August 15, 2025, 8:28 pm
বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি প্রয়াত স্থায়ী কমিটির সদস্য, যশোর উন্নয়নের কারিগর,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলাম এর ৪র্থ মৃত্যূবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪র্থ নভেম্বর বিকেলে আজাদ মার্কেট চত্বরে কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী সহ ইউনিয়ন বিএনপির, পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।