May 13, 2025, 8:26 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উন্নয়ন সংস্থা র্ডপ, দুঃস্থ স্বাস্থ কেন্দ্র ও নবলোক এর যৌথ সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাসাস্থ প্রকৌশল অধিদপ্তর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে। পরে হাতধোয়া প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। বিশষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মটু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মানান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, খাদ্য নিয়ন্ত্রন হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান আলী, তথ্য সেবা কর্মকর্তা সাথী রায়, জেলা যুবলীগনেতা শামীম সরকার, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, নাজমা কামাল, শেখ জুলি, নবলোকের মাসুম বিল্লাহ, র্ডপ এর আবু সায়েম ও দুঃস্থ ও স্বাস্থ কেন্দ্রর মোর্তজা।