আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বি এম মনির হোসেনঃ-

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সম্পর্কে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। বরিশালের আগৈলঝাড়া উপজেলা চত্বরে রবিবার সকালে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সম্পর্কে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবন্ধীরা মানববন্ধন করে। মানববন্ধন শেষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে । বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএস আগৈলঝাড়া সহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়ন ও প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা অর্জনে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার এই সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সমগ্র বাংলাদেশের অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছেন । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কে ২০১৭ সালে সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে পুরস্কারে ভূষিত করেছেন। তবে কতিপয় স্বার্থন্বেষী ব্যাক্তি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের সুনাম বিনষ্ট করার জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *