January 15, 2025, 12:03 pm
বি এম মনির হোসেনঃ-
যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৩ নবেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদরে স্মরণে নীরবতা পালন করেন। শেষে নেতা কর্মীদের সমন্বয়ের র্যালী উপজেলার প্রধান সড়ক হয়ে মুক্তিযোদ্ধা অফিস ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ইউপি চেয়ারম্যানগন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।