January 15, 2025, 9:47 am
উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার দিকনির্দেশনায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর মোল্লাকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।জাহাঙ্গীর মোল্লা বাগুডাঙ্গা গ্রামের জামাল মোল্লার ছেলে। সকালে বাগুডাঙ্গা বাজার থেকে আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নি:) মো: আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ বাগুডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে জিআর-১০০/১৩ গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে। পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে।