February 5, 2025, 1:58 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
“কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র,শান্তি শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত।
গত ২৯ শে অক্টোবর ২০২২ইং কালীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন সভা অনুষ্ঠিত হয়। প্রথমে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বর এসে শেষ হয়। পারে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম রসুল, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। সারাদেশের পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা জোরদার করণের জন্য এই কমিউনিটি পুলিশং ডে এর আয়োজন করা হয়। রাস্তায় মদ, গাঁজা, বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাবে যার কারণে বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।
লালমনিরহাট জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারি এবং কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান (অবসরপ্রাপ্ত অধ্যাপক) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,আব্দুল মান্নান, প্রধান আলোচক ছিলেন কালীগঞ্জ থানার অফিসার
ইনচার্জ(ওসি)এ টি এম গোলাম রসুল।
আরো উপস্থিত ছিলেন,কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারি মনিরুল ইসলাম কাঞ্চন,কালীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা কর্মচারী সহ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাসমত উল্লাহ।।