January 15, 2025, 4:17 am
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সদ্যঘোষিত জাতীয়তাবাদি শ্রমিকদলের ধামইরহাট উপজেলা ও পৌর শাখার কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত শ্রমিকদলের সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ। ১৮ অক্টোবর বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে ভ্যান, অটোভ্যান শ্রমিকদের নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুপুর ১২ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদি শ্রমিকদলের সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি আওয়ামী রাজনীতিতে সম্পৃক্তদের নিয়ে ঘোষিত শ্রমিকদলের কমিটি বাতিল করে কারানির্যাতিত শ্রমিকদলের ত্যাগীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি নির্বাচনের দাবী জানান । এ সময় উপজেলা বিএনপি নেতা হানজালা, মহিলাদল নেত্রী শাহিনা ইয়াসমিন, উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মেহেবুব হোসেন, সহ-সভাপতি সেকেন্দার হোসেন, রেজাউল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও পৌর কমিটির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক আবু হোসেন, সহ সভাপতি জহুরুল ইসলাম ধোলাই, নজরুল হোসেন, সাবেক সাংগঠনিক জয়নাল আবেদীন, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক মিঠুন হোসেনসহ ১৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।