August 15, 2025, 12:42 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে বিএনপি নেতা মজি-বর খঁাসহ ৭ নেতা-কর্মীর ব-হিষ্কারাদেশ প্রত্যা-হারের দাবি-তে মান-ববন্ধন ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেল সং-ঘর্ষে দুই ছাত্রের মৃ-ত্যু র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভি-যানে ৩২৮ গ্রাম হেরো-ইনসহ ১ জন নারী মাদ-ক ব্যব-সায়ী গ্রেফ-তার নড়াইলে অ-পচিকিৎসায় প্রসূ-তির মৃ-ত্যু ক্লিনিকের অপারেশন থি-য়েটারে সি-লগালা বানারীপাড়ায় জেলা প্রশা-সকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদ-র্শন ও মত-বিনিময় সভা অ-নুষ্ঠিত তারাগঞ্জে সেনাবাহিনীর হাতে ৩১০ পি-স ট্যা-পেন্টাডল ট্যাব-লেটসহ ১ মা-দক ব্যব-সায়ী আট-ক জাতীয় জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ প্রাই-জমানি বি-তরণ মাগুরার শ্রীপুরে এই প্রথম অর্থো-পেডিক্স ডাক্তারের আগ-মন, স্বস্তিতে শ্রী-পুরবাসী মোংলায় উপজেলা ভূমি ক-মিটি গঠ-ন মাদ্রাসা শিক্ষা বৃত্তি বিত-রণে অনিয়-মের অভি-যোগ সুপা-রের বিরু-দ্ধে
রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ সাংবাদিক আফতাব হোসেনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ সাংবাদিক আফতাব হোসেনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, সাহিত্যিক, সাংবাদিক আফতাব হোসেন -এর চিরবিদায়ে পরিষদের পক্ষ থেকে গত ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার সন্ধ্যা ৬ টায় পরিষদের টাউন হল চত্বর কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।

পরিষদের সহ সভাপতি সুনীল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় “আফতাব হোসেন : স্মৃতির মানুষ ” শিরোনামে নিজের লেখা পাঠ করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

সাংবাদিক আফতাব হোসেন স্মরণে আবেগঘন স্মৃতিচারণ করেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, কবি, আবৃত্তিকার, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ ম আমজাদ হোসেন সরকার, বিশিষ্ট আইনজীবি এড. মাসুম হাসান।

প্রকৃতি ও সবুজপ্রেমী আফতাব হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন সাজু কবীর। আরো যারা স্মৃতিচারণ করেন, বিভাগীয় লেখক পরিষদ রংপুর – এর সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, পরিষদের সহ সভাপতি হাসনা হেনা বেগম রোজী, সাধারণ সম্পাদক এড. জাকিয়া সুলতানা চৈতী, অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী, সমাজকর্মী জেনিফার আলী এলি, বাচিক শিল্পী আব্দুছ ছালাম, কবি শাহিদা মিলকী, আফজাল হোসেন, মাহবুন্নাহার বীণা, সুফি জাহিদ হোসেন, সাংবাদিক কামরুজ্জামান বাদশা, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, রওশন আরা সোহেলী, নীরেশ মুখার্জী, এ এস এম হাবিবুর রহমান প্রমুখ।।

প্রয়াত আফতাব হোসেনকে নিবেদন করে কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন, আফরোজা বেগম, লুৎফর রহমান সাজু, মেহেদী মাসুদ, মেসবাউর রহমান, মুনিরা আকতার, খন্দকার মাহফুজার রহমান, কবি,লেখক,সংগঠক, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।

স্মরণসভায় মরহুম আফতাব হোসেনের পুত্র সাজিদ হাসান ও পুত্রবধু লুৎফুন নাহার আবেগআপ্লুত কন্ঠে উপস্থিত সকলের নিকট মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন। অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জয় রাজ, সঙ্গীতা, শুভ কুমার রায়, হাসনাইন রাব্বি, হীরা, শফিক, শিমু।

সভাপতির সমাপনী বক্তব্যের পর প্রয়াত আফতাব হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খন্দকার মাহফুজার রহমান। স্মরণসভাটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ। খবর বিজ্ঞপ্তির।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD