেবিল বাংলাদেশ, আরএফএল ও দুরন্ত সাইকেল লিমিটেডের পরিচালক সহ উক্ত সাইকেল রেলিতে অংশগ্রহণকারী ময়মনসিংহ জেলার বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

  • মাহিন্দ্রা ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্প অ-নুষ্ঠিত

    মাহিন্দ্রা ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্প অ-নুষ্ঠিত

    পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ের ভজনপুরে মাহিন্দ্রা ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভজনপুর ডিগ্রী কলেজ মাঠে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্পে সকল পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। পাশাপাশি ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, মাহিন্দ্রা ট্রাক্টরের রংপুর বিভাগের জোনাল ম্যানেজার মাহফুজার রহমান, ঠাকুরগাঁওয়ের রিজিওনাল ম্যানেজার এরশাদুল আলম, সার্ভিস হেড কাজী ইমরান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রিন্সিপাল আবু আল ইমরান, সার্ভিস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী প্রমুখ।

    ফ্রি ক্যাম্পে ট্রাক্টরের পার্টসের উপর ৮% এবং মোবিলের উপর ৩% ডিসকাউন্ট প্রদান করা হয়।

  • ভাতার কার্ড না পেয়ে টাকা ফেরত চাওয়ায় ভু-ক্তভোগীকে মা-রধরের ঘটনায় চেয়ারম্যান পাইলট শোক-জ

    ভাতার কার্ড না পেয়ে টাকা ফেরত চাওয়ায় ভু-ক্তভোগীকে মা-রধরের ঘটনায় চেয়ারম্যান পাইলট শোক-জ

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধ:
    মাতৃত্বকালীন ভাতার টাকা ফেরত চাওয়ায় রশিদুল কাজী নামের এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগে ৫ নং সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটকে শোকজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত পাইলটকে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা।

    এর আগে সয়ার ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত মারধরের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় রশিদুল কাজী গুরুতর অসুস্থ হলে বুধবার দুপুরে পরিবারের লোকজন তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করান। রশিদুল কাজী রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর সরকারপাড়া গ্রামের ইউনুস কাজীর ছেলে।

    জানা গেছে, রশিদুল কাজীর স্ত্রী রাবেয়া বেগম প্রায় দেড় বছর আগে গর্ভবতী হলে সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের সঙ্গে যোগাযোগ করেন মাতৃত্বকালীন ভাতার জন্য। সে সময় চেয়ারম্যান তার স্ত্রীর মাতৃত্বভাতা করে দেয়ার জন্য আট হাজার টাকা বিভিন্ন খরচের জন্য দিতে হবে বলে জানান। চেয়ারম্যানের কথামতো রশিদুল আট হাজার টাকা দেন। দীর্ঘ দিন সেই টাকা ফেরত দিতে টানবাহানা করলে গত মঙ্গলবার বিকালে রশিদুল সয়ার ইউপি চেয়ারম্যানের কাছে টাকা ফেরত নেয়ার জন্য গেলে চেয়ারম্যান পাইলট রশিদুলকে তার কক্ষে ডেকে নিয়ে বেধরকভাবে মারধর করেন। মারধরে রশিদুল অসুস্থ হলে চেয়ারম্যান স্থানীয় চিকিৎককে ডেকে এনে চিকিৎসা দিয়ে রশিদুলকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে গুরত্বর অসুস্থ হলে বুধবার দুপুরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে রশিদুল ইসলাম হাসপাতালে পুরুষ ওয়ার্ডের দুই নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

    অভিযুক্ত সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের সাথে, মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

    তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, সয়ার ইউপি চেয়ারম্যান কর্তৃক মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত পাইলটকে শোকজ করা হয়েছে। দ্রুত সঠিকভাবে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৫ তম তি-রোধান দিবস পালন

    কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৫ তম তি-রোধান দিবস পালন

    তরিকুল ইসলাম তরুন।।

    সারা দেশের ন্যায় কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১৭ ই অক্টোবর রাতে 

    লালন সাঁয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালন উপলক্ষে

    আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাহতাব সোহেল, মোঃ আল আমিন ও রোমানা রুমির উপস্থাপনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার। 

    এসময়  আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডিসি সার্বিক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক  সাংবাদিক আবুল হাসনাত বাবুল, টাউন হল কমিটির সদস্য সচিব সাজ্জাদুল কবির,

    অনুষ্ঠানে লালন দিবস স্বরনে গান পরিবেশন করেন শিল্পী সুমি হায়দার, রাসেল দেওয়ান,ফাহমিদা বাধঁন,বাউল মোহসীন, হারুন সরকার এছাড়া শিল্প কলা একাডেমির সংগীত বিভাগ ও নৃত্য বিভাগের শিল্পী গন। এসময় উপস্থিত বক্তারা লালন সাঁয়ের ১৩৫ তম তিরোধান দিবস ২০২৫ পালনে বলেন  মূল ধারা সংস্কৃতি ধরে রাখতে লালন স্মৃতি গান ও তার কালচার সংস্কৃতি জগতের মধ্যে বাচিয়ে রাখতে পরামর্শ দেন।

  • এইচএসসি পরীক্ষায় কলেজ সে-রা সজিব

    এইচএসসি পরীক্ষায় কলেজ সে-রা সজিব

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    ঐতিহ্যবাহী সলঙ্গা ডিগ্রী কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সদস্য,একটি মানবিক সংগঠন “স্বপ্ন সিরাজগঞ্জ” শাখার সাধারন সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সলঙ্গা থানা শাখার সাধারন সম্পাদক,বিভিন্ন মানব সেবামুলক কাজের সহযোগী,সলঙ্গা বাজার কদমতলার সুপরিচিত গ্রাম ডাক্তার কে.এম জাহিদুল ইসলাম ও মা শাহনাজ পারভীনের সুযোগ্য পুত্র ও মেধাবী ছাত্র কে.এম সজিবুল ইসলাম (সজিব) সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।সলঙ্গা ডিগ্রী কলেজ হতে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন প্লাস),সর্বোচ্চ ১২০০ নম্বর অর্জন করে কলেজ সেরা সেরা হওয়ায় সে অত্যন্ত খুশি।সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের মেধাবী ছাত্র সজিব।ইতিপুর্বের প্রাথমিক সমাপনী,জেএসসি ও এসএসসি পরীক্ষাতেও জিপিএ- ৫ অর্জন করেছিল। তার এমন সাফল্যে তার পরিবার ও শিক্ষকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
    সজিবের এ অসামান্য কৃতিত্বের জন্য বাবা-মা,কলেজের শিক্ষকমন্ডলী সহ অন্যান্যদের কাছে চির কৃতজ্ঞ। উচ্চ শিক্ষা গ্রহন করে ভবিষ্যতে সে (বিসিএস ক্যাডার) প্রশাসনিক কর্মকর্তা হতে চায়।তাই সে সকলের কাছে দোয়া প্রার্থী। তার এ সাফল্য আগামী প্রজন্মের জন্য হোক অনুপ্রেরণার উৎস।