May 13, 2025, 8:40 am
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা-মিত্র স্মৃতি ফুটবল প্রিতি ম্যাচ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নাচোল ইলা-মিত্র স্মৃতি, সাংস্কৃতিক যুব একাডেমীর আয়োজনে উপজেলার নেজামপু্র উচ্চ বিদ্যালয় মাঠে নেজামপুর বাজার একাদশ বনাম নেজামপুর উত্তর পাড়া ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ইলা মিত্র স্মৃতি, সাংস্কৃতিক যুব একাডেমীর সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন মুসলিমপুর গার্লস একাডেমীর সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, নেজামপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, ইলা মিত্র স্মৃতি, সাংস্কৃতিক যুব একাডেমীর সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র বর্মন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমূখ।
নেজামপুর উত্তর পাড়া ১-০ গোলে নেজামপুর বাজার একাদশ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা।
খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ।