Author: desk

  • ভুরুঙ্গামারী এলজিইডির প্রভাতী প্রকল্পে কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

    ভুরুঙ্গামারী এলজিইডির প্রভাতী প্রকল্পে কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    ভুরুঙ্গামারী এলজিইডির তত্ত্বাবধনে প্রভাতী প্রজেক্ট এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ও এডিপি প্রকল্পের মাধ্যমে বাজার উন্নয়ন ও ড্রেন, রাস্তা নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। ফলে প্রভাতী প্রকল্পের আওতায় সমাজের পিছিয়েপড়া দারিদ্র জনগোষ্ঠীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়ন আর যোগাযোগ ব্যবস্থা, হাটবাজারের বিবর্তন ঘটেছে।

    ভুরুঙ্গামারী এলজিইডি সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র তত্ত্বাবধনে ২০২৪-২০২৫অর্থবছর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল এবং এডিপি প্রকল্পের মাধ্যমে নার্সারি মোড় হতে সরকারি কলেজ মসজিদ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে ঠিকাদারের মাধ্যমে সমাপ্ত হয়েছে। এতে জলাবদ্ধতা নিরসনসহ জনগন উপকৃত হচ্ছেন। এছাড়াও ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের এডিপি এবং রাজস্ব বরাদ্দ হতে ২০২৪-২৫ এবং ২০২৫-২৬অর্থবছরে জন-গুরুত্বপূর্ন প্রকল্প টেন্ডার/আরএফকিউ প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা পরিষদ চত্বর শোভা বর্ধন, মহিলা মাদ্রাসাগামী রাস্তা, কবরস্থানগামী ও মিলনী স্কুলগামী রাস্তা নির্মাণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ সর্বোচ্চ গুণগতমান ও সচ্চতা বজায় রেখে ঠিকাদারের মাধ্যমে শেষ হয়েছে।

    অপরদিকে ভুরুঙ্গামারী উপজেলা এলজিইডির অধীনে প্রভাতী প্রকল্পের মাধ্যমে আন্ধারীঝাড়, জয়মনিরহাট, পাথরডুবি, চর ভুরুঙ্গামারী, বঙ্গসোনাহাট ৫টি ইউনিয়নের সমাজের পিছিয়েপড়া হতদারিদ্র জনগোষ্ঠীরা।পেয়েছে কর্মসংস্থান আর হয়েছে জীবনমানের উন্নয়নসহ বদলেছে যোগাযোগ ব্যবস্থা ও হাটবাজার। প্রভাতী প্রকল্পের আওতায় বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করেছেন ভুরুঙ্গামারী এলজিইডি। উল্লেখ্য, ভুরুঙ্গামারী এলজিইডির প্রভাতীর মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলাট ৫টি ইউনিয়নের এলসিএস সদস্য প্রায় ৫০০জন বেকারের দরিদ্র জনগোষ্ঠীর হয়েছে কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়ন। এছাড়াও প্রভাতী প্রকল্পের মাধ্যমে ১০কিলোমিটার পাকা রাস্তা ও ৮টি গ্রামীণ হাটবাজার নির্মাণ হয়েছে।

    আন্ধারীঝাড় এবং জয়মনিরহাট বাজার নির্মাণে প্রভাতী প্রকল্পের এলসিএস দলের সাধারণ সম্পাদক ও সভাপতি নার্গিস বেগম, সুমি বেগম সাহিদা বেগম, কোহিনুর বেগম, রহিমা বেগম, সাবানা, হালিমা, আলেয়া, মোর্শেদা বলেন, এলজিইডি উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সার্বিক নির্দেশনায় হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম ও প্রভাতী প্রকল্পের সহকারী মাঠ প্রকৌশলী বোরহানের সার্বিক সহযোগিতায় প্রভাতী প্রকল্পের আওতায় আন্ধারীঝাড় বাজার ও জয়মনিরহাট বাজার নির্মাণ কাজ আমাদের (এলসিএস মহিলাকর্মী) তত্তাবধানে সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে এবং প্রকল্পে কর্মসংস্থান পেয়ে দরিদ্র পরিবারের স্বচ্ছলতা ফিরে এসেছে। সামাজিক উন্নয়নে বদলে গেছে গ্রামীণ পরিবেশ। পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজারের এলসিএস কর্মী শুখরন ও ইয়াসমিন বলেন, গ্রামীণ হাটবাজার উন্নয়ন এবং নারীদের কর্মসংস্থান ও এলাকার আত্ন-সামাজিক উন্নয়নে বদলে যাচ্ছে গ্রামীণ পরিবেশ। সরকারের দিগুন রাজস্ব বেড়েছে। আর এসব কাজে কর্মসংস্থান ও সঠিকভাবে লভাংশ নির্দিষ্ট সময়ে পেয়ে সংসারে নেমেছে স্বচ্ছলতা। পাশাপাশি বেকার যুব ও নারীদের চলছে বিনা-অর্থে বিভিন্ন ট্রেডে আবাসিক কারিগরি প্রশিক্ষণ।

    সরেজমিনে জানা গেছে, দেশের সবচেয়ে দারিদ্র পিড়িত জেলা কুড়িগ্রাম। যেখানে প্রায় প্রতি বছর বন্যার মুখোমুখি হয় সাড়ে চার শতাধিক চরাঞ্চল এবং নিভৃত মফস্বল অঞ্চলের অসংখ্য মানুষ। এতে জেলার অভ্যন্তরীণ প্রভাব পড়ে আর জীবিকায় অনিশ্চয়তা পরিস্থিতি থেকে উত্তরণে প্রভাতী প্রকল্প হাতে নেয় সরকার। এই প্রকল্পে হাট বাজার গ্রামীণ সড়ক উন্নয়ন ওমবন্যা আশ্রয় কেন্দ্রের মত গুরুত্বপূর্ন অবকাঠামো উন্নয়ন বাস্তবায়ন করছেন এলজিইডি এবং অর্থায়নে বাংলাদেশ সরকার ও ইফাত। সেখানে চরাঞ্চল ও নিভৃত মফস্বল অঞ্চলের কর্মহীন মানুষ পায় বেশী গুরুত্ব।

    স্থানীয় একরামুল হক, কবির উদ্দিন, বাচ্চু মিয়া, আলতাব হোসেন ,ইসাহাকসহ অনেকে বলেন, অবহেলিত এই উপজেলায় রাস্তা, ড্রেন ও বাজার উন্নয়নে আমরা অত্যন্ত খুশি এবং সকল কাজ সচ্চতার মাধ্যমে সঠিক গুনগতমাণ নিশ্চিত করে ঠিকাদারের মাধ্যমে কাজ বাস্তবায়ন হয়েছে।

    স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবদিন, মহির উদ্দিন, জালাল হোসেন জানান, প্রভাতী প্রকল্পের হাটসেটে ব্যবসা করে অনেক সুবিধা ভোগ করে আসছি। ব্যবসায় বেড়েছে অনেক লাভ।

    এলজিইডি উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, প্রভাতী প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কারিগর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করতে কাজ করা হচ্ছে এবং নিদিষ্ট সময়ের পূর্বে হাট বাজারের কাজ সমাপ্ত হবে এবং এলসিএস কর্মী তাদের লভ্যাংশ বুঝিয়া পাবে। এছাড়াও উপজেলা প্রকৌশলী আরো জানান উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত এবং জনগুরুত্ব বিবেচনা করে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬অর্থবছরের এডিপি ও উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের মাধ্যমে কিছু প্রকল্প টেন্ডার/আরএফকিউ প্রক্রিয়ায় সচ্চভাবে ঠিকাদার নিযুক্ত করে সুষ্ঠুভাবে সচ্চতার সহিত সমাপ্ত করা হয়েছে এবং উপজেলায় জীবনমান উন্নয়ন হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার দিপ জন মিত্র বলেন, ভূরুঙ্গামারী উপজেলার জনগনের চাহিদার ভিত্তিতে এডিপি প্রকল্পের মাধ্যমে জনগুরুত্বপূর্ন কিছু রাস্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন হয়েছে এবং উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারসহ কাজগুলো পরিদর্শন করা হয়েছে। কাজের গুনগতমান সন্তোষজনক মর্মে প্রতিয়মান হয়। এতে সামাজিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ শিক্ষারমান উন্নয়ন হয়েছে।

    কুড়িগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস বলেন, প্রভাতী প্রকল্পের মাধ্যমে কর্মহীন মানুষদের স্বনির্ভরসহ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়ন হচ্ছে। ২০১৯সালে শুরু হওয়া প্রভাতী প্রকল্প শেষ হবে আগামী জুন ২০২৬সালে।

    এলজিইডি আগারগাঁ কার্যালয়ের প্রভাতী প্রকল্প পরিচালক রায়হান সিদ্দিকী বলেন, সারা দেশের

  • মোজাহিদ চৌধুরীর বি-রুদ্ধে অ-পপ্রচারের প্র-তিবাদ

    মোজাহিদ চৌধুরীর বি-রুদ্ধে অ-পপ্রচারের প্র-তিবাদ

    নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোজাহিদ চৌধুরী তার বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    মঙ্গলবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন,
    “আমি তৃণমূল পর্যায় থেকে বিএনপির রাজনীতি করে আসছি। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সঙ্গে কাজ করেছি। আমি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ; কারো বিরুদ্ধে অপপ্রচার করা বা ক্ষতি করা আমার কাজ নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবেসে দলের নেতৃত্ব দিয়ে আসছি।”

    তিনি আরও বলেন, “কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন সাহেবের পক্ষে আমি দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে দলের কেন্দ্রীয় নির্দেশে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার জন্য কাজ করতে হবে বলে নির্দেশ আসে। দলের প্রতি শ্রদ্ধা রেখে সদ্য মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু একটি কুচক্রী মহল আমার এই শুভেচ্ছা কর্মসূচিকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।”

    মোজাহিদ চৌধুরী অভিযোগ করে বলেন, “কুমিল্লার কিছু কথিত সাংবাদিক ও প্রতিপক্ষের দালাল চক্র আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় তাদেরকে আইনের আওতায় আনা হবে।”

    তিনি আরও স্পষ্ট করে বলেন, “সিটি কর্পোরেশন বা কোনো ব্যক্তির অর্থ আমি আত্মসাৎ করিনি। আমি সবাইকে আহ্বান জানাই, দলের নির্দেশনা মেনে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বর্ষীয়ান নেতা মনিরুল হক চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করুন।”

    — শুভেচ্ছান্তে,
    মোজাহিদ চৌধুরী
    সদস্য, আহ্বায়ক কমিটি
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুমিল্লা দক্ষিণ জেলা,

  • সলঙ্গায় আমিনুলের খু-নিদের শা-স্তির দাবিতে মা-নববন্ধন

    সলঙ্গায় আমিনুলের খু-নিদের শা-স্তির দাবিতে মা-নববন্ধন

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ।।
    সলঙ্গায় ভ্যান চালক আমিনুল ইসলাম হত্যার খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে অলিদহ গ্রামের জনসাধারণের আয়োজনে অলিদহ বাংলা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে
    অলিদহ গ্রামসহ আশপাশের গ্রামের নারী-পুরুষ অংশ গ্রহণ করে।মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা ভ্যান চালক
    আমিনুল ইসলাম হত্যার সাথে জড়িতদের সঠিক বিচারসহ ফাঁসির দাবি জানায়।
    উল্লেখ্য,গরিব ভ্যান চালক আমিনুল ইসলাম জীবিকার তাগিদে গত ৫ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পাশের গ্রাম চকনিহালের একটি ডোবা থেকে ১৮ অক্টোবর তার খন্ড হাড় উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় সিরাজগঞ্জ ডিবি পুলিশ গত ৫ নভেম্বর ৩ জনকে গ্রেফতারসহ অটো-ভ্যানের যন্ত্রাংশ উদ্ধার করেন।

  • চারঘাটে বিএনপির জ-নসভায় চাঁদ: ‘ভোটের অধি-কার ফেরাতে জনগণ প্র-স্তুত

    চারঘাটে বিএনপির জ-নসভায় চাঁদ: ‘ভোটের অধি-কার ফেরাতে জনগণ প্র-স্তুত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫ টায় সরদহ ইউনিয়নের ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

    সরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন।

    প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। আজকের এই আন্দোলন কেবল নির্বাচনের জন্য নয়, এটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। ভোটের অধিকার ফেরাতে জনগণ প্রস্তুত আছে আমাদের সাথে। চারঘাট-বাঘার মানুষ বহুদিন ধরে অবহেলিত। আমরা ক্ষমতায় এলে জনগণের অধিকার নিশ্চিত করব, উন্নয়নের সুযোগ পৌঁছে দেব প্রতিটি ঘরে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ ও পানীয় জল সব মৌলিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। আমাদের লক্ষ্য জনগণকে স্বাভাবিকভাবে তাদের অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া, যাতে দেশের উন্নয়ন সব পর্যায়ে ছড়িয়ে পড়ে।”

    বিশেষ অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, “বিএনপি গণমানুষের দল। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, মানুষের অধিকারের রাজনীতি করি। জামায়াতের মতো ধর্মভিত্তিক রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার যুগ শেষ। দেশের মানুষ এখন বুঝে গেছে ধর্মের আড়ালে যারা ক্ষমতা চায়, তারা জনগণের কল্যাণ চায় না। বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সকল দেশপ্রেমিক ও গণতন্ত্রপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ করতে চায়। এ লড়াই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াই।”

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সরদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেল আলী ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাচ্চু।

    এসময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হাসান মাসউদ, চারঘাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরেফীন কনকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট,রাজশাহী।।

  • সুজানগর উপজেলা মৎস্য অফিসারকে অব-সরজনিত বি-দায় সংব-র্ধনা প্রদান

    সুজানগর উপজেলা মৎস্য অফিসারকে অব-সরজনিত বি-দায় সংব-র্ধনা প্রদান

    এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানকে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সোমবার রাতে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।সুজানগর উপজেলা নির্বাহী অফিসারও অফিসার্স ক্লাবের সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, বিদায়ী উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান ও সুজানগর পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপক উজ্জল হোসেন প্রমুখ।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান সুজানগর উপজেলায় বিগত প্রায় সাড়ে ৪ বছর সময়কালে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন এবং সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। তিনি শুধু জনপ্রতিনিধি নন, সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। সুজানগর উপজেলার মৎস্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন।বিদায়ী বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি এই সুজানগর উপজেলার মানুষের ভালবাসা। সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক। ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি,কৃষক, সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন তিনি। বিদায় অনুষ্ঠানের শেষাংশে উপজেলা বিদায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান এবং বদলি জনিত কারণে বিদায়ী অপর কর্মকর্তা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপক উজ্জল হোসেনকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অ-ভিযানে গা-জা উদ্ধার সহ নারী আ-টক

    মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অ-ভিযানে গা-জা উদ্ধার সহ নারী আ-টক

    শহিদুল ইসলাম
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মহেশপুর বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন।
    গত ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/এমপি সংলগ্ন গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তার উপর নায়েব সুবেদার আব্দুল করিম খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামী বিহীন এক কেজি ভারতীয় গাজা ও একটি পুরাতন বাইসাইকেল উদ্ধার করা হয়। পরদিন ১১ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে খোসালপুর বিওপির নায়েক মোঃ মুখির মুন্সির নেতৃত্বে নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার ৬০/১০৫ – আর সংলগ্ন এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক নারীকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
    মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    শহিদুল ইসলাম
    মহেশপুর ঝিনাইদহ।।

  • শীতের সা-নিধ্যে বানারীপাড়ায় পিঠার দোকানে ভী-ড়

    শীতের সা-নিধ্যে বানারীপাড়ায় পিঠার দোকানে ভী-ড়

    সাব্বির হোসেন,বানারীপাড়া//
    বরিশালের বানারীপাড়ায় বেশ কয়েক দিন যাবৎ ভোর ও সন্ধ্যায় কুয়াশা পড়ছে। গত দুই দিনে কুয়াশার মধ্য দিয়ে শীতের শুরু হয়েছে। শীত শুরুর সঙ্গে সঙ্গে বানারীপাড়ার বিভিন্ন স্থানে চলছে রকমারি পিঠা বিক্রির ধুম। ভোর ও সন্ধ্যায় নানা বয়সী মানুষ পিঠা খেতে আসছেন এসব পিঠার দোকান গুলোতে। ঘরে পিঠা তৈরির ব্যপারে মা বোনেরা মনোযোগ হারাচ্ছে।তাই রাস্তার মোড়ে-মোড়ে জমে উঠে বাহারি পিঠার দোকান ভিড় করছেন অনেকে।

    বানারীপাড়া উপজেলাজুড়ে রাস্তার পাশে, অলিতে-গলিতে ও মোড়ে-মোড়ে,সন্ধ্যা নদীর তীরে,ফেরিঘাট সহ বিভিন্ন স্থানে জমে উঠেছে এসব শীতের পিঠার দোকান। সারাবছর কম বেশি পিঠা বিক্রি হলেও শীত এলে বেড়ে যায় ক্রেতাদের আনাগোনা। পিঠাপ্রেমীদের পদচারণে মুখর হয়ে ওঠে এসব দোকান গুলো।

    ফেরিঘাটে পিঠার দোকানের ক্রেতারা জানান, ১০ টাকায় নারকেল-গুড় দিয়ে সুস্বাদু ভাপা পিঠা ও সাঁজের পিঠা পাওয়া যায়। খেতে ভালো লাগে তাই খাই।

    ফেরিঘাটের পিঠা বিক্রেতা কাওসার শরীফ বলেন,সপ্তাহ খানেক ধরে পিঠা বিক্রি করছি তবে গতকাল (১০ নভেম্বর) থেকে বেচা বিক্রি মোটামুটি ভালো হচ্ছে।

    মোঃ সাব্বির হোসেন।।

  • জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম শাখার পরি-চিতি সভা অ-নুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম শাখার পরি-চিতি সভা অ-নুষ্ঠিত

    তরিকুল ইসলাম তরুন,
    জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম শাখার ২০২৫–২০২৭ মেয়াদের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের ডলি রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম তরুন।
    সংস্থার চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বক্কর সুজন সভায় সভাপতিত্ব করেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার।
    সভাটি সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন শরীফ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাস্টার ইউসুফ মজুমদার, সহ-সভাপতি কাজী মো. শহীদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ–এর চৌদ্দগ্রাম প্রতিনিধি সানোয়ার হোসেন, এবং প্রচার সম্পাদক কামরুল হাসান পিংকন।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
    সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক হুসাইন মামুন, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক নাঈম ইকবাল, কার্যনির্বাহী সদস্য মাস্টার আবদুল কাদের, মাস্টার ফরিদ আহমেদ, নুরুল আলম আবীর,আবু বক্কর সিদ্দিক শিপু।

  • নাগেশ্বরীতে জনস্বাস্থ্যের সর্বোচ্চ গুণগতমানের ল্যা-ট্রিন ও ওয়া-শব্লক নির্মাণ

    নাগেশ্বরীতে জনস্বাস্থ্যের সর্বোচ্চ গুণগতমানের ল্যা-ট্রিন ও ওয়া-শব্লক নির্মাণ

    এম এস সাগর।।
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    বিশ্ব-ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী ফিরোজ কবিরের দক্ষ অভিজ্ঞতা ও প্রচেষ্টায় ১৪টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য রাখাসহ প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে বিধি-মোতাবেক ল্যাট্রিন ও ওয়াশব্লক নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়েছে।

    জানা গেছে, মানব-সম্পদ উন্নয়নে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রজেক্টের আওতায় (১৪টি ইউপি) কচাকাটা, কালীগঞ্জ, কেদার, নেওয়াশী, সন্তোষপুর, রামখানা, বামনডাঙ্গা, বল্লভেরখাষ, বেরুবাড়ী, নারায়ণপুর, নুনখাওয়া, রায়গঞ্জ, হাসনাবাদ ও নেওয়াশী ইউনিয়নে ৩হাজার ২০৬টি ল্যাট্রিন নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়েছে। ফলে গ্রাম ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষরা মানব সম্পদ উন্নয়নের ল্যাট্রিন পেয়ে জনস্বাস্থ্য সেবায় উন্নতি হশেছে।
    অপরদিকে নাগেশ্বরী উপজেলাযর প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াশব্লক নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়েছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত এবং পরিচ্ছন্নতা বজায় অপরিহার্য সুবিধা ও রোগের বিস্তার রোধ। আধুনিক সুযোগ-সুবিধায় ব্যবহারবান্ধব।

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়নে ৩হাজার ২০৬টি ল্যাট্রিন নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ায় উপজেলার ইউনিয়ন পর্যায়ের মফস্বল ও চলাঞ্চলের হতদরিদ্র পরিবার স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য ল্যাট্রিন ব্যবহার করে জনস্বাস্থ্য সেবায় সার্বিকভাবে উন্নীত হচ্ছে এবং বদলে যাচ্ছে ইউনিয়নের দৃশ্যপট।

    উপকারভোগী রামখানা সাদেকেরকুটি গ্রামের সোরাফ উদ্দিন, হাসনাবাদ বলায়েরপাটের মোখলেচুর রহমান, নুনখাওয়া বাহুবল মন্ডলেরভিটার জাবেদ আলী, কালিগঞ্জ মন্নেয়ারপাড়ের কছিরন বেগম, বল্লভেরখাস সরকারটারীর ছামিনা বেগম ও নেওয়াশী মন্ডল্টারীর শহিদুল ইসলাম সহ অনেকে বলেন, নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আওতায় এবং উদ্যোক্তাদের মাধ্যমে ১৪টি ইউনিয়নে মানব-সম্পদ উন্নয়নে স্বাস্থ্যসন্মত ল্যাট্রিন প্রকল্পের কাজ সঠিকভাবে নির্মাণ শেষ হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত শেষ হওয়াশ আমাদের মতো মফস্বল ও চরাঞ্চলের হতদরিদ্র পরিবার স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য করছে।

    স্থানীয় নজরুল ইসলাম, কছিমদ্দিন, নুনাহার বেগম, মর্জিনা বেগম, সাইদুল হক বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের নির্মাণ হওয়ায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পরিষ্কার, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশে ব্যবহার করায় রোগের বিস্তার রোধ রোধ হচ্ছে। বিদ্যালয়গুলোতে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, আনিসুর রহমান, মনজুর হোসেন বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াশব্লকের নির্মাণে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পরিষ্কার, পরিচ্ছন্নতা পরিবেশে ব্যবহার করছে এবং বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন হচ্ছে।

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাগেশ্বরী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবীর বলেন, মাঠ পর্যায়ে কাজ সুষ্ঠুভাবে তদারকি চলমানের মধ্য দিয়ে গুণগতমান বজায় রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ল্যাট্রিন ও ওয়াশব্লক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

    কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ বলেন, নির্মাণ কাজ সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে সমাপ্ত হয়েছে।

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর বিভাগের তত্বধায়ক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব-ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে এবং দক্ষ উদ্যোক্তাদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ল্যাট্রিন নির্মাণ শেষ হয়েছে এবং বিদ্যালয়গুলোতে ওয়াশব্লকের নির্মাণ হওয়ায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পেয়েছে পরিষ্কার, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ।

  • ক্ষেতলালের বড়তারা গ্রামের কু-খ্যাত আশরাফ ডা-কাতের বাড়িতে পুলিশি অ-ভিযান

    ক্ষেতলালের বড়তারা গ্রামের কু-খ্যাত আশরাফ ডা-কাতের বাড়িতে পুলিশি অ-ভিযান

    স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন বাবু জয়পুরহাট।

    জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামে কুখ্যাত আশরাফ ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা ও ক্ষেতলাল থানা পুলিশের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
    অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত এবং চুরি হওয়া মূল্যবান জিনিসপত্র। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে অটোরিকশার যন্ত্রাংশ, ডিজিটাল পাল্লা, লাইট, ফ্যান, কাসার বাসনপত্র, গরু চুরির দড়ি, কাটার সরঞ্জাম, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ আরও অনেক দামী সামগ্রী। এসব মালামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চুরি করে আশরাফ ও তার সহযোগীরা বাড়িতে মজুত রাখত বলে জানিয়েছে স্থানীয়রা।
    স্থানীয়দের ভাষ্যে, আশরাফ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ত। সবাই তাকে “আশরাফ ডাকাত” নামেই চিনত। চুরি ও ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থে সে বিলাসবহুল জীবনযাপন করত। এলাকায় মোটরসাইকেলে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন জায়গায় দাপট দেখানো ছিল তার নিত্য অভ্যাস।
    অভিযানের সময় আশরাফ নিজে পালিয়ে গেলেও তার স্ত্রী বানুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বানু নিজেও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং আশরাফের অপরাধমূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষ সহায়তা করত।
    ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন বলেন,
    গোপন সংবাদের ভিত্তিতে আমরা বড়তারা গ্রামে অভিযান চালাই। আশরাফের বাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে আশরাফ পলাতক রয়েছে। তার এবং সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
    অভিযান শেষে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে আশরাফ ও তার চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ। তবে এখনো আশরাফ ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা ধরা না পড়ায় কিছুটা আতঙ্ক রয়ে গেছে স্থানীয়দের মনে।
    এলাকার প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, পুলিশের এই সফল অভিযানের ফলে জনমনে আস্থা ফিরে এসেছে। তবে তাঁরা দাবি করেছেন, আশরাফ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধে জড়াতে সাহস না পায়।
    পুলিশের এই অভিযানে স্থানীয় জনতা সহযোগিতা করায় আইনশৃঙ্খলা বাহিনী কৃতজ্ঞতা জানিয়েছে। এলাকাবাসীও আশা করছেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসা থেকে ক্ষেতলাল উপজেলাকে মুক্ত করা সম্ভব হবে।
    চলমান এই ঘটনায় ক্ষেতলালসহ আশেপাশের এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। মানুষ এখন আশাবাদী “আশরাফ ডাকাত চক্রের পতনের মধ্য দিয়েই শান্তি ফিরবে বড়তারা গ্রামে।