August 14, 2025, 4:44 pm
হারুন অর রশিদ দোয়ারাবাজারঃ
সুনামগঞ্জের জেলা পরিষদ নির্বাচনে দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত ১১ নং ওয়ার্ডের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে একটানা দুপুর ২ টা পর্যন্ত দোয়ারাবাজার মডেল উচ্চবিদ্যালয়ে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা জানান, ১১৯ ভোটের মধ্যে মোট প্রাপ্ত ভোট ১১৯। এর মধ্যে চেয়ারম্যান পদে নুরুল হুদা মুকুট (মোটরসাইকেল) পেয়েছেন ৪০ ভোট এবং প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল কবির রুমেন (ঘোড়া) পেয়েছেন ৭৯ ভোট। ১১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক (তালা) পেয়েছেন ৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম (হাতি) ৪০ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সেলিনা আক্তার (ফুটবল) পেয়েছেন ৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুন নাহার (হরিণ) ৫৩ ভোট পান।
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত সদস্যসহ ১১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য দোয়ারাবাজার উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আবদুল খালেককে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া বলেন, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে প্রশাসন। নির্বাচনে বিজয়ীরা আমাদের প্রত্যাশা পূরণ করবে।
শুভেচ্ছা জানিয়ে আরও বিবৃতিতে দিয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমীরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ,দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সহসভাপতি আলাউদ্দিন, কামাল পারভেজ, শাহজাহান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ করিম লিলু, হাফিজ সেলিম আহমদ, সদস্য ইয়াছিন আহমদ, মাসুদ রানা, সুমন আহমদ প্রমুখ।