ময়মনসিংহে ভবনে এডিস মশার লার্ভা,মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সানকিপাড়া নয়নমণি মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯অক্টোবর) বেলা ১২ টায় সানকিপাড়া নয়নমণি মার্কেট এলাকায় সিটি করপোরেশনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

এছাড়াও, মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধের একাধিক কার্যক্রম গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশ। ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি এডাল্টিসাইটড ও লার্ভিসাইড প্রয়োগ, ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা, মাইকিং লিফলেট বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে উপস্থিত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ বলেন, স্থানীয়ভাবে এডিস মশা দ্বারা সংক্রমিত ডেঙ্গু রোগী ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় এখনও পাওয়া যায়নি। তথাপিও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এজন্য মাননীয় মেয়র এর নির্দেশনায় প্রতিরোধমূলক ও সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় খাদ্য ও স্যানিটেশন বিষয়ক কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারী ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। মাসুদ রানা জানান নিরাপদ নগরী উপহার দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মসিকের স্বাস্থ্য বিভাগ নির্মানাধীন ভবন ও প্রতিষ্ঠান এডিস মশার লার্ভা সনাক্তকরণে নিয়মিত অভিযান পরিচালনা করেছে। কোথাও লার্ভা পাওয়া গেলে তা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *