May 13, 2025, 2:50 pm
মোংলা প্রতিনিধি
মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ সহল সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫ টায় মোংলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ বাবু সুনীল কুমার বিশ্বাস। কর্মী সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় তৎপরতা বৃদ্ধির লক্ষ্য কর্মী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লিটন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়, মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার, বাগেরহাট জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আব্দুল জলিল শিকদার, প্রমূখ। এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, মোংলা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সম্পাদক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোংলা পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক, সকল সংগঠনের সভাপতি, সম্পাদক মোংলা পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সকল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সকল সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা ও জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ করার জন্য সবসময়ই প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত গোষ্ঠী আন্দোলনের নামে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করবে। লন্ডন থেকে দুর্নীতির বরপুত্র তারেক জিয়া ‘টেকব্যাক বাংলাদেশের’ নামে আবারো বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়! বিএনপি-জামায়াত চক্র যেখানেই নৈরাজ্য সৃষ্টি করবে, রাজপথেই তাদেরকে প্রতিহত করা হবে। বিএনপি-জামায়াত কোনো আঘাত হানার চেষ্টা করলে দলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।