February 5, 2025, 8:54 am
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —
রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, সাহিত্যিক, সাংবাদিক আফতাব হোসেন -এর চিরবিদায়ে পরিষদের পক্ষ থেকে গত ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার সন্ধ্যা ৬ টায় পরিষদের টাউন হল চত্বর কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।
পরিষদের সহ সভাপতি সুনীল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় “আফতাব হোসেন : স্মৃতির মানুষ ” শিরোনামে নিজের লেখা পাঠ করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
সাংবাদিক আফতাব হোসেন স্মরণে আবেগঘন স্মৃতিচারণ করেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, কবি, আবৃত্তিকার, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ ম আমজাদ হোসেন সরকার, বিশিষ্ট আইনজীবি এড. মাসুম হাসান।
প্রকৃতি ও সবুজপ্রেমী আফতাব হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন সাজু কবীর। আরো যারা স্মৃতিচারণ করেন, বিভাগীয় লেখক পরিষদ রংপুর – এর সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, পরিষদের সহ সভাপতি হাসনা হেনা বেগম রোজী, সাধারণ সম্পাদক এড. জাকিয়া সুলতানা চৈতী, অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী, সমাজকর্মী জেনিফার আলী এলি, বাচিক শিল্পী আব্দুছ ছালাম, কবি শাহিদা মিলকী, আফজাল হোসেন, মাহবুন্নাহার বীণা, সুফি জাহিদ হোসেন, সাংবাদিক কামরুজ্জামান বাদশা, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, রওশন আরা সোহেলী, নীরেশ মুখার্জী, এ এস এম হাবিবুর রহমান প্রমুখ।।
প্রয়াত আফতাব হোসেনকে নিবেদন করে কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন, আফরোজা বেগম, লুৎফর রহমান সাজু, মেহেদী মাসুদ, মেসবাউর রহমান, মুনিরা আকতার, খন্দকার মাহফুজার রহমান, কবি,লেখক,সংগঠক, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
স্মরণসভায় মরহুম আফতাব হোসেনের পুত্র সাজিদ হাসান ও পুত্রবধু লুৎফুন নাহার আবেগআপ্লুত কন্ঠে উপস্থিত সকলের নিকট মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন। অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জয় রাজ, সঙ্গীতা, শুভ কুমার রায়, হাসনাইন রাব্বি, হীরা, শফিক, শিমু।
সভাপতির সমাপনী বক্তব্যের পর প্রয়াত আফতাব হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খন্দকার মাহফুজার রহমান। স্মরণসভাটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ। খবর বিজ্ঞপ্তির।