August 14, 2025, 4:44 pm
স্ব^রূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত ২নং ওয়ার্ডে (স্বরূপকাঠি উপজেলা) সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে মো. জাকারিয়া খান স্বপন নির্বাচিত হয়েছেন । গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনে মো. জাকারিয়া খান স্বপন (তালা) ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. সেলিম হোসেন(টিউবওয়েল) পেয়েছেন ৩০ ভোট। সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতীহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলায় ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৬ জন ভোটারাই তাদেও ভোটারিধিকার প্রদান করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। স্বরূপকাঠিতে এই প্রথম ইভিএম এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। এদিকে জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসন ১ (স্বরূপকাঠি-নাজিরপুর) এ জেসমিন আক্তার (হরিন) ১৩৪ ভোট পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি তুলি মন্ডল (টেবিল ঘড়ি) ১০৮ ভোট পেয়েছেন। উল্লেখ্য,সাধারণ সদস্য পদে ৩ জন এবং সংরক্ষিত নারী আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।