August 17, 2025, 10:37 am
পটিয়া প্রতিনিধিঃ পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে চলাচল রাস্তায় সীমানা প্রাচীর নিমার্ণকে কেন্দ্র করে রানু আক্তার (৩০) নামের এক গৃহবধূকে মারধর করার অভিযোগ ওঠেছে। গৃহবধূ স্থানীয় আইয়ুব আলীর স্ত্রী। গত ১৩ অক্টোবর সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। হামলার এক পর্যায়ে রানু আক্তারকে এলোপাতাড়ি মারধর করে ফুলা জখম করে ও শ্লীলতাহানি করার চেষ্টা করে।
এদিকে চলাচল রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করার পায়তারার ঘটনায় পটিয়া ১ম সিনিয়র সহকারী জজ আদালতে একটি অপর মামলা করা হয়েছে। মামলা নং ২৯৬/২৯। আদালত স্থানীয়ভাবে পরিদর্শন করেন। আদালতের এডভোকেট কমিশনার মোঃ এমদাদ উল্লাহ চৌধুরী পরিদর্শনের একটি প্রতিবেদন দিয়েছেন। এর মধ্যে ১০০ হাত দৈর্ঘ্য ও সাড়ে ৩ হাত প্রস্থের চলাচলের রাস্তা। ওই রাস্তায় ব্রিক সলিন সরকারি রাস্তা রয়েছে। উক্ত চলাচলের রাস্তা ছাড়া ৩টি বসত বাড়ি হতে সরকারি চলাচলের রাস্তা পর্যন্ত আর কোন বিকল্প পথ দেখেননি বলে প্রতিবেদনে উল্লেখ করেন।
মোহাম্মদ আলী বাদী হয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি এ সংক্রান্তে অভিযোগও করেছেন। গত ২৩ অক্টোবর পটিয়া থানায় বিরোধীয় বিষয় নিয়ে একটি বৈঠক করেন। এতে বৈঠকে সিদ্ধান্ত হয় যে চলাচলের রাস্তা বাবদ ২ লাখ দিতে হবে৷ এ সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর করছে।