May 13, 2025, 11:13 am
ষ্টাফ রিপোর্টার।।
মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জাতির জনক শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ উন্নত বাংলা বিনির্মানে জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও তার নেতৃত্বে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষে দলের প্রতিটি সংগঠন কে শক্তিশালী করার কার্যক্রম চলছে। সেই ধারাবাহিকতায় দলটির অন্যতম রাজনৈতিক সংগঠন জাতীয় শ্রমিক লীগকে সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করতে দলের বঞ্চিত ও ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বাছাই করে ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে । কমিটিতে ইউনিয়নের দলের দুঃসময়ের রাজপথ যোদ্ধা জুয়েল মিয়াকে আহবায়ক এবং জসিম উদ্দিন কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ ময়ময়নসিংহ জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম শাহিন ও যুগ্ম আহবায়ক জামাল আহমেদ এর পরামর্শক্রমে সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগ এর আহবায়ক নাইম হাসান ও সদস্য সচিব শিবলু মাহমুদ তাদের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেন। কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত কমিটির অনুমোদন দেওয়ায় ভাবখালী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ এর আহবায়ক জুয়েল ও সদস্য সচিব জসিম উদ্দিন তাদের বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগ ময়ময়নসিংহ জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম শাহিন যুগ্ম আহবায়ক জামাল আহমেদ, সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগ এর আহবায়ক নাইম হাসান ও সদস্য সচিব শিবলু মাহমুদসহ জাতীয় শ্রমিকলীগের জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের কে ভাবখালী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে তারা সকলের সহযোগীতায় জাতীয় শ্রমিকলীগ ভাবখালী ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন-আমাদেরকে ভাবখালী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ও সদস্য সচিব পদে মনোনীত করায় আমরা সংগঠনের অভিভাবক ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ভাই সহ জেলা-উপজেলার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করে নেতাকর্মীদের সংগঠিত করার জন্য সর্বোচ্চ কর্মতৎপরতা চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।