মো: বাবুল হোসেন পঞ্চগড় :
সদর উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আমিরুল ইসলামের অনিয়ম,দূর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছে।এলাকাবাসীর ব্যানারে থেকে দুপুর ৩ টা পর্যন্ত স্কুল মাঠে এ সমাবেশ করে।এসময় বিক্ষুব্ধ জনতা স্কুলের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসীর অভিযোগ,অমরখানা উচ্চ বিদ্যালয়ে ১৯৯৮ সাল থেকে আয়া পদে চাকুরী করছে মোছা.আর্জিনা বেগম কিন্তু দীর্ঘদিনেও তার এমপিও করেননি প্রধান শিক্ষক কিন্তু এমপিও ভুক্ত করে দেওয়ার অযুহাতে দফায় দফায় বিভিন্নভাবে অর্থ নিয়েছেন প্রায় ১১ লাখ।সম্প্রতি স্কুলে কম্পিউটার ল্যাব অপারেটর পদে মোছা.তৃনা ইসলাম, অফিস সহায়ক পদে হাবিবুর রহমান, পরিচ্ছন্নতাকর্মী পদে মো.আশিকুজ্জামান নিয়োগ পেয়ে যোগদান করেন কিন্তু কবে কখন নিয়োগ হয়েছে কেউ জানেননা তারা।লাখ লাখ টাকা নিয়ে গোপনে নিয়োগ দেয়ার অভিযোগ তুলেন এলাকাবাসী।স্কুল পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন,একজনকে নিয়োগ দিবে মর্মে আমার কাছে রেজুলেশনে স্বাক্ষর করে নেয়।বাকীদের বিষয়ে কিছু জানিনা।
প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য নাজির হোসেন,বীরমুক্তিযোদ্ধা মো.ইউসুফ, ফরহাদ,জাহিদ হোসেন,তরিকুল ইসলাম,আইবুক হক প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ২-৩ শতাধিক মানুষ এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আমিরুল ইসলাম জানান,আয়া পদে দীর্ঘদিনেও বেতন না হয়ে অন্যান্য কর্মচারীদের বেতন হওয়ায়। তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।যার সাথে অন্য তিন কর্মচারীদের কোন সম্পর্ক নেই। এমপিও জটিলতায় আয়া পদটির এমপিও বন্ধ হয়ে ছিল।এবার জটিলতা নিরসনে আমরা এমপিও করার চেষ্টা করছি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুস সামাদ জানান,প্রধান শিক্ষক ফাইল নিয়ে আসে স্বাক্ষর করে দেই। এর বেশি কিছু জানিনা।
Leave a Reply