ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের ভাগ্যোন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ও পরিবেশ সুরক্ষা এবং পুষ্টিমান নিশ্চিতকরণে ইউএনও’র পক্ষ থেকে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে উপজেলার বালিখা ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রের উপভোগী ২৮টি পরিবারের মাঝে হাস, মুরগি, গাছের চারা ও পুষ্টি বাগান স্থাপনের লক্ষে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর উদ্যোগে তাদের ভাগ্যোন্নয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টি পরিবেশ সুরক্ষা ও পুষ্টিমান নিশ্চিতকরণে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের শুধু ঘর দেননি দিয়েছেন আশ্রয়। তিনি আরও বলেন, তার কর্মজীবনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে আশ্রয়নের ঘর নির্মাণ। ইউএনও র উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি উপকারভোগীদেরকে সরকারি সাহায্যের উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা প্রকৌশলী জুবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বার, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় ব্যক্তিবর্গসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ। জীবন মানোন্নয়নে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ করায় নিজেদের আলোকিত ভবিষ্যত গড়ার সুযোগ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক ও ইউএনও এর প্রশংসায় মেতে উঠেছেন আশ্রয় প্রকল্পে বসবাসকারী সুবিধাভোগীরা।
উপকারভোগীরা জানান এসকল হাস মুরগী, গাছ ও ফসলের বীজ তাদের খাবারের যোগান দেয়া সহ উপার্জনের সুযোগ করে দেবে।

Leave a Reply