July 3, 2025, 11:33 am
মোঃ নাসির উদ্দিন। বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নুতান কমিটি ঘোষনা করা হয়েছে।এ উপলক্ষে আজ সকাল দশ ঘটিকার সময় হাফিজুর রহমান মান্নার সার্বিক তত্বাবধানে সাকোকাঠি স্টান্ড থেকে প্রায় দুইশত মটর সাইকেলে কয়েক শত লোক নিয়ে সরিকল. হোসনাবাদ নলচিরা হয়ে গৌরনদী পৌর মেয়র এবং উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মোঃ হারিচুর রহমানের বাস ভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত সভাপতি মোঃ হারুন অর রশীদ আকন।যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সরদার মনিরুজ্জামান মনির.সরিকল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মামুন বেপারী. সরিকল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হিরন হোসেন হিরা এবং যুবলীগ নেতা হুমায়ন খলিফা সহ আওয়ামীলিগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
এ সময়ে গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান বলেন সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ কে ভালবেসে একসাথে হাত হাত মিলিয়ে শেখ হাসিনা তথা আওয়ামীলীগের হাতকে আরো শক্তিশালী করতে হবে।