December 26, 2024, 12:11 pm
বায়জিদ হেসেন, মোংলা:
মোংলায় বীর মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সনদপত্র (সার্টিফিকেট) ও স্মার্ট কার্ড (পরিচয়পত্র)। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের পূর্নাঙ্গ যাচাই বাছাইয়ের পর জীবিত মুক্তিযোদ্ধার এ ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদাণের উদ্যোগ নেয় মন্ত্রণালয়টি। তারই পেক্ষিতে দেশের ১৩টি জেলায় শুরু হওয়া এ কার্যক্রমের মধ্যে বাগেরহাট জেলার মোংলায়ই প্রথম দফায় বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হলো এ ডিজিটাল সনদ ও পরিচয়পত্র। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত ডিজিটাল সনদ ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার। এ সময় ১২২জন মুক্তিযোদ্ধাদের হাতে এ ডিজিটাল সনদপত্র ও পরিচয়পত্র তুলে দেন অতিথিরা। পর্যায়ক্রমে বাকী ৯০ মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের সুবিধাভোগীদেরকে এ সনদ ও পরিচয়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। মোংলায় ১২২ জন জীবিত ও ৯০ জন মৃত মুক্তিযোদ্ধাসহ মোট ২১২টি মুক্তিযোদ্ধা পরিবার রয়েছে। তিনি বলেন, চুড়ান্ত যাচাই ও বাছাই শেষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রনালয়ের সেই উদ্যোগে সর্ব প্রথম দেশের ১৩টি জেলায় এর কার্যক্রম শুরু হয়েছে। তারমধ্যে বাগেরহাট জেলায় প্রথম দফায় ১২২ জন মুক্তিযোদ্ধাদেরকে সরকারের এ ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট কার্ড শনিবার বিতরণ করা হয়েছে। এজন্য আমরা সকল মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।