December 26, 2024, 4:25 pm
মিঠুন সাহা, ,খাগড়াছড়ি জেলা
খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশ কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ও তিনজন আসামীকে আটক করা হয়েছে।
শুক্রবার ( ১৪ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার নাঈম নিপু এর দিক নির্দেশনায়,অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে ও এস আই নাজমুল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় পানছড়ি থানাধীন কলোনী পাড়া জামে মসজিদের সামনে রাস্তার উপর ৩৯ বোতল ভারতীয় মদ, ভারতীয় বিভিন্ন পণ্য,একটি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য মোট ৬১৯১৫২ টাকা।
আসামীদের মধ্যে রয়েছে ১) সুরেশ চাকমা(৩২), পিতা রমেশ বিকাশ চাকমা,সাং- সুতকর্ম পাড়া, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি, ২)হেপী চাকমা(৩৮), স্বামী- প্রিয়জ্যোতি চাকমা,সাং বড়াদম, থানা- দীঘিনালা, জেলা – খাগড়াছড়ি, ৩) প্রভাতী চাকমা (৫০), পিতা- স্বামী – প্রবীন চাকমা,সাং – জাগুরনালা,থানা- পানছড়ি, জেলা খাগড়াছড়ি সিএনজি টেক্সি যোগে এই অবৈধ মালামাল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান,কোন চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে।