৯৯৯-এ ফোনে সুজানগরে বাল্যবিবাহ বন্ধ করল পুলিশ

এম এ আলিম রিপন ঃ সরকারের টোল ফ্রি ‘৯৯৯’ নম্বরে ফোন করে তথ্য দেওয়ায় পাবনার সুজানগরে একটি বাল্য বিবাহ বন্ধ করেছে থানা পুলিশ। জানাযায়,উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের পার-ঘোড়াদাহ গ্রামের মো.রওশন আলীর মেয়ে ও স্থানীয় জাহানারা কা ন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মোছা.রিমা খাতুন(১৫) এর সাথে জেলার বেড়া উপজেলার মাসুন্দিয়া গ্রামের মো.বাবলু হোসেনের ছেলে মো.শামীম হোসেনের বিয়ের দিন ধার্য হয় বৃহস্পতিবার। সেই অনুয়ায়ী এদিন বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে মেয়ের পরিবার। সন্ধ্যায় বরযাত্রী সহ বর এসে উপস্থিত হন কনের বাড়িতে। এমন সময় ‘৯৯৯’ থেকে ফোনকল পেয়ে সুজানগর থানার ওসি(তদন্ত) রাজেশ চক্রবর্তীর নির্দেশে থানার এস আই মনসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কনের বাড়িতে হাজির হন। এ সময় পুলিশ দেখে বর কনের বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে বাল্য বিয়ের বিষয়টির সত্যতা পায় এবং সাথে সাথে বাল্যবিয়ের সকল আয়োজন বন্ধ করে দেয়। পরে পুলিশ বাল্যবিয়ের কুফল সম্পর্কে মেয়েটির অভিভাবককে অবগত করলে মেয়েটির অভিভাবক তাদের ভুল বুঝতে পারে। এবং তারা প্রতিজ্ঞা করে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দিবেন না, মেয়েটি পড়ালেখা চালিয়ে যাবে। সুজানগর থানার ওসি (তদন্ত)রাজেশ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৯৯-এ সংবাদদাতা তাঁর পরিচয় গোপন রেখে বাল্য বিয়ের খবরটি জানান। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশের একটি দল ওই এলাকায় পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *