February 5, 2025, 3:45 pm
নাজিম উদ্দীন রানাঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় তালাবদ্ধ একই ঘর থেকে ৮০ বছর বয়স, স্বামী আবু সিদ্দিক মিয়া ও ৬৫ বছর বয়সি স্ত্রী আতারুন্নেছার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে শাকচরের ছৈয়া মিঝি বাড়ী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এসময় সন্দেহজনক কাউকে আটক করা হয়নি।
স্থানীয়রা জানায়, ইউনিয়নের শালিসদার ভুট্টুু চৌধুরী ও নিহতের ভাতিজা কামাল জমি রেজিষ্ট্রে বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ওই বাড়ীতে আসে। তারা দরজার মধ্যে তালা দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করে। এসময় ভিতর থেকে মারাত্বক দুর্গন্ধ পাওয়ার খবর পেয়ে প্রতিবেশীরা ওই বাড়ীতে জড়ো হয় এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে প্রবেশ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ জানায়, প্রাথমিক তদন্ত করে জানান যে বাসার চাদের উপরের দরজার লক ভেঙ্গে বিতরে ঢুকে বৃদ্ধ স্বামী স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।