February 5, 2025, 3:52 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের সদর থানাধীন পৌরসভার টিএন্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে একজন ব্যবসায়ী কে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য লালমনিরহাট জেলায় জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সহকারী পরিচালক খায়রুল বাশার, সার্বিক নির্দেশনায় উপ-পরিদর্শক জুয়েল ইসলামের,নেতৃত্বে একটি বিশেষ টিম লালমনিরহাট পৌরসভার টিএন্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা (২৯), নামের একজন ব্যবসায়ী কে ৩০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত আসামি হলেন সোহেল রানা (২৯), রাজশাহী জেলার চারঘাট থানার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের মজিবর রহমানের পুত্র।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সহকারী পরিচালক খায়রুল বাশার, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পৌরসভার টিএন্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।তিনি আরো বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লালমনিরহাট কর্তৃক আগামীতে এধরণের অভিযান অব্যহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে “শুন্য সহিষ্ণুতা” নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধপরিকর।
হাসমত উল্ল্যাহ।