August 15, 2025, 7:14 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আ. মান্নান মল্লিক আর নেই। গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত দুই ঘটিকায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, এজমাসহ নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুইপুত্র, আত্মীয়-স্বজন, বহু গুনগ্রাহীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে গিয়েছেন। তিনি উপজেলা সদরের কলাবাগান এলাকার বাসিন্দা ছিলেন।
শিক্ষক ও সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন প্রবীণ এই শিক্ষক। সাবেক উপজেলা স্কাউট লিডার প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গুণী এই শিক্ষকের মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল-কবির জমাদ্দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শোক প্রকাশ করেছেন।
তালতলী প্রেসক্লাবসহ জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সিনিয়র সাংবাদিকগণ তারঁ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় ঘটিকায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা এবং দ্বিতীয় নামাজে জানাজা বিকেল সাড়ে চার ঘটিকায় তাঁর নিজ বাড়ী বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে গুণী এই শিক্ষককে দাফন করা হয়।