August 17, 2025, 7:34 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা ক্যাম্পাস থেকে র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দুলাল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সুধিজন উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধনের পর অতিথিবৃন্দ ৪৬ টি স্টল পরিদর্শন করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ হায়দার আলী
রাজশাহী।