August 14, 2025, 8:15 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মঙ্গলবার (১৮অক্টোবর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটেন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান । এসময় তার সাথে ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেছেন, শেখ রাসেল মিশে আছে আমাদের স্মৃতিতে আমাদের স্বাধীনতায়, আমাদের সমৃদ্ধিতে। শেখ রাসেল বেঁচে থাকবে নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে। শেখ রাসেলের মতো আর কাউকে যেন এভাবে অকালে প্রাণ হারাতে না হয়। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেল এর আত্মার মাগফেরাত কামনাসহ জাতির জনকের কন্যা বাংলার উন্নয়নের রুপকার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।