August 14, 2025, 10:42 pm
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চালককে হত্যা করে অটোবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত এনায়েত উল্লাহর ছেলে আব্দুল খলিল মিয়া সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় অটোবাইক(মিশু) নিয়ে বেরিয়ে যায়। পরে রাত নয়টার দিকে অন্তঃসত্ত্বা মেয়ের প্রসাব বেদনা উঠায় বাড়ি থেকে ফোন করলে খলিল জানায় আমি দ্রুত ডাক্তার নিয়ে আসতেছি। কিন্ত সে সময়মত না আসায় পরিবারের লোকজন অনবরত তাকে ফোন দিতে থাকে। এক পর্যায় রাত দশটার দিকে একজন ফোন ধরে বলে ফোনটি রাস্তায় কুড়িয়ে পেয়েছি এই কথা বলে ফোন বন্ধ করে রাখে। পরদিন বৃহস্পতিবার সকালে তার লাশ পাশ্ববর্তী রামজীবন ইউনিয়নের পাগলারতল গ্রামের রাস্তার পাশের ধান খেতে পাওয়া যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। এ ঘটনায় রিপোর্ট টি পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এব্যাপারে তদন্ত ওসি মোঃ সেরাজুল হকের সাথে কথা হলে তিনি,জানান লাশ উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এনিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।