তারাগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

‘‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নীল রতন দেব, প্রাণী সম্পদ কর্মকর্তা একেএম ফরহাদ নোমান, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার, হাইওয়ে থানার ওসি মাহাবুব মোর্শেদ প্রমুখ। পরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এর আগে সকাল ৯টায় পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পেশাজীবি সংগঠনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *