May 13, 2025, 7:39 am
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছায় শান্তিপুর্ন ভাবে খুলনা জেলা পরিষদের ৩ ওয়ার্ড পাইকগাছা কেন্দ্রের নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। ১৪৬ জন ভোটার সকলে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংশ্লিষ্ঠ সুত্র জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত (মোটরসাইকেল) প্রতিকের প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ পেয়েছেন-৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী( চশমা) প্রতিকের প্রার্থী এসএম মোস্তফা রশিদী দারা-৬৩ ও ( আনারস) প্রতিকের প্রার্থী ডাঃ বাহারুল আলম বাহার পেযেছেন- ৫ ভোট।পুরুষ সদস্য পদে মোঃ রবিউল ইসলাম রবি (বৈদ্যুতিক পাখা) মার্কায়-৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডঃ তৈয়েব হোসেন নুর (তালাচাবি) প্রতিককে ৬৪ ভোট, কৃষ্ণপদ মন্ডল ( বক)-৭, আঃ রাজ্জাক রাজু (হাতি)-৩, সালমান শেখ ( টিউবওয়েল) মার্কায়-২ ভোট পেয়েছেন।
১ নং সংরক্ষিত মহিলা আসনে সাবেক জেলা পরিষদ সদস্য নাহার আক্তার ( ফুটবল) ৬৫, নাজমা কামাল( লাটিম) ৪৩, জয়ন্তী সরদার( টেবিলঘড়ি)-২৬, বিজলী বৈদ্য (দোয়াত কলম) ২, রওশনারা (টেলিফোন) ৫, মাধুরী রানী (বই) ২,নীলিমা চক্রবর্তী -০ ভোট পেয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে’র দুটি বুথে ইভিএম পদ্ধতিতে সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।