এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে রবিবার(১৩ নভেম্বর) ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপিত হবে।“উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স করা হয়েছে। শনিবার(১২ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে ডিজিটাল উদ্ভাবনী মেলার বিস্তারিত তথ্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান,মন্ত্রীপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধনে এটুআইয়ের উদ্যোগে এবং সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(১৩ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ২২টি স্টল থাকবে। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার,পোস্ট-ই-সেন্টার,ই-কমার্স,আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠান), শিক্ষা, দক্ষতা, উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে। মেলায় সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। মেলা সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। প্রেস কনফারেন্সে সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক ও প্রকাশক আব্দুস শুকুর, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহজাহান আলী, সুজানগর প্রেসক্লাবের সহ সভাপতি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার আখতারুজ্জামান জর্জ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তৌফিক হাসান, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এম.মনিরুজ্জামান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, সুজানগর প্রেসক্লাবের সদস্য আলাউদ্দিন, এম টিভির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর রহমান, পরিচালক মাহফুজুল হক বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
Leave a Reply