Author: desk

  • চারঘাটে জাতীয় নি-রাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাটে জাতীয় নি-রাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে  সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

    এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

    সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী সবার সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই সড়কে মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব।

    বক্তারা আরও বলেন, দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতি ও অবৈধ যানবাহন চলাচল। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ প্রয়োজন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।।

  • গোদাগাড়ীতে এইচএসসি পরীক্ষায়  জিপিএ – ৫ প্রাপ্তদের সং-বর্ধনা দিলেন  ইউএনও ফয়সাল আহমেদ

    গোদাগাড়ীতে এইচএসসি পরীক্ষায় জিপিএ – ৫ প্রাপ্তদের সং-বর্ধনা দিলেন ইউএনও ফয়সাল আহমেদ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ২০২৫ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটারিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ ও মাদ্রাসার ১০ জন মেয়ে ও ২ জন ছেলে শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, সুধিজন উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই আমাদের উপজেলায় এলাকার শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হোক। এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার ব্যপারে আগ্রহী করে তুলবে। পাবলিক পরীক্ষায় ফলাফল আরও ভাল হবে। প্রতিযোগিতা সৃষ্টি হবে।

    এর আগে গত ২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় পৌরসভা কার্যালয়ে বিশাল অনুষ্ঠান করে এসএসসি পরীক্ষায় পৌরসভার জিপিএ – ৫ বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ১ হাজার ৫০০ টাকার প্রাইজবন্ড, একটি সনদপত্র, দুটি বই এবং দুটি ফলের গাছ।

    প্রথম বারের মত এ ধরনের অনুষ্ঠান করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পৌরবাসীর নিকট প্রশংসায় কেন্দ্র বিন্দুতে উঠে এসেছিলেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী

  • পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পা-লিত

    পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পা-লিত

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা) ।।

    খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার পক্ষ থেকে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

    ২২ অক্টোবর বুধবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় ” মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” প্রতিপাদ্য বিষয়ের উপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, থানার এসআই আতিক রহমান, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, প্রধান শিক্ষক শামসুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, যুবনেতা আবু হুরায়রা বাদশা, প্রভাষক আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ আব্দুল বারী। উপস্থিত ছিলেন নিসচা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক এন ইসলাম সাগর, আলাউদ্দিন রাজা, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, আসাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, ফসিয়ার রহমান, জালাল আহমেদ, আবুল হাশেম, বদিউজ্জামান, শাহজামান বাদশা, মানসুর রহমান জাহিদ, কাজী সোহাগ, মাজহারুল ইসলাম মিথুন, মহানন্দ অধিকারী মিন্টু, চিকিৎসক সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম গাজী, রকি বিশ্বাস, আবু হানিফ মিলন, হারুন কাহারুল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নিরাপদ সড়ক চাই নিসচা নেতৃবৃন্দ।

    সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান।

    অনুষ্ঠান শেষে লন্ডনে চিকিৎসাধীন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • তারাগঞ্জে বাসের ধা-ক্কায় অটো ভ্যান চালকের মৃ-ত্যু

    তারাগঞ্জে বাসের ধা-ক্কায় অটো ভ্যান চালকের মৃ-ত্যু

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

    রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৩৫) নামের এক অটো ভ্যান চালকের মুত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫ টার দিকে রংপুর-দিনাজপুর মহসড়কের ইকরচালী বাজার সংলগ্ন উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মোতালেব হোসেন (৩৫) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মুরাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে অটো ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোতালেব হোসেন মারা যান এবং অটো ভ্যানে থাকা একজন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • অনি-য়মের আ-খড়া তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে: মালির হাতে ওষুধ বিতরণ -তদন্তের প্রতিশ্রুতি

    অনি-য়মের আ-খড়া তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে: মালির হাতে ওষুধ বিতরণ -তদন্তের প্রতিশ্রুতি

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

    রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র যেন দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। ওষুধ চুরির কেলেঙ্কারির পর এবার নতুন চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। হারবাল অ্যাসিস্ট্যান্ট ও মালি হিসেবে নিয়োজিত গৌতম রায় নিজের নির্ধারিত দায়িত্ব ছেড়ে দীর্ঘদিন ধরে বহির্বিভাগের ওষুধ বিতরণ কক্ষে বসে রোগীদের মধ্যে এলোপ্যাথি ওষুধ সরবরাহ করছেন। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিয়োজিত ফার্মাসিস্ট নিয়মিত অবহেলা করে সময় কাটাচ্ছেন আড্ডায় কিংবা ব্যক্তিগত কাজে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    গৌতম রায়ের পদবি ‘হারবাল অ্যাসিস্ট্যান্ট (মালি)’। তার মূল দায়িত্ব ভেষজ গাছপালার পরিচর্যা এবং হারবাল ওষুধ বিতরণে সহায়তা করা। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে বহির্বিভাগে বসে এলোপ্যাথি ওষুধ বিতরণ করছেন, যা তার যোগ্যতা ও দায়িত্বের বাইরে। অন্যদিকে, বহির্বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট নিয়মিত অফিসে উপস্থিত থাকলেও অধিকাংশ সময় মোবাইলে ব্যস্ত থাকেন বা চায়ের দোকানে আড্ডায় মগ্ন থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আরও জানান, এই ফার্মাসিস্ট নিজেকে ‘ডাক্তার’ হিসেবে পরিচয় দেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষিপ্ত হয়ে হুমকি পর্যন্ত দিয়েছেন।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এলোপ্যাথি ওষুধ বিতরণের জন্য ন্যূনতম যোগ্যতা হলো ফার্মাসিস্টের ডিগ্রি বা সংশ্লিষ্ট প্রশিক্ষণ। অযোগ্য ব্যক্তির দ্বারা ওষুধ বিতরণের ফলে রোগীদের ভুল চিকিৎসা, অ্যালার্জি, বা গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং ড্রাগ অ্যাক্ট ১৯৪০ (সংশোধিত) অনুযায়ী, অযোগ্য ব্যক্তির দ্বারা ওষুধ বিতরণ শাস্তিযোগ্য অপরাধ। স্বাস্থ্য ব্যবস্থাপনা আইন, ২০১৮ অনুসারে, এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত, প্রশাসনিক ব্যবস্থা, এমনকি মামলা পর্যন্ত হতে পারে।

    তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অনুসন্ধানে জানা গেছে, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ’র যোগদানের পর থেকে হাসপাতালের পরিস্থিতি আরও ভয়ানক অবনতির দিকে গেছে। ওষুধ চুরি, অতিরিক্ত ফি আদায়, এবং কর্মীদের অপেশাদার আচরণের অভিযোগ এখন নিত্যদিনের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু কর্মী মাদক সেবন করে সাব-সেন্টারে বেহুঁশ অবস্থায় পড়ে থাকেন, এমনকি পুলিশের হস্তক্ষেপে তাদের উদ্ধার করতে হয়। সরকারি অ্যাম্বুলেন্সে নির্ধারিত ৫০০ টাকা ফির পরিবর্তে ২-৩ গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে একটি সিন্ডিকেট রোগী ও তাদের পরিবারদের জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। রোগীরা অনেকেই অভিযোগ করেন, ড্রাইভার কখনও রশিদ প্রদান করেন না। রক্ত ও অন্যান্য টেস্ট করাতে গেলে পাওয়া যাচ্ছে না নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের। বদরগঞ্জ উপজেলায় বাড়ি হওয়ায় একজন স্বাস্থ্যকর্মীকে প্রায়ই দেরিতে আসা ও দুপুর ২’টার আগেই প্রস্তানের সুস্পষ্ট তথ্য পাওয়া গিয়েছে।

    সবচেয়ে বড় অভিযোগ কর্মরত ডাক্তারদের নিয়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ’র কাছে ছুটি না নিয়ে নিজেই নিজের ছুটি ঘোষণা করছেন। এবং সে অনুযায়ী কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন গাইনি কনসালটেন্ট ডা. কেয়া রানি। কেয়া রানীর বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। তিনি নিয়মিত অফিসে অনুপস্থিত থাকেন এবং স্বল্প সময় দিয়ে ব্যক্তিগত চেম্বারে চলে যান। এ নিয়ে রোগী ও তাদের পরিবারের পক্ষ থেকে ক্ষোভের শেষ নেই।

    সার্বিক পরিস্থিতি নিয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহকে জিজ্ঞেস করলে তিনি জানান, “কেউ যদি নিজের দায়িত্বে অবহেলা করে, তবে তার জবাবদিহি করতে হবে।” তবে তিনি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা উল্লেখ করেননি।

    অন্যদিকে, আশার কথা জানিয়ে রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা আশ্বাস দিয়ে বলেন, “এসব গুরুতর অনিয়মের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে রোগীদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।”

    তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অব্যবস্থাপনা ও অনিয়মের ঘটনায় স্থানীয়রা হতাশ ও ক্ষুব্ধ। তারা দ্রুত স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ একটি সেক্টরে এ ধরনের অপেশাদার আচরণ শুধু রোগীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে না, বরং জনগণের আস্থাও ক্ষুণ্ন করছে। সিভিল সার্জনের প্রতিশ্রুতির পর সবার দৃষ্টি এখন তদন্তের ফলাফল ও ব্যবস্থার দিকে। প্রশ্ন উঠছে— এই অনিয়মের জাল কি ভাঙা সম্ভব হবে, নাকি তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আরও অন্ধকারে নিমজ্জিত হবে?

  • ময়মনসিংহে জাতীয় নি-রাপদ সড়ক দিবস -২০২৫ উপলক্ষে র্যা-লী ও আলোচনা সভা অ-নুষ্ঠিত

    ময়মনসিংহে জাতীয় নি-রাপদ সড়ক দিবস -২০২৫ উপলক্ষে র্যা-লী ও আলোচনা সভা অ-নুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    মান সম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৫ পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন, বিআরটিএ ময়মনসিংহ বিভাগীয় ও জেলা সার্কেল অফিসের আয়োজনে ও ময়মনসিংহ সড়ক জনপদ বিভাগের সহযোগিতায় বুধবার (২২অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    রেলীতে নেতৃত্ব দেন ও সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।সমাবেশ পরিচালনা করেন বিআরটিএ ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী সুব্রত কুমার দেবনাথ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম।আলোচনায় অংশ গ্রহণ করেন সড়ক ও জনপদ ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,বিআরটিএর সহকারী পরিচালক আবু নাঈম শেখ ও মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবর, জেলা ট্রাফিক বিভাগের প্রশাসক আবু নাসের মোহাম্মদ জহির,জেলা মটর মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ আবু সাঈদ, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী প্রমূখ।

    সভায় বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে, যা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই। বক্তারা আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর এখনই জোর দিতে হবে।

    আলোচনা সভা শেষে, সড়ক ও জনপদ বিভাগেরের সহযোগীতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও শতাধিক হেলমেট বিতরণ করা হয়। এছাড়া পরবর্তী মাসব্যাপী জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।

    আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • নলছিটিতে প্রভাবশালীদের জমি দ-খলের পাঁ-য়তারা — নিরীহ পরিবারের ওপর হা-মলা ও হ-ত্যার হুম-কি

    নলছিটিতে প্রভাবশালীদের জমি দ-খলের পাঁ-য়তারা — নিরীহ পরিবারের ওপর হা-মলা ও হ-ত্যার হুম-কি

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে নিরীহ এক পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা, হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

    অভিযোগকারী আকাশ বিশ্বাস সুজিত (৪০), পিতা সন্তোষ বিশ্বাস, সাং—নাচনমহল, ৪নং ওয়ার্ড, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠি। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় নলছিটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

    তিনি জানান, একই ইউনিয়নের আনোয়ার হাওলাদার (৪৮), পিতা মৃত কাদের হাওলাদার, সাং—কুড়ালিয়া, তার স্ত্রী নাজমা বেগম (সুমা) (৩৮) ও আত্মীয় আবুল কালাম (৬০), পিতা মৃত মুজাহার হাওলাদারসহ আরও কয়েকজন মিলে তার পৈতৃক জমি দখলের চেষ্টা করছে।

    আকাশ বিশ্বাসের অভিযোগ, আনোয়ার হাওলাদার একটি ভুয়া নোটারি দলিল তৈরি করে তার পৈতৃক ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে।

    তিনি বলেন, “প্রায় ১৫–২০ দিন আগে আনোয়ার হাওলাদারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। বাধা দিলে আমাদের ওপর প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ গত ৯ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে তারা আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে তারা প্রাণে মারার হুমকি দিয়ে পালিয়ে যায়।”

    তিনি আরও জানান, ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তারপরও আনোয়ার হাওলাদার ও তার অনুসারীরা নিয়মিতভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

    আকাশ বিশ্বাসের দাবি, আনোয়ার হাওলাদার অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রভাব খাটিয়ে এলাকায় একধরনের সন্ত্রাসী আধিপত্য বিস্তার করেছিলেন। সেই প্রভাবের ধারাবাহিকতায় এখনো তিনি এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছেন এবং সাধারণ মানুষকে হয়রানি করছেন।

    বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আকাশ বিশ্বাস।

    তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন,
    “আপনাদের কলমের মাধ্যমে এই সন্ত্রাসী চক্রের আসল চেহারা মানুষ জানতে পারবে বলে আমি আশাবাদী।”

  • রায়গঞ্জে  সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের  রুহের মাগফেরাত কামনায়  উপজেলা প্রেসক্লাবে দো-য়া মাহফিল

    রায়গঞ্জে সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের রুহের মাগফেরাত কামনায় উপজেলা প্রেসক্লাবে দো-য়া মাহফিল

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জামাতের নায়েবে আমির সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের রুহের মাগফেরাত কামনায় রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ২২ শে অক্টোবর বুধবার বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম নজরুল ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এশিয়ান টেলিভিশনের চলনবিল প্রতিনিধি শামীম উদ্দিন খান, রুগ্ন সম্পাদক অভিজিৎ কুমার দাস কোষাধক্ষ্য শাহিন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহিন খান ।প্রচার সম্পাদক আরিফুল ইসলাম রানা, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি পারভেজ সরকার, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার একরামুল ইসলাম।
    রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা প্রবীণ সাংবাদিক আবুল কালাম বিশ্বাসকে হারিয়ে নিরর্বাক হয়ে পড়েছেন। তার আত্মা মাগফিরাত কামনা করে দোয়া করেন।

  • পঞ্চগড়ে নিরা-পদ সড়ক দিবস পালিত

    পঞ্চগড়ে নিরা-পদ সড়ক দিবস পালিত

    মোঃ বাবুল হোসেন ,পঞ্চগড়:

    পঞ্চগড় জেলা প্রশাসন বিআরটিএ পঞ্চগড় সার্কেলের আয়োজনে নিরাপদ সড়ক দিবস  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বেলুন উড়িয়ে দিবসটির সুচনা করা হয়,পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যারি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের হলরুমের আলোচনা সভায় এসে মিলিত হয়।

    মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে

    অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এডিএম এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল এর মটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, সড়ক ও জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন, ট্রাক ট্যাংলরী সমিতি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

    আলোচনা সভা শেষে বৈধ মালিকানা ও ড্রাইভিং লাইসেন্স আছে এমন ১০ জনকে হেলমেট উপহার দেন বিআরটিএ কর্তৃপক্ষ।

  • বরগুনার তালতলীতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চু-রি

    বরগুনার তালতলীতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চু-রি

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়টি বুধবার উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই রাতের আঁধারে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দারা থানা-পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

    এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও দলিল লেখক দুলাল মিয়া বলেন, ‘সকালে এসে দেখি অফিসের সামনে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সমিটার নেই। উদ্বোধনের আগের রাতে এমন চুরির ঘটনা রহস্যজনক। ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি।’

    এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ বলেন, ‘বিষয়টি আমরা থানায় লিখিতভাবে জানিয়েছি।’

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।।