Author: desk

  • গোদাগাড়ীতে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জ-রিমানা ও ৬০ বস্তা সার উ-দ্ধার

    গোদাগাড়ীতে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জ-রিমানা ও ৬০ বস্তা সার উ-দ্ধার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের নোন্দাপুর মহালেন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী বিনির্দেশ বহির্ভূত সার বিক্রির অভিযোগে একজন সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত ৬০ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। বিক্রির অর্থ পরবর্তীতে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

    মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এছাড়া নিরাপত্তা সহযোগিতা প্রদান করে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র।

    এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “কৃষকদের অধিকার সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে আছে। কোনোভাবেই সার নিয়ে কারসাজি বা বিধি বহির্ভূত বাণিজ্য বরদাস্ত করা হবে না। আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, এ কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী ।

  • নড়াইলে ব্রাক অফিসের সামনে মোটরসাইকেল ও ট্রলির মু-খোমুখি সং-ঘর্ষ, কিশোর নিহ-ত

    নড়াইলে ব্রাক অফিসের সামনে মোটরসাইকেল ও ট্রলির মু-খোমুখি সং-ঘর্ষ, কিশোর নিহ-ত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে জসিম মোল্যা (১৫) নামে এক মোটরসাইকেল চালক কিশোর নিহত হয়েছেন।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
    জসিম মোল্যা উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
    নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রোববার বিকেলে জসিম মোল্যা নামে ওই কিশোর হবখালি ইউনিয়নের ফলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল শহরের দিকে আসছিলেন। প্রতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রলির সঙ্গে জসিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জসিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
    নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, বিকেলে এক্সিডেন্ট হয়। পরে খুলনা নেওয়ার পথে ছেলেটি মারা যায়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর প্রেস বিজ্ঞপ্তি

    গত ০৭ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা তথ্য সংগ্রহের জন্য কামারখন্দ থানা এলাকায় যান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভেবে জনৈক ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে । এক পর্যায়ে তিনি বাড়ির পাশে বিলে ঝাঁপ দিলে ডুবে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্থানীয় অনুসন্ধানে জানা যায় যে, উক্ত ব্যাক্তির নাম মোঃ শাওন রেজা, পিতা- মোঃ নূরুল মন্ডল, গ্রামঃ শাহবাজপুর, থানাঃ কামারখন্দ, জেলাঃ সিরাজগঞ্জ। তার নামে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় মাদক মামলা রয়েছে এবং এলাকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উক্ত বিষয়ে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় র‌্যাব সদস্যদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • তারাগঞ্জে পুরাতন কষ্টিপাথরের মূর্তির’ ফাঁ-দে ফেলে প্র-তারণা: প্রতা-রক চক্রের ৪ সদস্য গ্রে-প্তার

    তারাগঞ্জে পুরাতন কষ্টিপাথরের মূর্তির’ ফাঁ-দে ফেলে প্র-তারণা: প্রতা-রক চক্রের ৪ সদস্য গ্রে-প্তার

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধিঃ

    অমূল্য পুরাতত্ত্বের লোভ দেখিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত ফাঁস হয়েছে রংপুরের তারাগঞ্জে। পুলিশের অভিযানে একটি কালো ধাতব মূর্তি, যাকে প্রতারকরা ৪২০ কোটি টাকা মূল্যের ‘কষ্টি পাথর সদৃশ নারায়ণ মূর্তি’ বলে দাবি করেছিল-মূর্তিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী ওই যুবক প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

    স্থানীয় সূত্র জানা যায় রবিবার বিকেলে তারাগঞ্জ থানাধীন শিয়ালডাঙ্গা ব্রিজের পাশে অভিযান চালিয়ে পুলিশ এই চক্রকে ধরতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ খলিল ফকির (৭৫), শ্রী সুবাস শীল (৩০), মোছাঃ মমতা বেগম (৩৬) এবং শ্রীমতি জোসনা রানী (৬০)—সবাই নীলফামারীর সৈয়দপুর থানার হাজারীহাট এলাকার বাসিন্দা।

    পুলিশ জানিয়েছে, মূর্তিটির ওজন প্রায় ৩ কেজি, লম্বায় ১০ ইঞ্চি, এবং এটি একটি সাধারণ ধাতব বস্তু, যার অনুমানিক মূল্য মাত্র ৫ লক্ষ টাকা। তবে প্রতারকরা এটিকে অতি মূল্যবান পুরাতন ধাতব মূর্তি বলে প্রচার করে ভুক্তভোগীকে ফাঁদে ফেলেছিল।

    নীলফামারীর কিশোরগঞ্জ থানার বগুলাগাড়ী মুন্সিপাড়ার বাসিন্দা ভুক্তভোগী মোঃ পারভেজ হোসেনের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ৪ মাস আগে তার প্রতিবেশী চাচা মোঃ আলেফ হোসেন (৩২) খলিল ফকিরের কাছে চিকিৎসা নিতে গিয়ে মূর্তির কথা জানতে পারেন। খলিল কবিরাজ পারভেজকে মূর্তিটি দেখিয়ে লোভ দেখান। প্রথমে পূজার নামে ৫ হাজার টাকা নেওয়া হয়, পরে ১০ লক্ষ টাকায় বিক্রির লোভ দেখিয়ে অগ্রিম ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

    পারভেজ জানান, “আসামিরা আমাকে বিশ্বাস করিয়ে টাকা নিয়েছে, কিন্তু মূর্তিটি দেখে সন্দেহ হলে স্থানীয়দের কাছে খোঁজ নিই। খলিলের চক্রটি দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছে বলে জানতে পারি। তার পরিবারের অন্যান্য সদস্যও একই কাজে জড়িত। গ্রেপ্তারও হয়েছেন কেউ কেউ। রবিবার বিকেলে শিয়ালডাঙ্গা ব্রিজের কাছে লেনদেনের কথা বলে খলিলকে ডাকি। কৌশলে স্থানীয় লোকজনের সহায়তায় চক্রের বাকি সদস্যদেরও ডেকে আনি। এরপর মূর্তিসহ চক্রের অন্যান্য সদস্যদের আটক করে পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি জব্দ করে এবং আসামিদের গ্রেপ্তার করে।”

    তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, “এটি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের কাজ। আসামিরা পুরাতন মূর্তির লোভ দেখিয়ে অনেককে ঠকিয়েছে। কিন্তু ভুক্তভোগীর সতর্কতায় এই চক্রটি ফেঁসে গেছে। আসামিদের বিরুদ্ধে আরও অভিযোগের সম্ভাবনা রয়েছে, সে দিকেও তদন্ত চলছে।”

  • আশুলিয়ায় ফে-নসিডিলসহ দুই মা-দক কার-বারিকে আট-ক

    আশুলিয়ায় ফে-নসিডিলসহ দুই মা-দক কার-বারিকে আট-ক

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে নগদ টাকা, মোটরসাইকেল ও মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।

    গত রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার বাগবাড়ী মিছারবাগ চায়না বিল্ডিং এর সামনে থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলো-আশুলিয়ার বাগবাড়ি এলাকার আশরাফুল (৩০) ও আশুলিয়ার পূর্ব ধোনাই এলাকার মাসুদ (৫৫)।

    যৌথ বাহিনী জানায়, রবিবার রাত ৮টার দিকে আশুলিয়ার বাগবাড়ি এলাকায় সেনা টহল চলাকালে হেয়ার ফ্যাক্টরির সামনে থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় ১ জনকে আটক করা হয়। পরে তাদের সহযোগিতায় মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক মাদক ব্যবসায়ী মাসুদকে আটক করা হয়। আটককৃত মাসুদের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৪ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    যৌথ বাহিনী আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে সেনাবাহিনীর সদস্যরা জানান।

  • শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্তির অ-কাল মৃ-ত্যুতে কুবির শিক্ষক,শিক্ষার্থীদের মাঝে শো-কের মা-তম

    শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্তির অ-কাল মৃ-ত্যুতে কুবির শিক্ষক,শিক্ষার্থীদের মাঝে শো-কের মা-তম

    তরিকুল ইসলাম তরুন, 

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী এবং তার মায়ের মর্মস্পর্শী বিদায় পুরো কুমিল্লা শহরকে স্তব্ধ করে দিয়েছে। 

    বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আফরিনের  আগামীকালই ছিল তার সেমিস্টার ফাইনাল পরিক্ষা,  কিন্তু সেই স্বপ্নভরা সকালে তাকে আর দেখা গেল না বইখাতা হাতে—তার পাশে নেই মমতাময়ী মা তাহমিনা বেগম (৪৫)কে।

    তাদের নিথর দেহ পাওয়া গেছে শহরের কালিয়াজুরী পাক্কার মাথা সংলগ্ন ভাড়া বাসা হাতেখড়ি পাঠশালা ভবনের দ্বিতীয় তলায় ভিন্ন ভিন্ন কক্ষে। 

    মা মেয়ে একসঙ্গে থাকলেও শেষ বিদায়ে তারা রয়ে গেলেন দুই কক্ষে—কিন্তু একই শোকের আবরণে।

    হারিয়ে গেল একটি স্বপ্নময় জীবন। রিন্তির 

    বন্ধুদের ভাষ্য অনুযায়ী, সুমাইয়া ছিলেন সবার প্রাণের মানুষ। পড়াশোনায় মনোযোগী, হাসিখুশি আর স্বপ্নে ভরা। পরীক্ষার আগের রাতেও তিনি বই নিয়ে ব্যস্ত ছিলেন—কেউ ভাবতেও পারেনি, সেটিই হবে তার জীবনের শেষ প্রস্তুতি।

    চিরশান্তিতে থাকুন সুমাইয়া আফরিন ও তাহমিনা বেগম এমন মনোভাব জানিয়েন একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা।এদিকে দিনভর চলছে প্রশাসনের তদন্ত, কেউ কেউ বলছে কথিত কবিরাজ বা তার কোন বন্ধুর সাথে তর্কবির্তকের এক পর্যায ঘটতে পারে মা মেয়ের মৃত্যু। স্থানীয় দের ও রিন্তির বড় ভাই আল আমিন দাবি করেন ঘাতকরা কুমিল্লা শহরেই আছে, প্রশাসন চেষ্টা করলে দ্রুত ধরা সম্ভব। এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ইনচার্জ মহিনুল ইসলাম বলেন পুলিশ, ডিবি, সিআইডি যৌথ ভাবে কাজ করছে অপরাধী দের শনাক্ত করতে।মামলা প্রক্রিয়াধিন আসামি ধরা পড়বে আশাবাদ।

  • সাংবাদিক কে এম সবুজের ওপর হা-মলা

    সাংবাদিক কে এম সবুজের ওপর হা-মলা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    এনটিভির স্টাফ রিপোর্টার, কালের কণ্ঠের ঝালকাঠি জেলা প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সবুজকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
    জানা যায়, ‘নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মহসিন’ এই শিরোনামে গত ১৯ জুন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর থেকেই মহসিন সাংবাদিক কে এম সবুজের ওপর ক্ষিপ্ত ছিল। মহসিন ও তাঁর সহযোগী রাশেদ খান মিঠুর নেতৃত্বে নলছিটি চায়না মাঠের উত্তর পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। এর পরেও তাঁরা কাজ চালিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে কথা বলার জন্য নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম ও সাধারণ সম্পাদক কে এম সবুজকে তাঁর কার্যালয়ে দেখা করতে বলেন। দুপুর দুইটার দিকে দুই সাংবাদিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে আগে থেকেই বসা ছিলেন মোহাম্মদ মহসিন ও রাশেদ খান মিঠু। নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে বসেই মহসিন ও মিঠুকে নির্মাণ কাজ বন্ধ করতে বলেন ইউএনও। এতে তাঁরা ক্ষিপ্ত হয়। এসময় সাংবাদিক কে এম সবুজ ইউএনওর কথার সঙ্গে একমত পোষণ করলে রাশেদ খান মিঠু ও মহসিনের সঙ্গে কথার কাটাকাটি হয়। পরে ইউএনওর সঙ্গে বৈঠক শেষে নিচে নামলে মহসিন ও মিঠুর নেতৃত্বে পাঁচ-ছয়জন মিলে হামলা করে সাংবাদিক কে এম সবুজের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সাংবাদিক সবুজকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
    আহত সাংবাদিক কে এম সবুজ বলেন, গত ১৮ জুন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মিজানুর রহমান মোহাম্মদ মহসিনের নামে থানায় একটি অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে আমি একটি নিউজ করি। এ নিউজ প্রকাশিত হওয়ার পর থেকে মহসিন বিভিন্ন সময় আমাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। মহসিন ও মিঠুর নেতৃত্বে অবৈধ একটি স্থাপনা নির্মাণে ইউএনও বাধা দেয়। আমাকে এবং প্রেসক্লাবের সভাপতিকে ইউএনও ডাকলে, সেখানে যাই। নিচে নামলেই মহসিন ও মিঠুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করে।
    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। এ ব্যাপারে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

  • ঝালকাঠি শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থ-তা ও প্রেসক্লাব সভাপতির রু-হের মাগফিরাত কামনায় মিলাদ ও দো-য়া

    ঝালকাঠি শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থ-তা ও প্রেসক্লাব সভাপতির রু-হের মাগফিরাত কামনায় মিলাদ ও দো-য়া

    রিপোর্ট : ইমাম বিমান 

    বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঝালকাঠি জেলা শাখার আয়োজনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক সাবেক সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনা ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

    সোমবার ৮ সেপ্টেম্বর ঝালকাঠি কালেক্টর জামে মসজিদে আসর নামাজ বাদ জেলা শ্রমিক দলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ‌। উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও বিএনপি পরিবারের মৃত্যু বরণকারী সকল সদস্যদের জন্য দোয়া করা হয়। একইসাথে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা দোয়া করা হয়।

    জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতানের সভাপতিত্ব দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ, সহ সভাপতি মোঃ বাচ্চু হাওলাদার, পৌর কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত, সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।

  • খাবারে বি-ষ মিশিয়ে হ-ত্যার অভিযোগে মা-মলা, ৮ মাস পর কব-র থেকে লা-শ উত্তোলন

    খাবারে বি-ষ মিশিয়ে হ-ত্যার অভিযোগে মা-মলা, ৮ মাস পর কব-র থেকে লা-শ উত্তোলন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড় সদর উপজেলায় খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে দাফনের ৮ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে খামিরুল ইসলাম নামে এক মৃত ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। 
    সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের রায়পাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
    এ সময় পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
    এর আগে, চলতি বছরের ১৬ জানুয়ারি খামিরুল ইসলাম চিকিৎসারত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান। পরে গত ৩ ফেব্রুয়ারি খামিরুলের বাবা তবিবর রহমান বাদী হয়ে মোট তিনজনকে আসামী করে খাবারে বিষ মিশিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে পঞ্চগড় আমলী আদালত-১ এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
    আসামীরা হলেন- খামিরুলের স্ত্রী মৌসুমী আক্তার, তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের গুয়াবাড়ি এলাকার মৃত বোয়ালু মুন্সির ছেলে আব্দুর রউফ এবং তার স্ত্রী ইতি আক্তার।
    মামলা সূত্রে জানা যায়, মৃত খামিরুলের সঙ্গে অভিযুক্ত আব্দুর রউফের ব্যক্তিগতভাবে সুসম্পর্ক ছিলো। সেই সুবাদে খামিরুলের বাড়িতে অবাধে যাতায়াত করতেন আব্দুর রউফ। এক পর্যায়ে খামিরুলের স্ত্রী মৌসুমী আক্তারের সাথে আব্দুর রউফ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা বিয়ের প্রস্তুতি নিতে থাকে, এজন্য খামিরুলকে মেরে ফেলার পরিকল্পনা করে। পুরো ব্যাপারটিতে সহযোগিতা করে আব্দুর রউফের স্ত্রী ইতি আকতার। তবে এসবের কিছুই বুঝে উঠতে পারেনি খামিরুল।
    মামলায় আরো উল্লেখ করা হয়, গত ১৪ জানুয়ারি সুসম্পর্কের সূত্র ধরে বেড়াতে আসেন আব্দুর রউফ ও তার স্ত্রী ইতি আকতার। এদিন রাতে রুটি খেতে দেয়া হয় খামিরুলকে। খাওয়ার পরই অসুস্থ্য হয়ে পড়েন তিনি। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
    পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী দেলওয়ার হোসেন রাসেল বলেন, অভিযুক্তদের একটি কল রেকর্ড থেকে বাদীর পরিবার স্পষ্ট হয়- তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিলো এবং তাদের কথোপকথনে ধারণা করা হয়- খাবারে বিষ প্রয়োগ করে তাকে মারা হয়েছে। এজন্য বাদী মামলাটি দায়ের করেন। পরে আদালত বিষয়টি তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। পিবিআই তদন্তের স্বার্থে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদলত তাদের আবেদন মঞ্জুর করে লাশ উত্তোলনের নির্দেশ দেন।
    সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান বলেন, আদালত কর্তৃক জেলা প্রশাসনের কার্যালয়ে মামলার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন, ময়না তদন্ত এবং সুরতহালের জন্য একটি নির্দেশনা আসে। আমি এটির দায়িত্বপ্রাপ্ত হই এবং সিআরপিসি ১৭৬ ধারা অনুযায়ী কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

  • তারাকান্দায় এনসিপি নেতা মাসুদের উ-পর হা-মলার প্র-তিবাদে ময়মনসিংহে বিক্ষো-ভ সমাবেশ

    তারাকান্দায় এনসিপি নেতা মাসুদের উ-পর হা-মলার প্র-তিবাদে ময়মনসিংহে বিক্ষো-ভ সমাবেশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার নেতা মোঃ মাসুদ রানার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। এসময় তারা অতিদ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান।

    সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর টাউন হল মোড় জুলাই চত্বরে এই প্রতিবাদ সমাবেশ আজ বিকেলে অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতা এডভোকেট এটিএম মাহবুব উল আলম, মোঃ জসিম উদ্দিন,মোঃ সোহেল, মোঃ ফোয়াদ খান, ফার্নিম,রুমা আক্তার পিংকি প্রমূখ নেতৃবৃন্দ।

    এনসিপি নেতা এডভোকেট এটিএম মাহবুব উল আলম তার বক্তব্যে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে পথরোধ করে জেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মাসুদ রানার ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাসুদ রানা (৩৬) উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আ. আজিজের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য ও কৃষি উইং : জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় প্রতিনিধি।

    এনসিপি নেতা মাসুদ রানা বলেন, তারাকান্দায় যাওয়ার পথে কাশিগঞ্জ বাজারের ঈদগাহ মাঠ এলাকায় যাওয়ার পর দুজন ছেলে তার গতিরোধ করে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও ১০-১২ জন। এ সময় সন্ত্রাসীরা তাকে টেনেহিঁচড়ে নীরব জায়গায় নেওয়ার চেষ্টা করে। সে যেতে না চাইলে তাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাদের কাছ থেকে মাসুদ রানাকে উদ্ধার করে।

    এই ঘটনার পর কাশিগঞ্জ বাজারে হামলার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, এ বিষয়ে মাসুদ রানা থানায় একটি অভিযোগ দায়েরের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।