পাবনা জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের আহমেদ ফররুখ কবির বাবু সদস্য নির্বাচিত

এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পাবনাজেলা পরিষদের ৪ নং ওয়ার্ড (সুজানগর উপজেলার) ভোটগ্রহণ। এ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আহমেদ তফিজ উদ্দিনের পুত্র এবং বর্তমানে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের আপন ছোট ভাই আহম্মেদ ফররুখ কবির বাবু (টিউওবয়েল) প্রতিক নিয়ে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থীর মধ্যে রেজাউল করিম বাচ্চু মোল্লা (বৈদ্যুতিক পাখা) প্রতিক নিয়ে পান ৬৩ ভোট এবং সেলিম মোর্শেদ রানা(তালা) প্রতিক নিয়ে পান শূন্য ভোট। এ কেন্দ্রে ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়া সুজানগর,বেড়া ও সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আনোয়ারা আহমেদ(ফুটবল ) প্রতিক নিয়ে এবং অপরজন শামসুন্নাহার মুক্তা(টেবিল ঘড়ি) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সুজানগর কেন্দ্রে আনোয়ারা আহমেদ আহমেদ(ফুটবল ) প্রতিক নিয়ে পান ৮৫ ভোট এবং শামসুন্নাহার মুক্তা(টেবিল ঘড়ি) প্রতিক নিয়ে পান ৫৯ ভোট। ভোটকেন্দ্র পরিদর্শন করেন পাবনা জেলা প্রশাসক ও পাবনা পুলিশ সুপার। ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা যায়। ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *