February 5, 2025, 9:50 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
সুরেশ কুমার ত্রিপুরাকে সভাপতি,মাসুদ আলমকে সাধারণ সম্পাদক ও লাফ্রুচাই মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পানছড়ি উপজেলা শাখার কমিটি গঠন লক্ষ্যে মতবিনিময় ও কাউন্সিল অধিবেশন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টার সময় পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
এইসময় চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিত্র বড়ুয়ার সঞ্চালনায় ও লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম,সদস্য মাসুদ পারভেজসহ নবগঠিত কমিটি পানছড়ি শাখার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার ত্রিপুরাকে সভাপতি,পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ আলমকে সাধারণ সম্পাদক ও চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাফ্রুচাই মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এই সময় বক্তারা শিক্ষকদের কল্যাণে সবসময় কাজ করে যাওয়ার জন্য ও সবসময় পাশে থাকার জন্য আহ্বান জানান।