Author: desk

  • পরিবেশ অধিদপ্তরের অ-ভিযান ২০ লাখ টাকা জ-রিমানা- গুঁ-ড়িয়ে দেওয়া হলো ৪ ইটভাটা

    পরিবেশ অধিদপ্তরের অ-ভিযান ২০ লাখ টাকা জ-রিমানা- গুঁ-ড়িয়ে দেওয়া হলো ৪ ইটভাটা

    ঝিনাইদহ প্রতিনিধি
    ঝিনাইদহের শৈলকুপায় আজ দিনভর পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে ২০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৪টি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে মনে হচ্ছে পরিবেশের বারোটা বাজানো অবৈধ ইটভাটাগুলোর দিন শেষ। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকেই শৈলকুপায় অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত যেন যমদূত হয়ে হাজির হয় অবৈধ ভাটা মালিকদের কাছে।যাদের কপালে জুটল বড় শাস্তি তারা হলেন দুধসর গ্রামের শাহ ব্রিকস ও মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস। অভিযানে প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ জরিমানা করা হয়। কিন্তু এখানেই শেষ নয়! জরিমানা গোনার পর ভাটাগুলো ভেঙে তছনছ করে দেয় প্রশাসন। প্রভাবশালী এই ভাটা মালিকরা অভিযানে এতটাই কোণঠাসা হয়ে পড়েন যে, ভবিষ্যতে আর কোনোদিন অবৈধভাবে ভাটা চালাবেন না মর্মে লিখিত মুচলেকা দিতে বাধ্য হন। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান সাফ জানিয়ে দিয়েছেন, “পরিবেশ ধ্বংস করে কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অভিযান কেবল শুরু, অবৈধ ইটভাটার অস্তিত্ব শেষ না পর্যন্ত আমাদের লড়াই চলবে!

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • নেছারাবাদে বিএনপিতে শতাধিক আওয়ামী লীগের নারী কর্মীর যো-গদান

    নেছারাবাদে বিএনপিতে শতাধিক আওয়ামী লীগের নারী কর্মীর যো-গদান

    নেছারাবাদ সংবাদদাতা (পিরোজপুর):

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে শতাধিক আওয়ামী লীগের নারী কর্মীর যোগদান। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
    মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একযোগে যোগদান ও নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের শতাধিক নারী কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

    ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ সোহাগ ও রাজিব রায়হান নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এই যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজিব রায়হান, নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমীন মিয়া, সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    অনুষ্ঠানে বক্তারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

    বক্তারা বলেন, “বিএনপির গণতান্ত্রিক আদর্শ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
    এ সময় যোগদানকৃত নারী কর্মীরা বলেন, অতীতের রাজনৈতিক বিভ্রান্তি কাটিয়ে তারা এখন বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা সর্বাত্মক ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ সংবাদদাতা।।

  • পাইকগাছায় বিধবাকে কু-পিয়ে হ-ত্যা, রান্নাঘর থেকে ম-রদেহ উদ্ধার

    পাইকগাছায় বিধবাকে কু-পিয়ে হ-ত্যা, রান্নাঘর থেকে ম-রদেহ উদ্ধার

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।

    খুলনার পাইকগাছা উপজেলায় এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর শ্রীলেখা সানা (৬০) তিনি পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের বাসিন্দা এবং মৃত ফণীন্দ্র নাথ সানা (আমিন)-এর স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (গভীর রাতে) শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা । বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নিকটতম আত্মীয়রা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বসত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ দেখতে পান তারা।খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহের সুরতহাল কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

    প্রেরক,
    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • নাচোলে জাল সনদে চাকরির অভি-যোগ

    নাচোলে জাল সনদে চাকরির অভি-যোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে
    জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে। জাল সনদেই প্রায় তিন যুগ ধরে তিনি চাকরি করে আসছেন।এদিকে প্রায় তিন যুগ পর এখবর জানাজানি হলে উপজেলা জুড়েই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,উঠেছে সমালোচনার ঝড়।অন্যদিকে সচেতন মহল বলছে,শিক্ষকতার মতো একটি মহান পেশাকে তিনি কুলষিত করেছেন।তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তার বেতনভতার সমুদয় অর্থ ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা দেবার দাবি করেছেন।
    এদিকে ২১ জানুয়ারী বুধবার বাবর আলীর বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের এন্তাজ আলী।
    অভিযোগে বলা হয়েছে,কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী আমেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রী পাস সনদ নিয়ে বিগত ৯০ সালের ১৫ অক্টোবর সহকারি শিক্ষক হিসেবে চাকরি বাগিয়ে নেন।পরবর্তীতে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহন করেন। অভিযোগকারি এন্তাজ আলীর দাবী তার বিএ পাসের সনদ পত্রটি সম্পূর্ন ভূয়া। কিন্ত্ত বাবর আলী নিজেকে আমেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন বলে সনদ জালিয়াতির মাধ্যমে দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ শিক্ষকতা করে
    আসছেন। এই সময়ে সরকারের কোষাগার থেকে বেতনভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছেন।এদিকে বিষয়টি সন্দেহজনক হওয়ায় অভিযোগকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, অভিযুক্ত বাবর আলী কখানোই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন না।
    এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বাবর আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার বিরুদ্ধে করা অভিযোগটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া বলেন ,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।#

  • তারাগঞ্জে রা-সায়নিক সার কৃত্রিম সংকট সৃষ্টির দা‌য়ে সার ব্যবসায়ীকে জ-রিমানা

    তারাগঞ্জে রা-সায়নিক সার কৃত্রিম সংকট সৃষ্টির দা‌য়ে সার ব্যবসায়ীকে জ-রিমানা

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় কৃত্রিমভাবে রাসায়নিক সারের সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা দেওয়ার দায়ে এক সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২১ জানুয়ারি) বিকালে কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী স্বদেশ চন্দ্র সরকার (৪৫)-কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি উপজেলার ঘনিরামপুর গ্রামের মুকুল চন্দ্র সরকারের ছেলে।

    অভিযুক্ত ব্যবসায়ী কৃত্রিমভাবে রাসায়নিক সারের সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে সরবরাহে বাধা দিচ্ছিলেন, যা কৃষি বিপণন আইন, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন বলে জানা যায়।

    মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন।
    ওই সময় উপস্থিত থেকে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়।

    উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে সার সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • শুক্রবার  জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

    শুক্রবার  জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

    মো: বাবুল হোসেন পঞ্চগড় :

    ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পঞ্চগড়ে আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী।

     

    সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

     

    সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন। তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সকালে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নির্বাচনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবেন জামায়াত আমীর। তিনি দলীয় ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শরিক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন।

     

    তিনি আরও জানান, এ সময় কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা ছাড়াও নির্বাচনী জোটের শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

     

    সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পঞ্চগড়ের দুটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ

    গৌরনদীর সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালণা কমিটির সভাপতি ফাদার লিটন গমেজ। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম
    ‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক এস, এম, জুলফিকার, সাবেক সম্পাদক উত্তম দাস। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সি লাভলী ইমাকুলেট রোজারীও, ঝর্না দাস লাবনী, মিসেস মুক্তাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • দলীয় নি-র্দেশ অ-মান্য করে প্রার্থী হওয়ায় ইঞ্জিনিয়ার সোবাহান বিএনপি থেকে ব-হিষ্কার

    দলীয় নি-র্দেশ অ-মান্য করে প্রার্থী হওয়ায় ইঞ্জিনিয়ার সোবাহান বিএনপি থেকে ব-হিষ্কার

    কে এম সোহেব জুয়েল ঃ
    দলীয় নির্দেশ অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে বুধবার রাতে দলীয় প্রাথমিক সদস্য পদসহ দলের সকল প্রকার পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
    বুধবার রাত ৯টার দিকে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি‌ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানসহ সারা দেশ থেকে দলের বিভিন্ন পর্যায়ের অন্তত ৩৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে তাদেরকে বহিস্কার করা হয়েছে।

  • বাবুগঞ্জে প্রতীক বরাদ্দ উচ্ছ্বসিত প্রার্থী ও কর্মীরা

    বাবুগঞ্জে প্রতীক বরাদ্দ উচ্ছ্বসিত প্রার্থী ও কর্মীরা

    কেএম সোহেব জুয়েলঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল — ৩ (বাবুগঞ্জ- মুলাদি) আসনে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। (বুধবার ২১ জানুয়ারি সকাল ১০ টায় রিটানিং অফিস বাবুগঞ্জ এর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন দলের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন বাবুগঞ্জ উপজেলা রিটানিং কর্মকর্তা। এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    তারি ধারাবাহিকতায় ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ধানের শিশ প্রতিকের নেতা কর্মীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর কলেজ রোডে অবস্হিত জাতীয়তাবাদী দল বিএনপি এর কার্যালয় সম্মুখ থেকে ধানের শিশের নেতা কর্মিরা বন্দরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে অবশেষে পার্টি অফিসে জড় হয়ে ধানের শিশে ১২ ফেব্রুয়ারি সারাদিন ভোট দিয়ে ধানের শিশকে বিজয়ের লক্ষে জোড়ালো বক্তব্য দেন উপস্থিতি নেতা কর্মিরা।
    এ সময় কয়েক শতাধিক নেতা কর্মীদের মধ্যে ধানের শিশের প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীনকে বিজয়ের লক্ষে জোড়ালো বক্তব্য দেন ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ মালেক শিকদার , সদস্য সচিব মোঃ মামুন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোসারফ হোসেন খাঁন, উপজেলা নেতা মোঃ শাখাওয়াত হোসেন খাঁন, সাবেক যুবদলের জাহাঙ্গিরনগর ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা,মোঃ রাশেদ খান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মোল্লা ইউনিয়ন যুবদল নেতা মোঃ রফিক, মোঃ ইকবাল হোসেন খাঁন প্রমুখ।

    অপরদিকে লাঙ্গল প্রতীকের প্রার্খী দলের প্রেসিডিয়াম সদস্য একাধিকবার নির্বাচিত স্হানীয় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীক বরাদ্দ পেলেও তার পক্ষে কোন নেতা কর্মীকে আনন্দ উল্লাস করতে দেখা যায় নাই।

  • ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্র-ত্যাহার, লড়/বেন ৬৭ জন

    ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্র-ত্যাহার, লড়/বেন ৬৭ জন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১ টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে ৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার ১১ টি নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫জন,বাংলাদেশ খেলাফত মজলিসের ৪ জন,খেলা মজলিস এর ৪ জন ও স্বতন্ত্র ৬প্রার্থীসহ উনিশজন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

    ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহের ১১টি আসনে মোট ৬৭ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২১জানুয়ারী-২০২৬ বুধবার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

    মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান,স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ, ময়মনসিংহ-২(ফুলপুর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মতিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হাসান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ বদরুজ্জামান, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোস্তাক আহমেদ, ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী রেজাউল করিম, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে খেলাফত মজলিসের প্রার্থী রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম,ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কদ্দুস, খেলাফত মজলিসের প্রার্থী নজরুল ইসলাম,ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহাম্মদ হোসেন ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুঞ্জুরুল হক হাসান, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মামুন বিন আব্দুল মান্নান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী আল ফাতাহ মোঃ আঃ হান্নান,আলমগীর মাহমুদ, মুশফিকুর রহমান, ময়মনসিংহ-১১(ভালুকা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ছাইফ উল্লাহ পাঠান।

    এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১১৭ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ২৯ ডিসেম্বরের মধ্যে ৯৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। পরে রিটার্ণিং কর্মকর্তা কর্তৃক যাচাই বাছাইয়ে ৬৫ জনের মনোনয়ন পত্র বৈধতা পায় এবং মনোনয়ন পত্রে বিভিন্ন সমস্যা থাকায় রিটার্নিং কর্মকর্তা ২৯ জনের মনোনয়ন পত্র বাতিল করলে পরবর্তীতে নির্বাচন কমিশনের আপিল বিভাগে ২১ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পায়। ২০জানুয়ারী ১৯ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় ২১ জানুয়ারি প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করবেন ৬৭ জন প্রার্থী।