বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়

উজ্জ্বল রায়:
“মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো …. “ এই শ্লোগানে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২) প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নির্দেশে দেশব্যাপী বিভাগ, জেলা ও উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ।

২১ অক্টোবর (শুক্রবার) ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা সম্মেলন । বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা ও বিভাগের সভাপতি খালেদুজ্জামান পারভেজ বুলবুলের সভাপতিত্বে সদরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় জেলা সম্মেলন।

সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ও গবেষক স্বপন ধর।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলন সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, মোঃ মাহবুব রেজা করিম (সিআইপি), নিজাম মল্লিক নিজু সম্পাদক সাপ্তাহিক পশর, মোঃ আবুল হাসেম রায়হান সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ ময়মনসিংহ মহানগর, ও শামীম তালুকদার সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা । আমন্ত্রিত অতিথি ছিলেন মোস্তাফিজুর বাসার ভাষানী ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *