February 5, 2025, 12:02 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
মাদক ও জুয়া,লুডুর বিরুদ্ধে যুন্ধ ঘোষনা করেছেন ময়মনসিংহের তারাকান্দা থানার ওসি মোঃ আবুল খাঁয়ের সোহেল। থানা এলাকাকে অপরাধ মুক্ত করে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করণে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খাঁয়ের সোহেল এর নেতৃত্বে মাদক ও জুয়া মুক্ত সুন্দর একটি উপজেলা গড়ে তুলতে টিম ওয়ার্ক করে থানা পুলিশ দায়িত্ব পালন করছে বলেও সুত্র জানিয়েছে।
ওসি মো. আবুল খাঁয়ের সোহেল কঠোর নজরদারীতে কমছে সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড। তিনি এই থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মাদক ব্যবসায়ী,জুয়াড়ী ও মাদক সেবনকারীদের এ থানায় আর ঠাঁই নেই। এ ধরনের অপরাধীদের রুখতে তিনি একাধিকবার সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। প্রায় সকল ইউনিয়নের জনপ্রতিনিধিগণ বলছেন বর্তমান ওসি আবুল খাঁয়ের এই থানায় যোগদানের পর থানার সব দিক ঘুরে দাঁড়িয়েছে। থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে গতি ফিরিয়ে আনতে তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সাথে।
রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, অতিতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে থানা পুলিশের সদস্যরা মাদক, জুয়া নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনেক বেশী তৎপর ভাবে কাজ করছে। তিনি আরো বলেন, যে কোন সময়ে পুলিশের সহযোগিতা চাইলে আন্তরিকতার সাথে জনগণকে সহযোগিতা করছেন বর্তমান ওসি আবুল খাঁয়ের । তিনি পুলিশের কাজে জনগনকে আরও আন্তরিকতার সাথে সকলকে সহযোগিতা করার আহবান জানান ।
থানায় সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা বলেন, ওসি আবুল খাঁয়ের বর্তমান দায়িত্ব ও ভূমিকার প্রশংসা করে বলেন, মাদক ও জুয়া নির্মুলে পুলিশ তৎপর রয়েছে।
অফিসার ইনচার্জ মো.আবুল খাঁয়ের বলেন, আমার উপজেলায় মোট ১০টি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সদা তৎপর রয়েছে। তিনি আরো বলেন, মাদক ও জুয়া এবং লুডুর সঙ্গে জড়িত থাকলে কউকে ছাড় দেওয়া হবে না। তিনি আগামীর সুন্দর সমাজ গঠনে মাদক ও জুয়ামুক্ত তারাকান্দা উপজেলা গঠনে সকলকে আন্তরিক ভাবে সহযোগিতার আহবান জানান।
অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তারাকান্দা থানার ওসি মোঃ আবুল খায়ের সোহেল বলেন-সন্ধ্যার পরে চায়ের দোকানে হাটে বাজারে মোবাইলে লুডু অথবা ক্যারাম বোর্ডের মাধ্যমে জুয়া খেলা হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বুধবার রাতে Oc Tarakanda Thana ফেইসবুক আইডি থেকে বিষয়টি উপজেলার সর্বস্তরপর জনগণকে অবগত করে এবিষয়ে তিনি সকলের কাছে সহযোগিতাও প্রত্যাশা করেন। এদিকে ওসির এমন সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন তারাকান্দা উপজেলার সর্বস্তরের মানুষ।